কলকাতা, 20 জুন: লোকসভা নির্বাচন মিটতেই ফের রাজ্য আইপিএস-এ রদবদল। এবার বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার আইপিএস গৌরব শর্মাকে সরানো হল ৷ তাঁর জায়গায় ওই পদে এলেন আইপিএস মুকেশ। গৌরব শর্মাকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের এসটিএফ-এ ৷
লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে একাধিক জায়গায় পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন থানার আইসিদের বদলি করা হয়েছিল। এবার নির্বাচনের পর ফেরানো হল সেই সব পুলিশ আধিকারিকদের ৷ যদিও বিধাননগরের নগরপাল গৌরব শর্মার বদলি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় বলেও জানানো হয়েছে ৷ কারণ লোকসভা নির্বাচন চলাকালীন তিনি বিধাননগরের পুলিশ কমিশনার পদেই ছিলেন ৷
নির্বাচনের আগে পুরুলিয়া জেলার পুলিশ সুপার ছিলেন আইপিএস অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁকে লোকসভা নির্বাচনের সময়ে সেই পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন ৷ ফের তাঁকে পুলিশ সুপারের পদে বহাল করা হল। পাশাপাশি সুন্দরবন জেলার পুলিশ সুপার ছিলেন আইপিএস কোটেশ্বর রাও। নির্বাচনের সময় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ ফের তাঁকেও যথাস্থানে আনা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ধৃতীমান সরকারকে নির্বাচন কমিশনের তরফ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সরিয়ে তাঁকে রাজ্য পুলিশের আইবিতে পাঠানো হয়েছিল। আইপিএস ধৃতিমান সরকারকে ফের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে ৷
এই একাধিক পুলিশ আধিকারিক ছাড়া আরও বেশ কয়েকজন বিসিএস পুলিশ আধিকারিকদেরও রদবদল করা হয়েছে। যদিও নবান্ন সূত্রে খবর, এই রুটিন বদলি ছাড়া আর কিছুই নয়। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের কমিশনের চিহ্নিত করে আধিকারিকদের বদলির বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন।