ETV Bharat / state

7 বছরের নাতনিকে চকোলেটের লোভ দেখিয়ে যৌন হেনস্তা দাদুর - MINOR GIRL SEXUALLY ABUSED

চকোলেট খাবি, আয়... ৷ এরপরই খেলতে থাকা নাতনিকে ডেকে নিয়ে যায় 45 বছরের দাদু ৷ ফাঁকা ঘরে নাতনিকে যৌন হেনস্তা করে বলে অভিযাগ ৷

MINOR GIRL SEXUALLY ABUSED
ফাইল ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 10:46 PM IST

ডোমকল, 2 নভেম্বর: যৌন লালসার শিকার হল 7 বছরের শিশুকন্যা ৷ নাতনির সঙ্গে কুকর্মের অভিযোগে কাঠগড়ায় প্রৌঢ় দাদু ৷ মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা। জানা যায়, বৃহস্পতিবার ওই নাবালিকা বাড়িতে খেলছিল ৷ তখনই বাড়ি থেকে 'চকোলেট দেব' বলে ডেকে নিয়ে যায় তারই বছর পঁয়তাল্লিশের এক আত্মীয় ৷ সম্পর্কে নাবালিকার দাদু। ফাঁকা ঘরে 7 বছরের ওই শিশুকন্যাকে যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ ৷

এরপরই ঘটনার জানাজানি হয়ে যায়। বছর সাতের মেয়েটি তার মাকে পুরো বিষয় খুলে বলে ৷ নির্যাতিতা মায়ের অভিযোগ, এবার প্রথম নয় এর আগেও দু'তিনবার এইরকম ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি। বাড়িতে বল দিলে ভয় দেখায় আর চকলেট দেব বলে ৷ তবে অভিযুক্ত ওই ব্যক্তিকে ঘটনার কথা বলতে গেলে, তিনি পুরো ঘটনার কথা অস্বীকার করে ৷ উল্টো চাপ দিতে থাকেন নির্যাতিতার পরিবারের লোকজনদের। বাধ্য হয়ে নাবালিকার পরিবারের সদস্যরা ডোমকল থানার পুলিশের কাছে যান।

একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি পুলিশকে সমস্ত কথা খুলে বলেন। ডোমকল থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনা তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, আলিপুরদুয়ারের কুমারগ্রামে চকোলেটের লোভ দেখিয়ে এক নাবালিকাকে স্থানীয় জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে ভারত ভুটান সীমান্তের কুমারগ্রাম থানা এলাকায়। অভিযুক্ততে শনিবার দুপুরে আদালতে তোলে পুলিশ ৷ পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের ফালাকাটায় বছর পাঁচেকের এক শিশুকে জিলিপির লোভ দেখিয়ে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যান এক প্রতিবেশী। অভিযোগ ওঠে ওই নাবালিকাকে প্রথমে ধর্ষণ ও পর খুন করা হয় ৷

ডোমকল, 2 নভেম্বর: যৌন লালসার শিকার হল 7 বছরের শিশুকন্যা ৷ নাতনির সঙ্গে কুকর্মের অভিযোগে কাঠগড়ায় প্রৌঢ় দাদু ৷ মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা। জানা যায়, বৃহস্পতিবার ওই নাবালিকা বাড়িতে খেলছিল ৷ তখনই বাড়ি থেকে 'চকোলেট দেব' বলে ডেকে নিয়ে যায় তারই বছর পঁয়তাল্লিশের এক আত্মীয় ৷ সম্পর্কে নাবালিকার দাদু। ফাঁকা ঘরে 7 বছরের ওই শিশুকন্যাকে যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ ৷

এরপরই ঘটনার জানাজানি হয়ে যায়। বছর সাতের মেয়েটি তার মাকে পুরো বিষয় খুলে বলে ৷ নির্যাতিতা মায়ের অভিযোগ, এবার প্রথম নয় এর আগেও দু'তিনবার এইরকম ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি। বাড়িতে বল দিলে ভয় দেখায় আর চকলেট দেব বলে ৷ তবে অভিযুক্ত ওই ব্যক্তিকে ঘটনার কথা বলতে গেলে, তিনি পুরো ঘটনার কথা অস্বীকার করে ৷ উল্টো চাপ দিতে থাকেন নির্যাতিতার পরিবারের লোকজনদের। বাধ্য হয়ে নাবালিকার পরিবারের সদস্যরা ডোমকল থানার পুলিশের কাছে যান।

একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি পুলিশকে সমস্ত কথা খুলে বলেন। ডোমকল থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনা তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, আলিপুরদুয়ারের কুমারগ্রামে চকোলেটের লোভ দেখিয়ে এক নাবালিকাকে স্থানীয় জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে ভারত ভুটান সীমান্তের কুমারগ্রাম থানা এলাকায়। অভিযুক্ততে শনিবার দুপুরে আদালতে তোলে পুলিশ ৷ পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের ফালাকাটায় বছর পাঁচেকের এক শিশুকে জিলিপির লোভ দেখিয়ে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যান এক প্রতিবেশী। অভিযোগ ওঠে ওই নাবালিকাকে প্রথমে ধর্ষণ ও পর খুন করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.