ETV Bharat / state

বিজেপি বিরোধীরা রাষ্ট্রদ্রোহী, রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে পালটা কটাক্ষ রথীনের - Ram Navami 2024

Ram Navami 2024: লোকসভা ভোটের মুখে ফের অস্ত্র-সহ মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক । তৃণমূলকে এই নিয়ে কটাক্ষ করলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷ তাঁর নিশানায় ছিল অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিকদলগুলিও ৷

Ram Navami 2024
Ram Navami 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 3:03 PM IST

হাওড়ায় রামনবমীর মিছিল

হাওড়া, 17 এপ্রিল: রামনবমীর দিনে অস্ত্র-সহ মিছিল নিয়ে বরাবরই সমালোচনার মুখে পড়ে বিজেপি ৷ অস্ত্র নিয়ে মিছিলের সমালোচনা করে সরব হয় তৃণমূল-সহ অন্যান্য বিজেপি বিরোধী দল ৷ এবার তারই পালটা দিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷ তিনি বলেন, "ভারতের সনাতনীদের উপর রাষ্ট্রদ্রোহী শক্তির বারবার আক্রমণের চেষ্টা করছে । সনাতন ধর্মে অস্ত্র পূজা অতি প্রাচীন রীতি, যা সমগ্র ভারতের সনাতন ধর্মালম্বী পরিবার পালন করে আসছেন ।"

বুধবার রামনবমীতে হাওড়ার রামরাজাতলার রাম মন্দির থেকে শোভাযাত্রা বের হয় ৷ তাতে অংশ নেন হাওড়ার বিজেপি প্রার্থী । রামনবমীর দিনে অস্ত্র মিছিলকে সমর্থন করে তিনি বলেন, "ভারতীয় সংস্কৃতিতে অস্ত্র ও অস্ত্র শক্তির পূজা অতি সনাতন । ভারতের উত্তর, মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে সনাতনী পরিবারের সদস্যরা এর পূজা করে আসছেন, এটা নতুন কিছু না । এটা পূজার অঙ্গ, তাই এর অঙ্গ ছেদ করে এটা করা যায় না । ঠিক যেমন মাতৃশক্তির পূজাতে তার দশ অঙ্গের শক্তির উপাসনা করা হয় অস্ত্র-সহ, একইভাবে এটাও পূজার অঙ্গ । এটাকে বিচ্ছিন্ন করে দেখানোর চেষ্টা হচ্ছে ।"

রথীন চক্রবর্তী এদিন দাবি করেন, "শিখ ধর্মে পঞ্চমকার সাধনা ও পূজা করা হয়, তাতে কৃপানকেও তারা পূজা করেন । সেখানে আপনি অঙ্গ ছেদ করে পূজা করতে পারেন না ।" পাশাপাশি অস্ত্র নিয়ে শাসকদলের মিছিলকে কটাক্ষ করেন তিনি ৷ তাঁর কথায়,"সাঁকরাইল এলাকাতে তৃণমূলের লোকেরা অস্ত্র নিয়ে মিছিল করলে তারা রামভক্ত, আর অন্যান্যরা মিছিলে অস্ত্র নিয়ে হাঁটলে তারা অভক্ত, তাদের মিছিলে অঙ্গচ্ছেদ করতে হবে, এটা চলতে পারে না । এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে, আমি এর তীব্র প্রতিবাদ করছি ।"

ব্যারাকপুরে আজ রামনবমী উপলক্ষে ভাটপাড়া পৌরসভার বাবুপাড়ায় রাম মন্দিরে ও নৈহাটি বিধানসভায় গৌরীপুর চৌমাথাতে হনুমান মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং । এছাড়া বিজেপির পাশাপাশি আজ উত্তর হাওড়া লিলুয়ায় রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূলের উদ্যোগেও । মহাবীর চকের হনুমান মন্দির থেকে আজ এই শোভাযাত্রা শুরু হয় । শেষ হয় হাওড়া সালকিয়া বজরংবলী মন্দির গভর্মেন্ট কোয়ার্টারে এসে । রামনবমীর এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় , অরূপ রায়, ডাঃ রানা চট্টোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ ।

আরও পড়ুন:

  1. হলুদ কাপড়ে 'দিব্য অভিষেক' রামলালার, অযোধ্যায় মহা সমারোহে পালিত হচ্ছে রামনবমী
  2. মমতা ও সিপিএমের আদরে লালিত হচ্ছে টুকরে টুকরে গ্যাং, রামনবমীর মিছিল থেকে কটাক্ষ শুভেন্দুর
  3. দেশের পর এবার এরাজ্যেও হিংসা বন্ধ করবে বিজেপি, রামনবমীর অনুষ্ঠানে বললেন দিলীপ

