চন্দননগর, 2 অগস্ট: ঘূর্ণাবর্তের কারণে কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি চলছে রাজ্যজুড়ে ৷ তার জেরেই ধস হাওড়া-বর্ধমান শাখার মেন লাইনের পাশে ৷ টানা বৃষ্টির কারণে চুঁচুড়া ও চন্দননগর স্টেশনের মাঝে দেবীপুর এলাকায় ধস নামে ৷ শুক্রবার সকাল থেকেই ট্রনের গতি কমিয়ে দেওয়া হয়েছে ওই এলাকার ৷
রেল সূত্রে খবর, রেল লাইন থেকে 10 ফুট দূরে এই ধস শুরু হয়েছে ৷ পাশে একটি বড় জলাশয়ের কারণে গার্ডওয়ালগুলি তলিয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতেই রেলের কর্মীরা বিষয়টি খতিয়ে দেখেন ৷ শুক্রবার সকাল থেকেই কাজ শুরু হয় রেলের তরফে। রেলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে আতঙ্কিত না-হওয়ার ৷
বৃহস্পতিবার রাতে হাওড়া-বর্ধমান মেন লাইনের চন্দননগরের দেবীপুর এলাকার আপ-লাইনের ধারে ধস শুরু হয় ৷ ফলে এদিন সকালেও আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে থেমে যায় ৷ রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ তাঁদের পরমার্শে, বেশ কিছু আপ-লাইনের গাড়ি ওই এলাকা থেকে ধীর গতিতে পাস করানো হচ্ছে। এই পরিস্থিতিতে বর্ধমানে মেল আপ-লাইনে লোকাল ট্রেন চলেছে। পূর্ব রেলের প্রাধান জমসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র জানিয়েছেন, রেল লাইনের 10 ফুট দূরে একটা ধস নেমেছে। রেলের কাজ চলছে। ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে ঐ জায়গায়। কাজ শেষ হলেই স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা।
ঘটনা প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা মহম্মদ আক্তার বলেন, "আপের থার্ড লাইনের স্লিপার গুলি রাখা ছিল সেগুলো তলিয়ে যায়। পাশেই পুকুর থাকায় আরও ধস নামার আশঙ্কা রয়েছে। অবশ্যই এই বিষয়টি দেখা উচিত রেলের। আমরা চাই, যত তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। রেল লাইনের একদম কাছেই হয়েছে।"
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে আপ-লাইনে এই ধস প্রথম নজরে আসে। সেই সময় দুন এক্সপ্রেস কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়। রেল কর্মীরা সার্টিফিকেট দিলেই ফের ট্রেন চলাচল শুরু হয়। পরে ঐ লাইন দিয়ে একাধিক গাড়ি চলাচল স্বাভাবিক হয়। তবে ফের শুক্রবার সকাল থেকে আবার ধস নামে ৷