কলকাতা, 3 জুন: সপ্তম দফা ভোটের মতো গণনার দিনও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। তার আগে সকালে দক্ষিণবঙ্গে গরম দাপট দেখাবে বলেই মনে করছে হাওয়া অফিস। আর উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তাই সেখানে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হতেই পারে।
উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণে গরম অব্যাহত। গত কয়েকদিন ধরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না। ফলে দহনজ্বালা না থাকলেও অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই মিলছে না। এই অবস্থায় মঙ্গলবার লোকসভা ভোটে গণনা হবে । তাতে বৃষ্টি বাধা হবে কি না তা জানতে অনেকেই আগ্রহী।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেছেন, "দুপুর বা বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।”
উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা শুরু হয়েছে। নির্ধারিত সময়ের কিছুটা আগেই বর্ষার প্রবেশ ঘটেছে। সোমনাথ দত্ত জানিয়েছেন, ভোটের ফল ঘোষণার দিনই উত্তরবঙ্গের উপরের 5 জেলা-দার্জিলিং কালিম্পঙ আলিপুরদুয়ার জলপাইগুরি কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে।
উরের পাঁচ জেলার মধ্যে কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 85 শতাংশ। আর সর্বনিম্ন পরিমাণ ছিল 51শতাংশ।