ETV Bharat / state

মথুরাপুর লোকসভা কেন্দ্রের এক বুথে পুনরায় ভোট গ্রহণ শুরু - Mathurapur Repolling - MATHURAPUR REPOLLING

Mathurapur Repolling: পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হল মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বুথে ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷

Mathurapur Repolling
মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট শুরু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 10:54 AM IST

Updated : Jun 3, 2024, 11:14 AM IST

মথুরাপুর, 3 জুন: ভোটের দিন সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত। এরপরই সোমবার ওই কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন ৷ সকাল থেকে ওই বুথে অবশ্য দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন ৷

মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার আড্ডির মহল এলাকায় 26 নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে এদিন সকাল থেকে। আড্ডির মহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠে পুনর্নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ভোট কর্মীরাও পৌঁছে গিয়েছে ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা ৷ রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ৷ এর পাশাপাশি রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে রুট মার্ট এবং টহলদারিও করছে। এদিন ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই বুথের সামনে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। এই বুথে মোট ভোটার সংখ্যা রয়েছে এক হাজার 346 জন।

1 জুন শেষ দফা নির্বাচনের দিন দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় অশান্তির ঘটনার খবর উঠে এসেছিল ৷ কুলতলি, জয়নগর, ভাঙড়, ফলতা-সহ একাধিক জায়গায় বিরোধীদলের এজেন্টদের মারধর করে বুথ থেকে বার করে দেওয়া বা বুথের মধ্যে ঢুকে দেদার ছাপ্পা দেয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও, দক্ষিণ 24 পরগনা জেলায় যেখানে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে শুধুমাত্র মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বুথেই পুনর্নির্বাচন কেন, তা নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা। জানা গিয়েছে, ভোটের পর রাজ্যের বিরোধীরা দক্ষিণ 24 পরগনার একাধিক লোকসভা কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছে। সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশ।

মথুরাপুর, 3 জুন: ভোটের দিন সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত। এরপরই সোমবার ওই কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন ৷ সকাল থেকে ওই বুথে অবশ্য দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন ৷

মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার আড্ডির মহল এলাকায় 26 নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে এদিন সকাল থেকে। আড্ডির মহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠে পুনর্নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ভোট কর্মীরাও পৌঁছে গিয়েছে ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা ৷ রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ৷ এর পাশাপাশি রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে রুট মার্ট এবং টহলদারিও করছে। এদিন ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই বুথের সামনে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। এই বুথে মোট ভোটার সংখ্যা রয়েছে এক হাজার 346 জন।

1 জুন শেষ দফা নির্বাচনের দিন দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় অশান্তির ঘটনার খবর উঠে এসেছিল ৷ কুলতলি, জয়নগর, ভাঙড়, ফলতা-সহ একাধিক জায়গায় বিরোধীদলের এজেন্টদের মারধর করে বুথ থেকে বার করে দেওয়া বা বুথের মধ্যে ঢুকে দেদার ছাপ্পা দেয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও, দক্ষিণ 24 পরগনা জেলায় যেখানে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে শুধুমাত্র মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বুথেই পুনর্নির্বাচন কেন, তা নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা। জানা গিয়েছে, ভোটের পর রাজ্যের বিরোধীরা দক্ষিণ 24 পরগনার একাধিক লোকসভা কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছে। সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশ।

Last Updated : Jun 3, 2024, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.