ETV Bharat / state

সন্দেশখালির মা-বোনদের জন্য লড়তে চান, বললেন বিজেপি প্রার্থী রেখা - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections 2024: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ সন্দেশখালির বাসিন্দা তিনি ৷ আন্দোলনকারীদের প্রথমসারির মুখ হিসাবে সামনে আসেন রেখা পাত্র ৷ তাঁকেই বসিরহাট কেন্দ্রের প্রার্থী করে তালিকায় চমক দিয়েছে বিজেপি ৷

Lok Sabha Elections
বিজেপি প্রার্থী রেখা পাত্র
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 2:04 PM IST

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র

বসিরহাট, 25 মার্চ:লোকসভা নির্বাচনে দিতীয় দফায় বাংলার 20টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছ বিজেপি ৷ এই তালিকায় বসিরহাট কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করছে ৷ এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন রেখা পাত্র ৷ নাম ঘোষণার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন,"সন্দেশখালির মা-বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই থাকব। নরেন্দ্র মোদি এবং বিজেপির শীর্ষ কর্তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে প্রার্থী হিসাবে বেছে নেওয়ার জন্য।"

কে এই রেখা পাত্র: সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্র ৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়েছেন তিনি ৷ তিনি দলিত পরিবারের মেয়ে। সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন গ্রামের মহিলারা ফুঁসলিয়ে উঠেছিলেন ৷ সেই সকল আন্দোলনকারীদের প্রথমসারির মুখ হিসাবে সামনে আসেন রেখা পাত্র ৷ এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁডাতে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন রেখা পাত্র। আন্দোলনের ও অন্যতম মুখ হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। তাঁকেই বসিরহাট কেন্দ্রের প্রার্থী করে 'মাস্টারস্ট্রোক' দিল বিজেপি ৷ নাম ঘোষণার পরই দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

সন্দেশখালি কাণ্ড: সম্প্রতি সন্দেশখালিকে নিয়ে উত্তপ্ত ছিল গোটা রাজ্য-রাজনীতি। পশ্চিমবঙ্গ নয় কেন্দ্র থেকেও বহু মন্ত্রী সন্দেশখালিতে আসেন। শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দার এই তিন জনের বিরুদ্ধেই ইডি হত্যাকাণ্ড-সহ একাধিক অভিযোগ উঠেছে ৷ সেইসঙ্গে শেখ শাহজাহানের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল নারী নির্যাতন। থানায় লিখিত অভিযোগ জানিয়ে ছিলেন রেখা পাত্র ৷ এরপর একাধিক এই ইস্যুতে আন্দোলনে নামতে দেখা গিয়েছে তাঁকে।

এই ঘটনার পরই বঙ্গ সফরে এসে সন্দেশখালি নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী বারাসতের সভার পর তিনি সন্দেশখালির পাঁচ মহিলার সঙ্গেও দেখা করেছিলেন। তাদের মধ্যেই নাকি ছিলেন এই রেখা পাত্র। শোনা যায় সেই সময় থেকেই বসিরহাটের প্রার্থী হিসেবে রেখা পাত্রকে 'পাখির চোখ' করেছে বিজেপি। তাঁকে প্রার্থী করা নিয়ে দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "সন্দেশখালি মুভমেন্টে অনেকে ছিলেন। তাঁদের মধ্যেই একজন রেখা পাত্র অন্যতম প্রধান মুখ। সবাইকে তো প্রার্থী করা যায় না, তাই একজনকেই বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

  1. সন্দেশখালি আন্দোলনের মুখকেই বসিরহাট কেন্দ্রের প্রার্থী করল গেরুয়া শিবির - Lok Sabha Elections
  2. কলকাতা উত্তরে তাপস, ব্যারাকপুরে অর্জুন; বাংলার 19 আসনে প্রার্থী বিজেপির - LOK SABHA ELECTIONS
  3. কোনও প্রার্থী নয়, আমার লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: সায়নী - Lok Sabha Elections

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র

বসিরহাট, 25 মার্চ:লোকসভা নির্বাচনে দিতীয় দফায় বাংলার 20টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছ বিজেপি ৷ এই তালিকায় বসিরহাট কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করছে ৷ এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন রেখা পাত্র ৷ নাম ঘোষণার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন,"সন্দেশখালির মা-বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই থাকব। নরেন্দ্র মোদি এবং বিজেপির শীর্ষ কর্তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে প্রার্থী হিসাবে বেছে নেওয়ার জন্য।"

কে এই রেখা পাত্র: সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্র ৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়েছেন তিনি ৷ তিনি দলিত পরিবারের মেয়ে। সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন গ্রামের মহিলারা ফুঁসলিয়ে উঠেছিলেন ৷ সেই সকল আন্দোলনকারীদের প্রথমসারির মুখ হিসাবে সামনে আসেন রেখা পাত্র ৷ এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁডাতে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন রেখা পাত্র। আন্দোলনের ও অন্যতম মুখ হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। তাঁকেই বসিরহাট কেন্দ্রের প্রার্থী করে 'মাস্টারস্ট্রোক' দিল বিজেপি ৷ নাম ঘোষণার পরই দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

সন্দেশখালি কাণ্ড: সম্প্রতি সন্দেশখালিকে নিয়ে উত্তপ্ত ছিল গোটা রাজ্য-রাজনীতি। পশ্চিমবঙ্গ নয় কেন্দ্র থেকেও বহু মন্ত্রী সন্দেশখালিতে আসেন। শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দার এই তিন জনের বিরুদ্ধেই ইডি হত্যাকাণ্ড-সহ একাধিক অভিযোগ উঠেছে ৷ সেইসঙ্গে শেখ শাহজাহানের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল নারী নির্যাতন। থানায় লিখিত অভিযোগ জানিয়ে ছিলেন রেখা পাত্র ৷ এরপর একাধিক এই ইস্যুতে আন্দোলনে নামতে দেখা গিয়েছে তাঁকে।

এই ঘটনার পরই বঙ্গ সফরে এসে সন্দেশখালি নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী বারাসতের সভার পর তিনি সন্দেশখালির পাঁচ মহিলার সঙ্গেও দেখা করেছিলেন। তাদের মধ্যেই নাকি ছিলেন এই রেখা পাত্র। শোনা যায় সেই সময় থেকেই বসিরহাটের প্রার্থী হিসেবে রেখা পাত্রকে 'পাখির চোখ' করেছে বিজেপি। তাঁকে প্রার্থী করা নিয়ে দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "সন্দেশখালি মুভমেন্টে অনেকে ছিলেন। তাঁদের মধ্যেই একজন রেখা পাত্র অন্যতম প্রধান মুখ। সবাইকে তো প্রার্থী করা যায় না, তাই একজনকেই বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

  1. সন্দেশখালি আন্দোলনের মুখকেই বসিরহাট কেন্দ্রের প্রার্থী করল গেরুয়া শিবির - Lok Sabha Elections
  2. কলকাতা উত্তরে তাপস, ব্যারাকপুরে অর্জুন; বাংলার 19 আসনে প্রার্থী বিজেপির - LOK SABHA ELECTIONS
  3. কোনও প্রার্থী নয়, আমার লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: সায়নী - Lok Sabha Elections
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.