ETV Bharat / state

ফের নবান্নকে বার্তা রাজভবনের, সন্দেশখালি কাণ্ডে দ্রুত পদক্ষেপের নির্দেশ - Sandeshkhali Incident

Sandeshkhali Incident: সন্দেশখালি ইস্যু নিয়ে ফের নবান্নকে কড়া বার্তা দিল রাজভবন ৷ দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি ৷ এর আগেও সন্দেশখালি নিয়ে মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি পাঠানো হয়েছিল ৷

Raj Bhavan
রাজভবন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 5:21 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: পাঁচ দিনের ব্যবধানে ফের সন্দেশখালি ইস্যুতে নবান্নকে কড়া বার্তা রাজভবনের । গত 5 ফেব্রুয়ারির পর শনিবার ফের রাজভবনের তরফে নবান্নকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর । এদিকে শনিবার দুপুরে বিধানসভা থেকে বিধায়কদের নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতায় না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি বিজেপি বিধায়কদের।

প্রাথমিকভাবে নিজেদের দাবিপত্র রাজ্যপালের ও এসডি'র হাতে তুলে দিয়ে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা । আর এই ঘটনার ঘণ্টাদু'য়েকের মধ্যে রাজভবনের তরফে নবান্নকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি । যদিও রাজভবনের তরফে অফিসিয়ালি এ বিষয়ে কোন তথ্য দেওয়া হয়নি । উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলা ও পরবর্তী ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। গত সোমবারই মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি পাঠানো হয় রাজভবনের তরফে। কিন্তু তারপরও পরিস্থিতির কোনও বদল না-হওয়ায় আবারও বার্তা পাঠানো হয়েছে বলে সূত্রের তরফে জানা গিয়েছে ।

এদিকে এদিন বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে যাওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, "আজকে সকালে 144 ধারা এবং ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশন ও রাজ্যপাল প্রমুখদের ট্যাগ করেছি এক্স হ্যান্ডেলে । পুলিশ আধিকারিকদের নিয়ে সেখানে তফশিলি জাতি-উপজাতির মহিলাদের উপর অত্যাচার চলছে । 14 জনকে গ্রেফতার করা হয়েছে । এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে আটকে রাখা হয় । সিপিএমের কায়দায় সেখানে রাজীব কুমার ও মনোজ বর্মাদের নিয়ে অত্যাচার করা হচ্ছে । 144 ধারার কপি পোড়ালাম । রাজ্যপাল কেরলে আছেন । রাজ্যপাল আজকে ফিরবেন । আগামিকাল সেখানে পৌঁছান । সরকারি ক্ষমতা দিয়ে গণরোষ বন্ধ করতে পারবে না। রাজ্যপালকে 24 ঘণ্টা সময় দিলাম। না-করলে সোমবার রাজভবনের সিঁড়িতে বসে অনির্দিষ্টকালের জন্য ধরনা দেব ।"

পাশাপাশি তিনি রাজ্যপালের কাছে তফশিলি জাতি-উপজাতির মহিলাদের রক্ষা করার আবেদন জানিয়েছেন ৷ বিরোধী দলনেতা আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক মহিলাদের উপর যে অত্যাচার করেছে, তা টিভিতে সম্প্রচার হয়েছে । তা আমরা সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরব । কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তফসিলি জাতি-উপজাতি মহিলাদের সম্মান লুট করেছে, তা তুলে ধরা হবে । 500-1000 এ কাজ হবে না ।"

চলতি মাসের প্রথম দিনেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বৈঠক করেন । দু'জনের মধ্যে সন্দেশখালি নিয়ে দীর্ঘ আলোচনা হয় । সূত্রের দাবি, এই বৈঠকে সন্দেশখালিতে যারা আইন ভেঙেছেন এবং ইডি আধিকারিকদের ওপর হামলা চালিয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখনও পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আগামীতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যপাল ও স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, নির্দিষ্ট কোন অপরাধীর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালের আলোচনার বিষয়বস্তু হতে পারে না । কিন্তু, বাংলায় যে নির্দিষ্ট ঘটনা ঘটেছে সে বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন আইনের মত কাজ করবে । এমনিতেই আইন এবং নিয়ম মেনে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । হামলার ঘটনার পরে ইডির তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে । অভিযান চালানো হয়েছে । এই পদক্ষেপ আরও সুদূরপ্রসারী হবে । তবে এক মাসের বেশি হতে চলল সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ এরপরেই শাহজাহান শেখ গ্রেফতার না-হওয়ায় বিষয়টি নিয়ে চর্চা চলছে ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে শান্তি ফেরাতে রাজ্যপালের কাছে পদক্ষেপের আবেদন বিজেপির, সময় বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী
  2. 144 ধারা জারি থাকায় সন্দেশখালিতে বিজেপির প্রতিনিধি দলকে বাধা পুলিশের
  3. সন্দেশখালিকে শান্ত করতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি প্রশাসনের, বন্ধ হচ্ছে ইন্টারনেট পরিষেবাও

