ETV Bharat / state

সাগরে বাড়িছে সে ! নিম্নচাপের প্রভাবে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ - West Bengal Weather Update

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 7:27 AM IST

Updated : Jul 18, 2024, 3:00 PM IST

IMD Predicts Depression over Bay of Bengal: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৷ যার প্রভাব থাকবে আগামী পাঁচদিন ৷

West Bengal Weather Today
দক্ষিণবঙ্গের দুয়ারে বৃষ্টির সম্ভাবনা (ইটিভি ভারত)

কলকাতা, 18 জুলাই: নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গের দুয়ারে আগামী পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা । সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে । তবে বৃষ্টির পরিমাণ নির্ভর করবে মেঘের গতি-প্রকৃতির ওপর । পাশাপাশি, আগামিকাল অর্থাৎ উনিশে জুলাই নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে । উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপটি মূলত উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে । ফলে রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলা নিম্নচাপের প্রভাবে কাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । সে ক্ষেত্রে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হবে, জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ।

আগামিকাল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগণায় ভারী বৃষ্টি হলে । বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতা’তে ভারী বৃষ্টির সম্ভাবনা । আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে ।

একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে । উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হবে ।

  • উত্তরবঙ্গে কমবে বৃষ্টির দাপট...

উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টির দাপটে রাশ পড়েছে । আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা কমবে । উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 17 থেকে 19 জুলাই উত্তরবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে । রবিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের পাঁচটি জেলায় ।

বুধবার কলকাতা এবং শহরতলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 92 শতাংশ, সর্বনিম্ন 69 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 24.2 মিলিমিটার । আজ দিনের আকাশ মেঘলা । কিছু কিছু অঞ্চলে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে ।

কলকাতা, 18 জুলাই: নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গের দুয়ারে আগামী পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা । সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে । তবে বৃষ্টির পরিমাণ নির্ভর করবে মেঘের গতি-প্রকৃতির ওপর । পাশাপাশি, আগামিকাল অর্থাৎ উনিশে জুলাই নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে । উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপটি মূলত উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে । ফলে রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলা নিম্নচাপের প্রভাবে কাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । সে ক্ষেত্রে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হবে, জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ।

আগামিকাল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগণায় ভারী বৃষ্টি হলে । বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতা’তে ভারী বৃষ্টির সম্ভাবনা । আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে ।

একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে । উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হবে ।

  • উত্তরবঙ্গে কমবে বৃষ্টির দাপট...

উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টির দাপটে রাশ পড়েছে । আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা কমবে । উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 17 থেকে 19 জুলাই উত্তরবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে । রবিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের পাঁচটি জেলায় ।

বুধবার কলকাতা এবং শহরতলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 92 শতাংশ, সর্বনিম্ন 69 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 24.2 মিলিমিটার । আজ দিনের আকাশ মেঘলা । কিছু কিছু অঞ্চলে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে ।

Last Updated : Jul 18, 2024, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.