রানাঘাট, 12 মে: 2006 সালে ডিলিমিটেশনের সময় নদিয়ার নবদ্বীপ আসনটি অবলুপ্ত হয় ৷ বদলে তৈরি হয় রানাঘাট আসনটি ৷ 2009 ও 2014 সালে এই আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু 2019 সালে এই আসনে জয়ী হয় বিজেপি ৷ বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার 2 লক্ষ 33 হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন রানাঘাট কেন্দ্র থেকে । বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের প্রাপ্ত ভোট ছিল 7 লক্ষ 83 হাজার 253 । তাঁর নিকটতম প্রার্থী তৃণমূল কংগ্রেসের রূপালি বিশ্বাসের প্রাপ্য ভোট ছিল 5 লক্ষ 49 হাজার 825 । অন্যদিকে তৃতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী রমা বিশ্বাস । তাঁর প্রাপ্য ভোট ছিল 97 হাজার 771 । গতবার এই লোকসভা কেন্দ্রে কংগ্রেস একাই লড়াই করেছিল । সেখানে কংগ্রেসের প্রার্থী মিনতি বিশ্বাস পেয়েছিলেন 23 হাজার 297 ভোট ।
এবার বাম-কংগ্রেস জোট বেঁধেছে রানাঘাটে ৷ তাদের প্রার্থী সিপিএমের অলোকেশ দাস ৷ ফলে যৌথভোটে আগের থেকে কিছুটা হলেও ভালো পরিস্থিতিতে থাকার কথা তাঁর ৷ তাই প্রশ্ন উঠছে যে তিনি কি পারবেন রানাঘাটে প্রথমবার লালঝান্ডা ওড়াতে ? অলোকেশ দাস অবশ্য আশাবাদী ৷
তিনি বলেন, ‘‘প্রচারে বেরিয়ে মানুষের প্রচুর সমর্থন পাচ্ছি । তার কারণ দেশে বিজেপি এবং রাজ্যে তৃণমূল যে দিনের পর দিন দুর্নীতি করেছে, সেই দুর্নীতিকে সামনে রেখে মানুষ পরিবর্তন চাইছেন । আর সেই পরিবর্তনে সামিল হয়েই এবার এই কেন্দ্রে আমি জয়লাভ করব ।’’
2021 সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট লোকসভার অধীনে থাকা সাতটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিতে বিজেপি জিতেছিল ৷ সেই আসনগুলির মধ্য়ে একটা ছিল রানাঘাট দক্ষিণ ৷ তিন বছর আগে ওই আসনে যিনি পদ্ম-প্রতীকে জিতেছিলেন, সেই মুকুটমণি অধিকারী গত মার্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ তার পর তাঁকে রানাঘাটের প্রার্থী করে তৃণমূল ৷ ফলে তাঁর লড়াই শুধু প্রাক্তন দলের বিরুদ্ধেই নয় ৷ পাশাপাশি রানাঘাটে আবার ঘাসফুল ফোটানোর চ্যালেঞ্জও রয়েছে তাঁর সামনে ৷ সেই চ্যালেঞ্জ পার করে রানাঘাটে তিনিই বিজয়ী হবেন বলে আশাবাদী মুকুটমণি অধিকারী ৷
তিনি বলেন, ‘‘আমার রানাঘাট কেন্দ্রে একটি বড় ইস্যু হল গঙ্গা ভাঙন । গত পাঁচ বছরে এখানকার সাংসদ জগন্নাথ সরকার কোনও উন্নয়নের কাজ করেননি । মূলত, মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে সুবিধা পৌঁছে দিয়েছেন, তাতে সাধারণ মানুষ এবার তৃণমূলকেই ভোট দেবেন । পাশাপাশি তিনি বলেন আমি প্রথম থেকেই বলে এসেছি জেতার ব্যাপারে আমি 100 শতাংশ আশাবাদী ।
রানাঘাটে সিপিএম যেমন প্রথমবার জয়ী হতে চায়, তেমন তৃণমূল এই আসনে ফের নিজেদের দখলে রাখতে চায় ৷ এর মাঝে বিজেপির জগন্নাথ সরকারের লড়াই রানাঘাটের গড়-রক্ষার ৷ তিনি কি পারবেন তৃণমূল-সিপিএমের জোড়া চ্যালেঞ্জ সামলে আবার জয়ী হতে ?
বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গলায় ইতিবাচক সুরই শোনা গেল৷ তিনি বলেন, ‘‘আপনারা দেখতেই পারছেন মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা । সকলের মুখে একটি কথা জয় শ্রীরাম । আর জয় শ্রীরাম মানেই বিজেপি। তৃণমূল একটি মিথ্যা বাতাবরণ করতে চাইছে । ভারতের হিন্দুরক্ষাকারী দুই মহারথী রয়েছেন, তাঁরা হলেন শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র । এটা প্রমাণ হয়ে গিয়েছে, তাই রামমন্দির স্থাপন হয়েছে পুনরায় । সেই কারণেই বিরোধীরা এখানে একটুও জায়গা পাবে না ।’’
আগামী 13 মে চতুর্থ দফায় রানাঘাট আসনে ভোট নেওয়া হবে ৷ সেদিনই রানাঘাটের বাসিন্দারা নিজেদের রায় ইভিএম বন্দি করবেন ৷ কী রায় দেবেন রানাঘাটবাসী ? জানা যাবে আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ৷
আরও পড়ুন: