কলকাতা, 12 এপ্রিল: পূর্ব মেদিনীপুরের আগে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারের কাছেই একটি হোটেলে আত্মগোপন করে ছিল বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে ধৃত দুই জঙ্গি ৷ এমনই চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারীরা । জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সূত্রে এই তথ্য সামনে এসেছে । ফলে এ বার ধৃত জঙ্গিদের কলকাতা-যোগও প্রকাশ্যে এল । জানা গিয়েছে, কলকাতার লেনিন সরণির একটি হোটেলে ছিল ওই দু'জন । তবে এক রাতের জন্যই । তারা নিজেদের ভুয়ো নাম-পরিচয় লিখেছিল হোটেলের রেজিস্টারে ।
পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে রাজ্য পুলিশ ও এনআইএ-র যৌথ অভিযানে গ্রেফতার করা হয় রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের মাস্টারমাইন্ড-সহ দুই জঙ্গিকে ৷ লালবাজারের গোয়েন্দা বিভাগ জানতে পেরেছে, গত 13 মার্চ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ লেনিন সরণির হোটেলে গিয়েছিল বিস্ফোরণকাণ্ডের দুই অভিযুক্ত । হোটেল রেজিস্টারের তথ্য বলছে, বিকেল 5টা 40 মিনিটে নাম নথিভুক্ত করে তারা । হোটেল কর্তৃপক্ষ তাদের আট নম্বর ঘরটি দেয় । হোটেলে নিজেদের পর্যটক বলে পরিচয় দিয়েছিল ধৃতরা । তারা জানিয়েছিল যে, তারা দার্জিলিং থেকে আসছে । তাদের পরবর্তী গন্তব্য চেন্নাই ।
ওই দিন রাতে হোটেলে থেকে, 14 মার্চ সকালেই সেখান থেকে বেরিয়ে পড়ে তারা । এক দিনের ভাড়া হিসাবে তারা 750 টাকা হোটেলের রিসেপশনে জমা দেয় বলে জানা গিয়েছে । সংশ্লিষ্ট হোটেলের রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করেছে পুলিশ । কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের ঠিক নাকের ডগায় নিউমার্কেটে লেলিন সরণির হোটেলে জঙ্গিরা আত্মগোপন করে ছিল, আর কিছু জানতেই পারেননি কলকাতা পুলিশের আধিকারিকরা । কীভাবে তা সম্ভব হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ৷
আরও পড়ুন: