কলকাতা, 14 মার্চ: গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার নিজের বাড়িতেই পড়ে যান মুখ্যমন্ত্রী ৷ জানা গিয়েছে, হোঁচট খেয়ে পড়ে যান তিনি ৷ শোকেসে আঘাত লেগে মাথা ফেটে গিয়ে রক্তপাত শুরু হয়, নাকেও আঘাত লাগে ৷ মমতার আহত হওয়ার খবর পেয়েই এক্স হ্যান্ডেলে তাঁর আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘আমি মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি ৷’’
মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়েই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়’কে ফোন করেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় । মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি ৷ মমতাকে হাসপাতালে দেখতে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ যদিও ততক্ষণে বাড়ির পথে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব । রীতিমতো উদ্বেগের স্বরে দেব বলেন, ‘‘লোকসভার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লড়াইয়ের মূল চালিকাশক্তি। তাঁর দুর্ঘটনার খবর পেয়েছি । গোটা বিষয়টা নিয়ে আমি উদ্বিগ্ন । কামনা করছি, তিনি সুস্থ হয়ে উঠুন ।" দলের সুপ্রিমোর আরোগ্য কামনায় ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজোও দেন দেব ৷
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেন ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার একটা খবর পেয়েছি । আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি ।’’ একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তিনি বলেন, ‘‘রাজনৈতিক লড়াইয়ে আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু বিরোধিতা থাকতে পারে । কিন্তু তাঁর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে । দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন সেই কামনা করছি ।’’
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই পড়ে যান মুখ্যমন্ত্রী ৷ জানা গিয়েছে, হোঁচট খেয়ে পড়ে যান তিনি ৷ সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় ৷ মাথায় চারটি সেলাই পড়ে ৷ বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে তাঁকে মাথার সিটি স্ক্যান করে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়ে দ্রুত এসএসকেএম হাসপাতালে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম, মালা রায়, শোভনদেব চট্টোপাধ্যায় ৷ পাশাপাশি এদিন হাসপাতাল চত্বরে পৌঁছন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য সাধারণ নাগরিক ।
আরও পড়ুন: