কলকাতা, 3 মে: রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে তাঁর প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। শুক্রবার এর জবাব দিতে গিয়ে রাজ্যপালের কড়া সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তৃণমূলের 12 জন মহিলা প্রার্থীর সমর্থনে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে তৃণমূল মহিলা কংগ্রেস। সেই মিছিল শেষে রাজ্যপালের বক্তব্যের কড়া সমালোচনা করেন চন্দ্রিমা ৷
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রাজ্যের কোনও জায়গায় তাঁর প্রবেশ বা যাতায়াতের ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার কারও নেই। তিনি বলেন, "রাজ্যপাল রাজভবনে থাকেন বলে ওটা তাঁর পৈতৃক সম্পত্তি হয়ে গিয়েছে, এমনটা নয়। ওটা মানুষের সম্পত্তি। আমি একজন মন্ত্রী সেটা ভুলে যান। একজন নাগরিক হিসেবে আমারও তো ওঁর পিসরুমে কোনও অভিযোগ জানানোর থাকতে পারে। সেটাও উনি বন্ধ করে দিলেন। এমনটা করলে পিসরুম চলবে কী করে !"
চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানান, বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে আসার পর অনেকেই তা নিয়ে মুখ খুলেছেন। তাদের মধ্যে থেকে রাজ্যপাল বেছে বেছে তাঁর ওপরেই কেন নিষেধাজ্ঞা জারি করলেন সেটা বুঝতে পারছেন না চন্দ্রিমা। একই সঙ্গে তিনি এও জানান, কীভাবে রাজ্যপাল তাঁর অধিকার কেড়ে নিতে পারেন তা তিনি দেখবেন।
এদিন রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "উনি মেয়েটির করা অভিযোগের সরাসরি কোনও জবাব দেননি। তাছাড়া এই অভিযোগের সঙ্গে রাজনীতির যোগ কোথায় হল বুঝতে পারছি না। যতদূর জেনেছি এই মেয়েটি 2019 সাল থেকে রাজভবনে অস্থায়ীভাবে কাজ করেন। আমরা তো তাঁকে ওই পদে বসাইনি।"
এই প্রসঙ্গে রাজ্য মন্ত্রিসভার এই সদস্য বলেন, "উনি রাজ্যপাল। উনি নিরপেক্ষ। হঠাৎ করে তিনি নির্বাচনের প্রসঙ্গ টেনে আনছেন কেন ? উনি একটা রাজনৈতিক দলের হয়ে লাগাতার কথা বলছেন। আইনের জগতে এখনও অনেকের সঙ্গেই আমার সবসময় কথা হয়। আমি দীর্ঘদিন সংবিধান সংক্রান্ত মামলা নিয়ে প্র্যাকটিস করেছি। উনি আইএএস ছিলেন বলে প্রশাসনের কাজকর্ম সম্পর্কে অনেক কিছু হয়তো জানেন। তবে আইনের লোক হিসেবে উনি যেন আমাকে সংবিধানটা না শেখাতে আসেন। ওঁর কাছ থেকে সংবিধান শিখতে হবে এত দুরবস্থা আমার হয়নি।"
আরও পড়ুন
'পর পর দু'বার শ্লীলতাহানি করেছেন', কড়া ভাষায় রাজ্যপালের নিন্দা মমতার
'আরও বড় চক্রান্ত হচ্ছে, এই লড়াই লড়ব', অডিয়ো ক্লিপ প্রকাশ করে কলকাতা ছাড়লেন রাজ্যপাল