ETV Bharat / state

উনি মিথ্যা বলছেন, মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্য প্রসঙ্গে বিস্ফোরক নির্যাতিতার মা - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Victims Family Reactions on Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা মন্তব্য করলেন আরজি করে নির্যাতিতার মা ৷ তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন ৷ তিনি আন্দোলন বন্ধ করতে চাইছেন ৷" এই প্রসঙ্গে আর কী জানালেন নির্যাতিতার মা ? চিকিৎসকদের কর্মবিরতি থেকে অব্যাহতির সুপ্রিম নির্দেশ নিয়েই বা কী বক্তব্য তাঁর ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

RG Kar Victims Mother Reactions
আরজি করে নির্যাতিতার মায়ের বক্তব্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 8:54 PM IST

Updated : Sep 9, 2024, 9:36 PM IST

সোদপুর, 9 সেপ্টেম্বর: প্রশাসনিক বৈঠক থেকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আরজি করে নির্যাতিতার পরিবারকে তিনি টাকা দেওয়ার কথা বলেননি ৷ সেই প্রসঙ্গে নিজের দাবিতেই অনড় থেকে সোমবার আরও একবার নির্যাতিতার মা জানিয়ে দিলেন টাকার প্রস্তাব দিয়েছিল পুলিশই ।

  • মুখ্যমন্ত্রী টাকা না দেওয়ার মন্তব্যে নির্যাতিতার মায়ের উত্তর :

"বাড়িতে এসে উনি (মুখ্যমন্ত্রী) আমাদের বলেছিলেন মেয়ের জন্য তো কিছু পাবেন ! সেটা দিয়ে ও'র স্মৃতির উদ্দেশ্যে কিছু বানিয়ে রাখবেন । তার প্রত্যুত্তরে আমরা বলেছিলাম, যেদিন আমার মেয়ের মৃত্যুর সুবিচার পাব এবং প্রকৃত দোষীরা সাজা পাবে সেদিনই আমরা আপনার দফতরের গিয়ে নিয়ে আসব । তার আগে নয় !"

  • মুখ্যমন্ত্রীর আন্দোলন তুলে নেওয়ারা বার্তা নিয়ে নির্যাতিতার মা :

"দেশের মানুষ আমাকে নিজের পরিবারের মেয়ে হিসেবেই ভাবছে । তারপরও যদি তাঁরা মনে করে, উৎসবে ফিরতে চানতাহলে আমার কিছু বলার নেই । তবে, আমার ঘরেও একসময় দুর্গাপুজো হত । আমার মেয়ে নিজেই পুজো করত । আমার বাড়িতে তো আর কোনওদিন দুর্গাপুজোর আলো জ্বলবে না । আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে । আমি কী করে বলব, উৎসবে ফিরতে ? ওঁর পরিবারের কারও সঙ্গে যদি এমন ঘটনা ঘটত, তাহলে কী উনি পারতেন একথা বলতে ? নিশ্চয় পারতেন না । কারণ, আমি একজন মেয়ের মা । সন্তান হারানোর যন্ত্রণা আমার চেয়ে কেউ আর ভালো বুঝবে না ।"

  • আন্দোলন বন্ধ করার তত্ত্বে নির্যাতিতার মায়ের বক্তব্য :

"আমার মেয়েকে গলা টিপে মেরে প্রমাণ লোপাট করা হয়েছে । তেমনই আন্দোলনকে গলা টিপে মারতে চাইছেন মুখ্যমন্ত্রী। আন্দোলন থেমে গেলে উনি নিজের জায়গা আরও মজবুত করতে পারবেন । আমার মেয়ে চলে গিয়েছে । আমরা কেন মিথ্যা কথা বলতে যাব ? উনি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন ? আর কোনওদিন তো আমার মেয়েটা বাড়িতে ফিরবে না । কী ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে সেটা উনি (মুখ্যমন্ত্রী)-ই ভালো বলতে পারবেন । যতদিন না বিচার পাব, ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব । কেউ প্রতিহত করতে পারবে না ।"

  • জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য সুপ্রিম আদেশের পরিপ্রেক্ষিতে নির্যাতিতার মা :

"এটা চিকিৎসকরাই ভালো বুঝবেন । আমি আর এটা নিয়ে কী বলতে পারি ! একমাসে 23 জন কেন ! অনেক আশঙ্কাজনক রোগী মারা যান । আমার মেয়ে যখন হাসপাতাল থেকে বাড়িতে ফিরত, তখন দেখতাম ও'র গ্রুপে লেখা থাকত কত রোগী মারা গিয়েছে । এর সঙ্গে আন্দোলনের কী সম্পর্ক হতে পারে ?"

'নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার কথা বলিনি', স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সোদপুর, 9 সেপ্টেম্বর: প্রশাসনিক বৈঠক থেকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আরজি করে নির্যাতিতার পরিবারকে তিনি টাকা দেওয়ার কথা বলেননি ৷ সেই প্রসঙ্গে নিজের দাবিতেই অনড় থেকে সোমবার আরও একবার নির্যাতিতার মা জানিয়ে দিলেন টাকার প্রস্তাব দিয়েছিল পুলিশই ।

  • মুখ্যমন্ত্রী টাকা না দেওয়ার মন্তব্যে নির্যাতিতার মায়ের উত্তর :

"বাড়িতে এসে উনি (মুখ্যমন্ত্রী) আমাদের বলেছিলেন মেয়ের জন্য তো কিছু পাবেন ! সেটা দিয়ে ও'র স্মৃতির উদ্দেশ্যে কিছু বানিয়ে রাখবেন । তার প্রত্যুত্তরে আমরা বলেছিলাম, যেদিন আমার মেয়ের মৃত্যুর সুবিচার পাব এবং প্রকৃত দোষীরা সাজা পাবে সেদিনই আমরা আপনার দফতরের গিয়ে নিয়ে আসব । তার আগে নয় !"

  • মুখ্যমন্ত্রীর আন্দোলন তুলে নেওয়ারা বার্তা নিয়ে নির্যাতিতার মা :

"দেশের মানুষ আমাকে নিজের পরিবারের মেয়ে হিসেবেই ভাবছে । তারপরও যদি তাঁরা মনে করে, উৎসবে ফিরতে চানতাহলে আমার কিছু বলার নেই । তবে, আমার ঘরেও একসময় দুর্গাপুজো হত । আমার মেয়ে নিজেই পুজো করত । আমার বাড়িতে তো আর কোনওদিন দুর্গাপুজোর আলো জ্বলবে না । আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে । আমি কী করে বলব, উৎসবে ফিরতে ? ওঁর পরিবারের কারও সঙ্গে যদি এমন ঘটনা ঘটত, তাহলে কী উনি পারতেন একথা বলতে ? নিশ্চয় পারতেন না । কারণ, আমি একজন মেয়ের মা । সন্তান হারানোর যন্ত্রণা আমার চেয়ে কেউ আর ভালো বুঝবে না ।"

  • আন্দোলন বন্ধ করার তত্ত্বে নির্যাতিতার মায়ের বক্তব্য :

"আমার মেয়েকে গলা টিপে মেরে প্রমাণ লোপাট করা হয়েছে । তেমনই আন্দোলনকে গলা টিপে মারতে চাইছেন মুখ্যমন্ত্রী। আন্দোলন থেমে গেলে উনি নিজের জায়গা আরও মজবুত করতে পারবেন । আমার মেয়ে চলে গিয়েছে । আমরা কেন মিথ্যা কথা বলতে যাব ? উনি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন ? আর কোনওদিন তো আমার মেয়েটা বাড়িতে ফিরবে না । কী ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে সেটা উনি (মুখ্যমন্ত্রী)-ই ভালো বলতে পারবেন । যতদিন না বিচার পাব, ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব । কেউ প্রতিহত করতে পারবে না ।"

  • জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য সুপ্রিম আদেশের পরিপ্রেক্ষিতে নির্যাতিতার মা :

"এটা চিকিৎসকরাই ভালো বুঝবেন । আমি আর এটা নিয়ে কী বলতে পারি ! একমাসে 23 জন কেন ! অনেক আশঙ্কাজনক রোগী মারা যান । আমার মেয়ে যখন হাসপাতাল থেকে বাড়িতে ফিরত, তখন দেখতাম ও'র গ্রুপে লেখা থাকত কত রোগী মারা গিয়েছে । এর সঙ্গে আন্দোলনের কী সম্পর্ক হতে পারে ?"

'নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার কথা বলিনি', স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated : Sep 9, 2024, 9:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.