হাওড়ায় রামনবমীর মিছিল

হাওড়া, 17 এপ্রিল: রামনবমীর দিনে অস্ত্র-সহ মিছিল নিয়ে বরাবরই সমালোচনার মুখে পড়ে বিজেপি ৷ অস্ত্র নিয়ে মিছিলের সমালোচনা করে সরব হয় তৃণমূল-সহ অন্যান্য বিজেপি বিরোধী দল ৷ এবার তারই পালটা দিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷ তিনি বলেন, "ভারতের সনাতনীদের উপর রাষ্ট্রদ্রোহী শক্তির বারবার আক্রমণের চেষ্টা করছে । সনাতন ধর্মে অস্ত্র পূজা অতি প্রাচীন রীতি, যা সমগ্র ভারতের সনাতন ধর্মালম্বী পরিবার পালন করে আসছেন ।"

বুধবার রামনবমীতে হাওড়ার রামরাজাতলার রাম মন্দির থেকে শোভাযাত্রা বের হয় ৷ তাতে অংশ নেন হাওড়ার বিজেপি প্রার্থী । রামনবমীর দিনে অস্ত্র মিছিলকে সমর্থন করে তিনি বলেন, "ভারতীয় সংস্কৃতিতে অস্ত্র ও অস্ত্র শক্তির পূজা অতি সনাতন । ভারতের উত্তর, মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে সনাতনী পরিবারের সদস্যরা এর পূজা করে আসছেন, এটা নতুন কিছু না । এটা পূজার অঙ্গ, তাই এর অঙ্গ ছেদ করে এটা করা যায় না । ঠিক যেমন মাতৃশক্তির পূজাতে তার দশ অঙ্গের শক্তির উপাসনা করা হয় অস্ত্র-সহ, একইভাবে এটাও পূজার অঙ্গ । এটাকে বিচ্ছিন্ন করে দেখানোর চেষ্টা হচ্ছে ।"

রথীন চক্রবর্তী এদিন দাবি করেন, "শিখ ধর্মে পঞ্চমকার সাধনা ও পূজা করা হয়, তাতে কৃপানকেও তারা পূজা করেন । সেখানে আপনি অঙ্গ ছেদ করে পূজা করতে পারেন না ।" পাশাপাশি অস্ত্র নিয়ে শাসকদলের মিছিলকে কটাক্ষ করেন তিনি ৷ তাঁর কথায়,"সাঁকরাইল এলাকাতে তৃণমূলের লোকেরা অস্ত্র নিয়ে মিছিল করলে তারা রামভক্ত, আর অন্যান্যরা মিছিলে অস্ত্র নিয়ে হাঁটলে তারা অভক্ত, তাদের মিছিলে অঙ্গচ্ছেদ করতে হবে, এটা চলতে পারে না । এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে, আমি এর তীব্র প্রতিবাদ করছি ।"

ব্যারাকপুরে আজ রামনবমী উপলক্ষে ভাটপাড়া পৌরসভার বাবুপাড়ায় রাম মন্দিরে ও নৈহাটি বিধানসভায় গৌরীপুর চৌমাথাতে হনুমান মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং । এছাড়া বিজেপির পাশাপাশি আজ উত্তর হাওড়া লিলুয়ায় রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূলের উদ্যোগেও । মহাবীর চকের হনুমান মন্দির থেকে আজ এই শোভাযাত্রা শুরু হয় । শেষ হয় হাওড়া সালকিয়া বজরংবলী মন্দির গভর্মেন্ট কোয়ার্টারে এসে । রামনবমীর এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় , অরূপ রায়, ডাঃ রানা চট্টোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ ।

আরও পড়ুন:

  1. হলুদ কাপড়ে 'দিব্য অভিষেক' রামলালার, অযোধ্যায় মহা সমারোহে পালিত হচ্ছে রামনবমী
  2. মমতা ও সিপিএমের আদরে লালিত হচ্ছে টুকরে টুকরে গ্যাং, রামনবমীর মিছিল থেকে কটাক্ষ শুভেন্দুর
  3. দেশের পর এবার এরাজ্যেও হিংসা বন্ধ করবে বিজেপি, রামনবমীর অনুষ্ঠানে বললেন দিলীপ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.