ETV Bharat / state

ইস্তাহারে যারা আদিবাসীদের দাবিদাওয়া নিয়ে বলবে তাদেরই সমথর্ন করব: রাজেশ লাকড়া - আদিবাসী নেতা

Jalpaiguri: আদিবাসীদের দাবি নিয়ে যে দল তাদের লোকসভা ভোটের ইস্তাহারে লিখবে, আমরা সেই দলকে লোকসভা ভোটে সমর্থন করব, ভোট দেব ৷ বললেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 7:14 PM IST

জলপাইগুড়ি, 10 ফেব্রুয়ারি: "লোকসভা ভোটের ইস্তাহারে যে দল আদিবাসীদের দাবি পূরণ করবে, সেই দলকে লোকসভা ভোটে সমর্থন করব ও ভোট দেব।" আদিবাসী নেতা রাজেশ লাকড়ার এই মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি। জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী জানান, রাজেশ লাকড়া তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন ৷ দেরিতে হলেও তাঁর বোধোদয় হয়েছে । আমরা বিশ্বাস রাখি প্রধানমন্ত্রীর হাত ধরে সমস্ত পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠী ও আদিবাসীদের উন্নয়ন হবে ৷ উল্লেখ্য, তৃণমূলের শ্রমিক সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতির পদ যেতেই গত মাসের শেষদিকে তৃণমূল কংগ্রেস ছাড়েন রাজেশ লাকড়া।

আদিবাসী নেতা রাজেশ লাকড়া এদিন বলেন, "জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার আদিবাসীদের জন্য সংবিধান অনুযায়ী পঞ্চম তফসিলের সুবিধা দিক সরকার। আজ সরকার আদিবাসীদের জমির পাট্টা দিচ্ছে এটা ভোটের ললিপপ মাত্র। আমি সন্দেশখালিতেও যাব। সেখানে আমাদের মা-বোনেদের যেভাবে অত্যাচার করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। আদিবাসী মা-বোনেদের যেভাবে অত্যাচার করা হয়েছে তার বিরুদ্ধে আমি আদিবাসীদের একত্রিত করব।"

তিনি আরও জানান, 2020 সালে তরাই ডুয়ার্সকে পঞ্চম তফসিলভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন। সেই দাবি পূরণের আশাতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বলে উল্লেখ করেন ৷ দল ছাড়ার পর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের আমাকে আর দরকার নেই ৷ তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না । তৃণমূল কংগ্রেসের যখন আদিবাসী নেতা দরকার নেই, তখন আর সম্পর্ক রাখব না ।"

এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, "রাজেশের দল থেকে চলে যাওয়াতে আমাদের কোনও ক্ষতি হবে না। রাজেশকে তৃণমূল যে সম্মান দিয়েছে তা অন্য কোথাও গেলে পাবেন না।" ঘটনা প্রসঙ্গেই জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী জানান, রাজেশ লাকড়া তৃনমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন ৷ দেরিতে হলেও তাঁর বোধদয় হয়েছে। তৃণমূল কংগ্রেস আদিবাসীদের জন্য কিছুই করেনি । কেবল লুট করে গিয়েছেন। ভারত বর্ষের রাষ্ট্রপতি আজ আদিবাসী দিদি । কংগ্রেস,কমিউনিস্ট বিরোধীতা করেছেন ৷ প্রধানমন্ত্রীর হাত ধরে সমস্ত পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠী ও আদিবাসীদের উন্নয়ন হবে বলে উল্লেখ করেন তিনি ৷

কে রাজেশ লাকড়া ?

আদিবাসীদের দাবি পূরণে প্রথম ভারতীয় মূল আদিবাসী বিকাশ পরিষদের ব্যানারের নীচে আন্দোলন শুরু করেছিলেন ৷ এরপর তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ আদিবাসীদের আন্দোলন থেকে বিরতি নেন ৷ তৃণমূল ছাড়তেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন ৷ আদিবাসীদের একত্রিত করে জোরদার আন্দোলনের কথা বলেন। ডুয়ার্সের আদিবাসীদের একত্রিত করে তাদের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন এই নেতার ৷

আন্দোলের প্রকৃতি:

রাজেশ লাকড়া বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বাড়ির সামনে শ্রমিকদের দাবি নিয়ে একাধিকবার ধরনা দিয়েছিলেন। জন বারলা এ প্রসঙ্গে বলেন, "ওকে নিয়ে কোন মন্তব্য করতে চাই না। কখন কোথায় কী করেছে তা বুঝে নিয়ে করা উচিৎ ছিল রাজেশের। রাজেশের তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়াকে সাধুবাদ জানাচ্ছে বিজেপি।"

আরও পড়ুন:

