ETV Bharat / state

'তুমি রবে নীরবে হৃদয়ে মম...', রবীন্দ্রজয়ন্তীতে জোড়াসাঁকোয় মানুষের ঢল - Rabindra Jayanti 2024 - RABINDRA JAYANTI 2024

Rabindra Jayanti 2024: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে উপচে পড়া ভিড় ৷ দূরদূরান্ত থেকে এসেছেন সমাজের বিভিন্নস্তরের মানুষ ৷ বিশ্বকবিকে মাল্যদান করলেন বিমান বসু থেকে শশী পাঁজা ৷

Rabindra Jayanti 2024
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রজয়ন্তী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 8:36 PM IST

Updated : May 9, 2024, 10:38 AM IST

Rabindranath Tagore
প্রাণের ঠাকুরের গলায় মাল্যদান বিভিন্নস্তরের মানুষের (নিজস্ব ছবি)

কলকাতা, 8 মে: 'তুমি রবে নীরবে হৃদয়ে মম...'৷ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী । সকাল থেকেই কবিগুরুর জন্মভূমি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে আজ জনসমাগম । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন প্রাণের ঠাকুরের গলায় মালা দিতে । হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়-সহ আরও অনেকে । সকলেই মাল্যদান করেন গুরুদেবের মূর্তিতে । সকাল থেকেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে চলছে অনুষ্ঠান । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও গান গাইছেন অন্যান্য শিল্পীরা ।

শশী পাঁজা এ দিন বলেন, "এই দিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসা সৌভাগ্যের ব্যাপার । বহু রবীন্দ্র অনুরাগীর আজ এখানে আসেন বহু দূর দূর থেকে । আমরাও আসার চেষ্টা করি ।" তিনি এ দিন যোগ্য প্রার্থীদের চাকরি খোয়ানো থেকে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় নিয়ে মুখ খোলেন ইটিভি ভারতের কাছে । শশী পাঁজা বলেন, "ক্লাসের একটা দুষ্টু বাচ্চার জন্য সবাইকে শাস্তি দেওয়া যায় না ৷ যারা অযোগ্য তারা শাস্তি পাক। কিন্তু যারা যোগ্য তারা কেন পাবে শাস্তি? সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে আমরা খুশি ।"

বিমান বসুও এ দিন রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে বলেন অনেক কথা । তাঁর বক্তব্য, "বিশ্বকবি সব বিষয় নিয়েই কথা বলেছেন । উনি পরিবেশ রক্ষা নিয়ে যেমন কথা বলেছেন, উনি সমাজব্যবস্থা নিয়েও কথা বলেছেন ।" তাপস রায় বলেন, "আমাদের নিজেদের জন্মদিনের থেকেও রবীন্দ্রজয়ন্তী অনেক আদরের । সারাজীবন উনি আমাদের মনে থেকে যাবেন । আমাদের শয়নে-স্বপনে তো তিনিই ।"

বুধবার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হাজির ছিলেন এসএফআই কলকাতা জেলার সভাপতি বর্ণনা মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "রবীন্দ্রনাথ, নজরুলকে সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে । আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি, করব । আগামী প্রজন্ম যেন রবীন্দ্রনাথ, নজরুলকে চিনতে পারে, তার জন্য আমাদের লড়াই চলবে।"

আরও পড়ুন:

  1. গান-কবিতায় 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
  2. বিশ্বভারতীতে 2019 থেকে বন্ধ ঐতিহ্যবাহী ছাপাখানা, আর গ্রন্থ প্রকাশ হয় না রবীন্দ্রজয়ন্তীতে
  3. রবীন্দ্রজয়ন্তীতে ব্লু লাইনে কম চলবে মেট্রো, রইল বিস্তারিত

Rabindranath Tagore
প্রাণের ঠাকুরের গলায় মাল্যদান বিভিন্নস্তরের মানুষের (নিজস্ব ছবি)

কলকাতা, 8 মে: 'তুমি রবে নীরবে হৃদয়ে মম...'৷ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী । সকাল থেকেই কবিগুরুর জন্মভূমি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে আজ জনসমাগম । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন প্রাণের ঠাকুরের গলায় মালা দিতে । হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়-সহ আরও অনেকে । সকলেই মাল্যদান করেন গুরুদেবের মূর্তিতে । সকাল থেকেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে চলছে অনুষ্ঠান । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও গান গাইছেন অন্যান্য শিল্পীরা ।

শশী পাঁজা এ দিন বলেন, "এই দিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসা সৌভাগ্যের ব্যাপার । বহু রবীন্দ্র অনুরাগীর আজ এখানে আসেন বহু দূর দূর থেকে । আমরাও আসার চেষ্টা করি ।" তিনি এ দিন যোগ্য প্রার্থীদের চাকরি খোয়ানো থেকে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় নিয়ে মুখ খোলেন ইটিভি ভারতের কাছে । শশী পাঁজা বলেন, "ক্লাসের একটা দুষ্টু বাচ্চার জন্য সবাইকে শাস্তি দেওয়া যায় না ৷ যারা অযোগ্য তারা শাস্তি পাক। কিন্তু যারা যোগ্য তারা কেন পাবে শাস্তি? সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে আমরা খুশি ।"

বিমান বসুও এ দিন রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে বলেন অনেক কথা । তাঁর বক্তব্য, "বিশ্বকবি সব বিষয় নিয়েই কথা বলেছেন । উনি পরিবেশ রক্ষা নিয়ে যেমন কথা বলেছেন, উনি সমাজব্যবস্থা নিয়েও কথা বলেছেন ।" তাপস রায় বলেন, "আমাদের নিজেদের জন্মদিনের থেকেও রবীন্দ্রজয়ন্তী অনেক আদরের । সারাজীবন উনি আমাদের মনে থেকে যাবেন । আমাদের শয়নে-স্বপনে তো তিনিই ।"

বুধবার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হাজির ছিলেন এসএফআই কলকাতা জেলার সভাপতি বর্ণনা মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "রবীন্দ্রনাথ, নজরুলকে সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে । আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি, করব । আগামী প্রজন্ম যেন রবীন্দ্রনাথ, নজরুলকে চিনতে পারে, তার জন্য আমাদের লড়াই চলবে।"

আরও পড়ুন:

  1. গান-কবিতায় 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
  2. বিশ্বভারতীতে 2019 থেকে বন্ধ ঐতিহ্যবাহী ছাপাখানা, আর গ্রন্থ প্রকাশ হয় না রবীন্দ্রজয়ন্তীতে
  3. রবীন্দ্রজয়ন্তীতে ব্লু লাইনে কম চলবে মেট্রো, রইল বিস্তারিত
Last Updated : May 9, 2024, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.