বোলপুর, 15 জুলাই: বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের জাদুঘর সংস্কার ও পরিবর্ধনের কাজ শুরু হল ৷ বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রকের উপসচিব মহম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বিশ্বভারতীতে আসেন । তিনি কাজ খতিয়ে দেখেন ও বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডলের হাতে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য তুলে দেন, যা আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে সংরক্ষিত হবে ৷ এদিন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একথা জানান বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ ।
শান্তিনিকেতনের ইন্দিরা গান্ধি সংহতি কেন্দ্রের পিছনের মাঠে প্রায় 40 হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে উঠেছিল আন্তর্জাতিক বাংলাদেশ ভবন ৷ বাংলাদেশ সরকারের প্রায় 25 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল ভবনটি । 2018 সালের 25 মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনের উদ্বোধন করেছিলেন ৷ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।
এই বাংলাদেশ ভবনে রয়েছে একটি জাদুঘর, গ্রন্থাগার, প্রেক্ষাগৃহ-সহ দুই বাংলা নিয়ে গবেষণার জায়গা ৷ দীর্ঘদিন এখানে সংস্কার হয়নি ৷ সংস্কারের অভাবে প্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল দুই বাংলার সেতু এই বাংলাদেশ ভবনটি ৷ এবার বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে বিশ্বভারতীর এই বাংলাদেশ ভবন সংস্কারের কাজ শুরু হল ৷
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল, বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বয়ক মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ পরে তাঁরা বাংলাদেশ ভবন সংস্কারের কাজ ঘুরে দেখেন ৷ ভবনের জাদুঘর সংস্কার ও পরিবর্ধন-সহ পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছে । কাজ দেখার পাশাপাশি বঙ্গবন্ধু মুজিবর রহমানের একটি ভাস্কর্য বিশ্বভারতীর হাতে তুলে দেওয়া হয় ৷ সেটি বাংলাদেশ ভবনে সংরক্ষিত হবে ।