কলকাতা, 22 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের উত্তর-পশ্চিম দিকে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে বাংলায় । ফাল্গুন মাসেও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস । বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উচ্চতায় ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সারকুলেশন অবস্থান করছে । এর ফলে এই রাজ্যের বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে । যার জেরে ইতিমধ্যেই বুধবার রাতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ।
আজও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে । এমনকি কলকাতাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী পাঁচ দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস । ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে । মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে । বুধবারও হয়েছে । আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না । শুক্রবারও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শনিবার থেকে শুষ্ক আবহাওয়া ফিরবে । আর দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে । শীত কমে গিয়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে । বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93 শতাংশ । আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন :