ETV Bharat / state

দ্বিতীয়া থেকেই ভাসবে বাংলা ! পুজোয় কাঁটা ছড়াতে তৈরি বৃষ্টি - WB Weather Update - WB WEATHER UPDATE

উৎসবমুখর বাঙালির এখন একটাই চিন্তা, পুজোয় কি বৃষ্টি হবে ? তা নিয়ে ফের বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

WB Weather Report
দ্বিতীয়া থেকেই ভাসবে বাংলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2024, 6:39 AM IST

Updated : Oct 4, 2024, 8:43 AM IST

কলকাতা, 4 অক্টোবর: আজ বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে নিম্নচাপ । তার প্রভাবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার সারাদিন আকাশ মেঘলা থাকার পরে রাত থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি । শনিবার পর্যন্ত এই ভারী বৃষ্টি চলতে পারে ।

বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পরশু 6 অক্টোবর রবিবার থেকে 9 অক্টোবর, অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । 10 অক্টোবর সপ্তমী থেকে 13 অক্টোবর একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও ।

দ্বিতীয়া থেকেই ভাসবে বাংলা ! (ইটিভি ভারত)

আগামিকাল শনিবার কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । পরশু রবিবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । 7 অক্টোবর সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশির ভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবার, পঞ্চমী এবং বুধবার ষষ্ঠীতে উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 10 অক্টোবর, সপ্তমী থেকে 13 অক্টোবর, একাদশী পর্যন্তও সব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা ।

WB Weather Report
পুজোয় আকাশের মুখ ভার (ইটিভি ভারত)

কলকাতায় শনিবারের পর থেকে বৃষ্টি কমতে পারে । তবে রবিবার কলকাতার আকাশ থাকতে পারে মেঘলা । সঙ্গে শহরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে । 7 অক্টোবর, সোমবার থেকে 9 অক্টোবর, বুধবার অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । 10 অক্টোবর, সপ্তমী থেকে 13 অক্টোবর, একাদশী পর্যন্ত শহরের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা । হালকা বৃষ্টি হতে পারে । তবে হাওয়া অফিসের পূর্বাভাস মতো বৃষ্টি হলেও তাতে পুজো মাটি হওয়ার সম্ভাবনা কম ।

আরও পড়ুন:

কলকাতা, 4 অক্টোবর: আজ বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে নিম্নচাপ । তার প্রভাবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার সারাদিন আকাশ মেঘলা থাকার পরে রাত থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি । শনিবার পর্যন্ত এই ভারী বৃষ্টি চলতে পারে ।

বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পরশু 6 অক্টোবর রবিবার থেকে 9 অক্টোবর, অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । 10 অক্টোবর সপ্তমী থেকে 13 অক্টোবর একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও ।

দ্বিতীয়া থেকেই ভাসবে বাংলা ! (ইটিভি ভারত)

আগামিকাল শনিবার কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । পরশু রবিবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । 7 অক্টোবর সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশির ভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবার, পঞ্চমী এবং বুধবার ষষ্ঠীতে উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 10 অক্টোবর, সপ্তমী থেকে 13 অক্টোবর, একাদশী পর্যন্তও সব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা ।

WB Weather Report
পুজোয় আকাশের মুখ ভার (ইটিভি ভারত)

কলকাতায় শনিবারের পর থেকে বৃষ্টি কমতে পারে । তবে রবিবার কলকাতার আকাশ থাকতে পারে মেঘলা । সঙ্গে শহরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে । 7 অক্টোবর, সোমবার থেকে 9 অক্টোবর, বুধবার অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । 10 অক্টোবর, সপ্তমী থেকে 13 অক্টোবর, একাদশী পর্যন্ত শহরের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা । হালকা বৃষ্টি হতে পারে । তবে হাওয়া অফিসের পূর্বাভাস মতো বৃষ্টি হলেও তাতে পুজো মাটি হওয়ার সম্ভাবনা কম ।

আরও পড়ুন:

Last Updated : Oct 4, 2024, 8:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.