কলকাতা, 2 জুলই: রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম জড়িয়েছে। গত জুন মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তাঁকে প্রায় 5 ঘণ্টা ধরে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেন। এবার ওই মামলায় 70 লক্ষ টাকা ইডিকে ফেরাতে চান 'টলি কুইন' ঋতুপর্ণা সেনগুপ্ত ।
অভিনেত্রীকে দু'দফায় নোটিশ দেওয়ার পর অবশেষে জুন মাসে তিনি সিজিও কমপ্লেক্সে যান ৷ ইডি আধিকারিকরা সেদিন তাঁকে 5 ঘণ্টা জিজ্ঞাসা করেন । দু'সপ্তাহের মধ্যে 70 লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা, মঙ্গলবার ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ রেশন দুর্নীতি কাণ্ডে একাধিক প্রভাবশালী থেকে শুরু করে বিভিন্ন অভিযুক্তদের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত ব্যাঙ্ক ট্রানজাকশন হয়েছে । ইডি জানিয়েছে, বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে একাধিকবারে প্রায় 70 লক্ষ টাকার লেনদেন করেছিলেন অভিনেত্রী ৷
গত জুন মাসে ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্সের বাইরে এসে তিনি বলেন, "ইডির তদন্তকারীরা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। আমি তাঁদের তদন্তে সাহায্য করেছি ও আগামীতেও করব ৷" তিনি এদিন জানান, কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। এরপরই ইডি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি ৷ প্রায় 70 লক্ষ টাকা ইডির হাতে ফেরত দেবেন বলে জানা গিয়েছে।
তবে এ বিষয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এর আগে রেশন দুর্নীতির তদন্ত নেমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত রাকিবুর রহমানকে গ্রেফতার করে। পরে গ্রেফতার হন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