কলকাতা, 10 ফেব্রুয়ারি: পাঁচ দিনের ব্যবধানে ফের সন্দেশখালি ইস্যুতে নবান্নকে কড়া বার্তা রাজভবনের । গত 5 ফেব্রুয়ারির পর শনিবার ফের রাজভবনের তরফে নবান্নকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর । এদিকে শনিবার দুপুরে বিধানসভা থেকে বিধায়কদের নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতায় না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি বিজেপি বিধায়কদের।

প্রাথমিকভাবে নিজেদের দাবিপত্র রাজ্যপালের ও এসডি'র হাতে তুলে দিয়ে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা । আর এই ঘটনার ঘণ্টাদু'য়েকের মধ্যে রাজভবনের তরফে নবান্নকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি । যদিও রাজভবনের তরফে অফিসিয়ালি এ বিষয়ে কোন তথ্য দেওয়া হয়নি । উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলা ও পরবর্তী ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। গত সোমবারই মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি পাঠানো হয় রাজভবনের তরফে। কিন্তু তারপরও পরিস্থিতির কোনও বদল না-হওয়ায় আবারও বার্তা পাঠানো হয়েছে বলে সূত্রের তরফে জানা গিয়েছে ।

এদিকে এদিন বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে যাওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, "আজকে সকালে 144 ধারা এবং ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশন ও রাজ্যপাল প্রমুখদের ট্যাগ করেছি এক্স হ্যান্ডেলে । পুলিশ আধিকারিকদের নিয়ে সেখানে তফশিলি জাতি-উপজাতির মহিলাদের উপর অত্যাচার চলছে । 14 জনকে গ্রেফতার করা হয়েছে । এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে আটকে রাখা হয় । সিপিএমের কায়দায় সেখানে রাজীব কুমার ও মনোজ বর্মাদের নিয়ে অত্যাচার করা হচ্ছে । 144 ধারার কপি পোড়ালাম । রাজ্যপাল কেরলে আছেন । রাজ্যপাল আজকে ফিরবেন । আগামিকাল সেখানে পৌঁছান । সরকারি ক্ষমতা দিয়ে গণরোষ বন্ধ করতে পারবে না। রাজ্যপালকে 24 ঘণ্টা সময় দিলাম। না-করলে সোমবার রাজভবনের সিঁড়িতে বসে অনির্দিষ্টকালের জন্য ধরনা দেব ।"

পাশাপাশি তিনি রাজ্যপালের কাছে তফশিলি জাতি-উপজাতির মহিলাদের রক্ষা করার আবেদন জানিয়েছেন ৷ বিরোধী দলনেতা আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক মহিলাদের উপর যে অত্যাচার করেছে, তা টিভিতে সম্প্রচার হয়েছে । তা আমরা সারা রাজ্যের মানুষের কাছে তুলে ধরব । কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তফসিলি জাতি-উপজাতি মহিলাদের সম্মান লুট করেছে, তা তুলে ধরা হবে । 500-1000 এ কাজ হবে না ।"

চলতি মাসের প্রথম দিনেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বৈঠক করেন । দু'জনের মধ্যে সন্দেশখালি নিয়ে দীর্ঘ আলোচনা হয় । সূত্রের দাবি, এই বৈঠকে সন্দেশখালিতে যারা আইন ভেঙেছেন এবং ইডি আধিকারিকদের ওপর হামলা চালিয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখনও পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আগামীতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যপাল ও স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, নির্দিষ্ট কোন অপরাধীর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালের আলোচনার বিষয়বস্তু হতে পারে না । কিন্তু, বাংলায় যে নির্দিষ্ট ঘটনা ঘটেছে সে বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন আইনের মত কাজ করবে । এমনিতেই আইন এবং নিয়ম মেনে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । হামলার ঘটনার পরে ইডির তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে । অভিযান চালানো হয়েছে । এই পদক্ষেপ আরও সুদূরপ্রসারী হবে । তবে এক মাসের বেশি হতে চলল সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ এরপরেই শাহজাহান শেখ গ্রেফতার না-হওয়ায় বিষয়টি নিয়ে চর্চা চলছে ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালিতে শান্তি ফেরাতে রাজ্যপালের কাছে পদক্ষেপের আবেদন বিজেপির, সময় বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী
  2. 144 ধারা জারি থাকায় সন্দেশখালিতে বিজেপির প্রতিনিধি দলকে বাধা পুলিশের
  3. সন্দেশখালিকে শান্ত করতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি প্রশাসনের, বন্ধ হচ্ছে ইন্টারনেট পরিষেবাও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.