  1. জেলা সভাপতির পদ হারাতেই দল ছাড়লেন তৃণমূলের আদিবাসী নেতা
  2. বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র ও রাইফেলের কার্তুজ-সহ গ্রেফতার পড়শি দেশের প্রাক্তন সেনাকর্মী
  3. বোনকে নিয়ে ইডি দফতরে রথীন্দ্রকুমার দে, 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদ

জলপাইগুড়ি, 10 ফেব্রুয়ারি: "লোকসভা ভোটের ইস্তাহারে যে দল আদিবাসীদের দাবি পূরণ করবে, সেই দলকে লোকসভা ভোটে সমর্থন করব ও ভোট দেব।" আদিবাসী নেতা রাজেশ লাকড়ার এই মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি। জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী জানান, রাজেশ লাকড়া তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন ৷ দেরিতে হলেও তাঁর বোধোদয় হয়েছে । আমরা বিশ্বাস রাখি প্রধানমন্ত্রীর হাত ধরে সমস্ত পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠী ও আদিবাসীদের উন্নয়ন হবে ৷ উল্লেখ্য, তৃণমূলের শ্রমিক সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতির পদ যেতেই গত মাসের শেষদিকে তৃণমূল কংগ্রেস ছাড়েন রাজেশ লাকড়া।

আদিবাসী নেতা রাজেশ লাকড়া এদিন বলেন, "জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার আদিবাসীদের জন্য সংবিধান অনুযায়ী পঞ্চম তফসিলের সুবিধা দিক সরকার। আজ সরকার আদিবাসীদের জমির পাট্টা দিচ্ছে এটা ভোটের ললিপপ মাত্র। আমি সন্দেশখালিতেও যাব। সেখানে আমাদের মা-বোনেদের যেভাবে অত্যাচার করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। আদিবাসী মা-বোনেদের যেভাবে অত্যাচার করা হয়েছে তার বিরুদ্ধে আমি আদিবাসীদের একত্রিত করব।"

তিনি আরও জানান, 2020 সালে তরাই ডুয়ার্সকে পঞ্চম তফসিলভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন। সেই দাবি পূরণের আশাতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বলে উল্লেখ করেন ৷ দল ছাড়ার পর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের আমাকে আর দরকার নেই ৷ তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না । তৃণমূল কংগ্রেসের যখন আদিবাসী নেতা দরকার নেই, তখন আর সম্পর্ক রাখব না ।"

এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, "রাজেশের দল থেকে চলে যাওয়াতে আমাদের কোনও ক্ষতি হবে না। রাজেশকে তৃণমূল যে সম্মান দিয়েছে তা অন্য কোথাও গেলে পাবেন না।" ঘটনা প্রসঙ্গেই জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী জানান, রাজেশ লাকড়া তৃনমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন ৷ দেরিতে হলেও তাঁর বোধদয় হয়েছে। তৃণমূল কংগ্রেস আদিবাসীদের জন্য কিছুই করেনি । কেবল লুট করে গিয়েছেন। ভারত বর্ষের রাষ্ট্রপতি আজ আদিবাসী দিদি । কংগ্রেস,কমিউনিস্ট বিরোধীতা করেছেন ৷ প্রধানমন্ত্রীর হাত ধরে সমস্ত পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠী ও আদিবাসীদের উন্নয়ন হবে বলে উল্লেখ করেন তিনি ৷

কে রাজেশ লাকড়া ?

আদিবাসীদের দাবি পূরণে প্রথম ভারতীয় মূল আদিবাসী বিকাশ পরিষদের ব্যানারের নীচে আন্দোলন শুরু করেছিলেন ৷ এরপর তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ আদিবাসীদের আন্দোলন থেকে বিরতি নেন ৷ তৃণমূল ছাড়তেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন ৷ আদিবাসীদের একত্রিত করে জোরদার আন্দোলনের কথা বলেন। ডুয়ার্সের আদিবাসীদের একত্রিত করে তাদের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন এই নেতার ৷

আন্দোলের প্রকৃতি:

রাজেশ লাকড়া বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বাড়ির সামনে শ্রমিকদের দাবি নিয়ে একাধিকবার ধরনা দিয়েছিলেন। জন বারলা এ প্রসঙ্গে বলেন, "ওকে নিয়ে কোন মন্তব্য করতে চাই না। কখন কোথায় কী করেছে তা বুঝে নিয়ে করা উচিৎ ছিল রাজেশের। রাজেশের তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়াকে সাধুবাদ জানাচ্ছে বিজেপি।"

আরও পড়ুন:

  1. জেলা সভাপতির পদ হারাতেই দল ছাড়লেন তৃণমূলের আদিবাসী নেতা
  2. বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র ও রাইফেলের কার্তুজ-সহ গ্রেফতার পড়শি দেশের প্রাক্তন সেনাকর্মী
  3. বোনকে নিয়ে ইডি দফতরে রথীন্দ্রকুমার দে, 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.