ETV Bharat / state

ভিডিয়ো প্রকাশ আদতে রাজ্যপালের মস্তানির পরিচয়, মন্তব্য বিকাশরঞ্জনের - Raj Bhavan CCTV Footage

Governor CV Ananda Bose: 2 মে কী হয়েছিল তা জানাতে ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছেন। তবে রাজ্যপাল কি এমন কিছু করতে পারেন? বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলল ইটিভি ভারত।

Governor CV Ananda Bose
রাজভবনের ভিডিয়ো ফুটেজ প্রকাশ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 11:11 PM IST

Updated : May 10, 2024, 8:25 AM IST

রাজভবনের ভিডিয়ো ফুটেজ প্রকাশে কী বলছেন আইনজীবীরা (ইটিভি ভারত)

কলকাতা, 9 মে: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠেছে। তারপর রাজভবনের তরফে বৃহস্পতিবার প্রায় 1 ঘন্টা 20 মিনিটের একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে ৷ রাজভবন থেকে জনগণের উদেশে এই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ৷ একজন সাংবিধানিক প্রধান হিসেবে তিনি কি আদৌ এটা করতে পারেন ? তার উত্তরে সরাসরি রাজ্যপালের ভূমিকাকে 'পাড়ার মস্তান'দের সঙ্গে তুলনা করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷

রাজভবনের তরফে জারি করা ভিডিয়ো ফুটেজের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলে বিকাশ ভট্টাচার্য স্পষ্টতই বলেন, "রাজ্যপাল রাজ্যপালসুলভ কাজ করছেন না ৷ তিনি সাংবিধানিক প্রধান, তাঁর উচিত তদন্তে সহযোগিতা করা ৷ আইনের কাছে দায়বদ্ধ তদন্তকারী সংস্থা ৷ আইনি পথে কাজ করতে হবে তাঁকেও ৷ রাজ্যপালও যদি বেআইনি কাজ করেন তবে আর কী করা যাবে ! রাজ্যপাল যেভাবে তদন্তকারী সংস্থাকেই চ্যালেঞ্জ করছেন সেটা রাজ্যপালসুলভ কাজ নয়, বরং তা পাড়ার মস্তানদের মতো কাজ ৷" অন্যদিকে বিষয়টি নিয়ে আইনজীবী মহলেও একাধিক মন্তব্য শোনা যাচ্ছে ৷

আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, "ঘটনার সত্যতা আমি বিচার করতে যাচ্ছি না। সংবিধান অনুযায়ী 361 ধারায় রাজ্যপালের বিরুদ্ধে কোনও আদালতে বিচার করা যায় না। কারণ, তিনি কাউকে জবাবদিহি করতে বাধ্য নন। রাজ্যপালের বিরুদ্ধে একমাত্র রাষ্ট্রপতি পদক্ষেপ করতে পারেন। রাজ্যপাল যেখানে কাউকে জবাবদিহি করতে বাধ্য নন, সেখানে তাঁর এই ভিডিয়ো রিলিজ অপ্রাসঙ্গিক। কোথাও কোনও অভিযোগ দায়ের হয়নি। তবু রাজ্যপাল ভিডিয়ো রিলিজ করলেন, এটা ঠিক নয়। একইসঙ্গে আইটি আইনে কারও বিরুদ্ধে অভিযোগ এলে সেখানে কোনও ভিডিয়ো প্রকাশ করা যায় না। কারণ, এই ভিডিয়ো নানা রকমভাবে অপব্যবহার করা হতে পারে। রাজ্যপালের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে গেলে একমাত্র রাষ্ট্রপতির কাছে অভিযোগ করা যায়, রাজ্যপালকে রিমুভ করার জন্য। রাজ্যপালের সাংবিধানিক সুরক্ষা রয়েছে। তিনি কোথাও উত্তর দিতে বাধ্য নন। তাহলে তাঁর এই ভিডিয়ো রিলিজ করার প্রয়োজনীয়তাই ছিল না বলা যায়।" আর কী কী বললেন আইনজীবী আশিস কুমার চৌধুরী?

ইটিভি ভারত- রাজ্যপালের বিরুদ্ধে আট সদস্যের একটা কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে ৷ যদি তাঁর বিরুদ্ধে দোষ প্রমানিত হয়, তাহলে কি ব্যাবস্থা নেওয়া যায় ?

আইনজীবী - এই ব্যাপারে আমার কয়েকটি প্রশ্ন আছে। প্রথমত, কমিটি কে গঠন করেছেন? রাষ্ট্রপতি কি এই কমিটি গঠন করেছেন ? তাছাড়া রাজ্যপাল কেন ভিডিয়ো প্রকাশ করতে গেলেন সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। উনি কার কাছে কী প্রমান করতে চাইছেন ভিডিয়ো প্রকাশ করে ! তবে আইটি আইনে এভাবে ভিডিয়ো প্রকাশ করা যায় না। আইনি বাধা রয়েছে। গণমাধ্যমে প্রকাশ করার যৌক্তিকতা কী আছে তাও আমার জানা নেই।

ইটিভি ভারত- রাজ্যপালের বিরুদ্ধে যেভাবে কুরুচিপূর্ণ তরজা চলছে সেখানে তিনি কি কোনও পদক্ষেপ নিতে পারেন ?

আইনজীবী- রাজ্যপালের সব সময় নিজের নিরপেক্ষতা বজায় রাখা উচিত। তাঁকে রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত। তিনি কোনও রাজনৈতিক দলের সমর্থন করতেই পারেন, কিন্তু সেটা প্রকাশ্যে না আসাই উচিত। তবে ওঁর বিরুদ্ধে যে মন্তব্য হচ্ছে তার জন্য তিনি কারও বিরুদ্ধে পদক্ষেপ করতেই পারেন।

আরও পড়ুন

1 ঘণ্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ রাজভবনের, কী কী জানা গেল ?

রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য নয়, জনস্বার্থ মামলার অনুমতি প্রধান বিচারপতির

রাজভবনের ভিডিয়ো ফুটেজ প্রকাশে কী বলছেন আইনজীবীরা (ইটিভি ভারত)

কলকাতা, 9 মে: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠেছে। তারপর রাজভবনের তরফে বৃহস্পতিবার প্রায় 1 ঘন্টা 20 মিনিটের একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে ৷ রাজভবন থেকে জনগণের উদেশে এই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ৷ একজন সাংবিধানিক প্রধান হিসেবে তিনি কি আদৌ এটা করতে পারেন ? তার উত্তরে সরাসরি রাজ্যপালের ভূমিকাকে 'পাড়ার মস্তান'দের সঙ্গে তুলনা করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷

রাজভবনের তরফে জারি করা ভিডিয়ো ফুটেজের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলে বিকাশ ভট্টাচার্য স্পষ্টতই বলেন, "রাজ্যপাল রাজ্যপালসুলভ কাজ করছেন না ৷ তিনি সাংবিধানিক প্রধান, তাঁর উচিত তদন্তে সহযোগিতা করা ৷ আইনের কাছে দায়বদ্ধ তদন্তকারী সংস্থা ৷ আইনি পথে কাজ করতে হবে তাঁকেও ৷ রাজ্যপালও যদি বেআইনি কাজ করেন তবে আর কী করা যাবে ! রাজ্যপাল যেভাবে তদন্তকারী সংস্থাকেই চ্যালেঞ্জ করছেন সেটা রাজ্যপালসুলভ কাজ নয়, বরং তা পাড়ার মস্তানদের মতো কাজ ৷" অন্যদিকে বিষয়টি নিয়ে আইনজীবী মহলেও একাধিক মন্তব্য শোনা যাচ্ছে ৷

আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, "ঘটনার সত্যতা আমি বিচার করতে যাচ্ছি না। সংবিধান অনুযায়ী 361 ধারায় রাজ্যপালের বিরুদ্ধে কোনও আদালতে বিচার করা যায় না। কারণ, তিনি কাউকে জবাবদিহি করতে বাধ্য নন। রাজ্যপালের বিরুদ্ধে একমাত্র রাষ্ট্রপতি পদক্ষেপ করতে পারেন। রাজ্যপাল যেখানে কাউকে জবাবদিহি করতে বাধ্য নন, সেখানে তাঁর এই ভিডিয়ো রিলিজ অপ্রাসঙ্গিক। কোথাও কোনও অভিযোগ দায়ের হয়নি। তবু রাজ্যপাল ভিডিয়ো রিলিজ করলেন, এটা ঠিক নয়। একইসঙ্গে আইটি আইনে কারও বিরুদ্ধে অভিযোগ এলে সেখানে কোনও ভিডিয়ো প্রকাশ করা যায় না। কারণ, এই ভিডিয়ো নানা রকমভাবে অপব্যবহার করা হতে পারে। রাজ্যপালের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে গেলে একমাত্র রাষ্ট্রপতির কাছে অভিযোগ করা যায়, রাজ্যপালকে রিমুভ করার জন্য। রাজ্যপালের সাংবিধানিক সুরক্ষা রয়েছে। তিনি কোথাও উত্তর দিতে বাধ্য নন। তাহলে তাঁর এই ভিডিয়ো রিলিজ করার প্রয়োজনীয়তাই ছিল না বলা যায়।" আর কী কী বললেন আইনজীবী আশিস কুমার চৌধুরী?

ইটিভি ভারত- রাজ্যপালের বিরুদ্ধে আট সদস্যের একটা কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে ৷ যদি তাঁর বিরুদ্ধে দোষ প্রমানিত হয়, তাহলে কি ব্যাবস্থা নেওয়া যায় ?

আইনজীবী - এই ব্যাপারে আমার কয়েকটি প্রশ্ন আছে। প্রথমত, কমিটি কে গঠন করেছেন? রাষ্ট্রপতি কি এই কমিটি গঠন করেছেন ? তাছাড়া রাজ্যপাল কেন ভিডিয়ো প্রকাশ করতে গেলেন সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। উনি কার কাছে কী প্রমান করতে চাইছেন ভিডিয়ো প্রকাশ করে ! তবে আইটি আইনে এভাবে ভিডিয়ো প্রকাশ করা যায় না। আইনি বাধা রয়েছে। গণমাধ্যমে প্রকাশ করার যৌক্তিকতা কী আছে তাও আমার জানা নেই।

ইটিভি ভারত- রাজ্যপালের বিরুদ্ধে যেভাবে কুরুচিপূর্ণ তরজা চলছে সেখানে তিনি কি কোনও পদক্ষেপ নিতে পারেন ?

আইনজীবী- রাজ্যপালের সব সময় নিজের নিরপেক্ষতা বজায় রাখা উচিত। তাঁকে রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত। তিনি কোনও রাজনৈতিক দলের সমর্থন করতেই পারেন, কিন্তু সেটা প্রকাশ্যে না আসাই উচিত। তবে ওঁর বিরুদ্ধে যে মন্তব্য হচ্ছে তার জন্য তিনি কারও বিরুদ্ধে পদক্ষেপ করতেই পারেন।

আরও পড়ুন

1 ঘণ্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ রাজভবনের, কী কী জানা গেল ?

রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য নয়, জনস্বার্থ মামলার অনুমতি প্রধান বিচারপতির

Last Updated : May 10, 2024, 8:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.