ETV Bharat / state

ভোট মিটতেই দলবদল ! ঝাড়গ্রামে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ রাধানগর পঞ্চায়েত সদস্যের - CPM Member Joins TMC - CPM MEMBER JOINS TMC

Jhargram Lok Sabha Constituency: ভোট মিটতেই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ শুরু ৷ রাজ্যের বাকি জেলাগুলির মতো ঝাড়গ্রামেও একই ছবি ৷ সিপিএম ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখালেন রাধানগর গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপসানা বিবি ৷

CPM Panchayat Member left party
তৃণমূলের পতাকা হাতে সিপিএম পঞ্চায়েত সদস্য (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 9:21 AM IST

Updated : Jun 14, 2024, 10:26 AM IST

ঝাড়গ্রাম, 14 জুন: ভোট মিটতেই দলবদলের পালা ৷ সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রাধানগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব সংসদের পঞ্চায়েত সদস্য রূকসানা বিবি ৷ বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কার্যালয়ে রাধানগর অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষের নেতৃত্বে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি ৷ তাঁর হাতে দলের পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি ৷

তৃণমূলে যোগ সিপিএম কর্মীর (ইটিভি ভারত)

এদিন যোগদান কর্মসূচিতে হাজির ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুর্গেশ মল্লদেব, ব্লক সভাপতি নরেন মাহাতো, রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা মুদি, তৃণমূল নেতা পরিতোষ মাহাতো-সহ একাধিক নেতারা । তৃণমূলে যোগ দেওয়ার পর রূকসানা বিবি বলেন, "সিপিএম-র পঞ্চায়েত হয়ে জেতার পর মানুষের হয়ে কোনও কাজ করতে পারছি না। সে কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।"

ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, "কেবলমাত্র সিপিএম নয় কিছুদিন পর বাকি রাজনৈতিক দল ছেড়ে সকলেই তৃণমূলে যোগদান করবেন। কারণ তাঁরা জানেন জঙ্গলমহলের প্রকৃত উন্নয়ন একমাত্র তৃণমূল কংগ্রেস করেছে ৷ আর আগামীদিনেও করবে ৷" ব্লক সভাপতি নরেন মাহাতো বলেন, "পঞ্চায়েত নির্বাচনে যাঁরা ভুল বুঝে দূরে সরে গিয়েছিলেন তাঁরা আজ ভুল বুঝতে পেরেছেন । লোকসভা নির্বাচনের আগে বহু নির্দল পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন । নির্বাচনের ফলাফল ঘোষণার পর মানুষ দলের প্রতি আরও আস্থাশীল হয়েছে । রাধানগর পূর্ব সংসদের সিপিএম-র পঞ্চায়েত সদস্য আজ তৃণমূলে যোগদান করলেন ।"

চেষ্টা করেও ধরে রাখতে পারেনি ৷ অবশেষে লোকসভা নির্বাচনে জঙ্গলমহল জুড়ে উড়েছে সবুজ আবীর ৷ ব্যাপক ভোটের ব্যবধানে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তবে এখানেই শেষ নয় ৷ রাজ্যের বাকি জেলাগুলির মতো ঝাড়গ্রামেও ভোট মিটতেই অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিতে শুরু করেছেন অনেকে ।

ঝাড়গ্রাম, 14 জুন: ভোট মিটতেই দলবদলের পালা ৷ সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রাধানগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব সংসদের পঞ্চায়েত সদস্য রূকসানা বিবি ৷ বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কার্যালয়ে রাধানগর অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষের নেতৃত্বে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি ৷ তাঁর হাতে দলের পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি ৷

তৃণমূলে যোগ সিপিএম কর্মীর (ইটিভি ভারত)

এদিন যোগদান কর্মসূচিতে হাজির ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুর্গেশ মল্লদেব, ব্লক সভাপতি নরেন মাহাতো, রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা মুদি, তৃণমূল নেতা পরিতোষ মাহাতো-সহ একাধিক নেতারা । তৃণমূলে যোগ দেওয়ার পর রূকসানা বিবি বলেন, "সিপিএম-র পঞ্চায়েত হয়ে জেতার পর মানুষের হয়ে কোনও কাজ করতে পারছি না। সে কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।"

ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, "কেবলমাত্র সিপিএম নয় কিছুদিন পর বাকি রাজনৈতিক দল ছেড়ে সকলেই তৃণমূলে যোগদান করবেন। কারণ তাঁরা জানেন জঙ্গলমহলের প্রকৃত উন্নয়ন একমাত্র তৃণমূল কংগ্রেস করেছে ৷ আর আগামীদিনেও করবে ৷" ব্লক সভাপতি নরেন মাহাতো বলেন, "পঞ্চায়েত নির্বাচনে যাঁরা ভুল বুঝে দূরে সরে গিয়েছিলেন তাঁরা আজ ভুল বুঝতে পেরেছেন । লোকসভা নির্বাচনের আগে বহু নির্দল পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন । নির্বাচনের ফলাফল ঘোষণার পর মানুষ দলের প্রতি আরও আস্থাশীল হয়েছে । রাধানগর পূর্ব সংসদের সিপিএম-র পঞ্চায়েত সদস্য আজ তৃণমূলে যোগদান করলেন ।"

চেষ্টা করেও ধরে রাখতে পারেনি ৷ অবশেষে লোকসভা নির্বাচনে জঙ্গলমহল জুড়ে উড়েছে সবুজ আবীর ৷ ব্যাপক ভোটের ব্যবধানে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তবে এখানেই শেষ নয় ৷ রাজ্যের বাকি জেলাগুলির মতো ঝাড়গ্রামেও ভোট মিটতেই অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিতে শুরু করেছেন অনেকে ।

Last Updated : Jun 14, 2024, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.