ETV Bharat / state

'তুমি রবে নীরবে হৃদয়ে মম...', রবীন্দ্রজয়ন্তীতে জোড়াসাঁকোয় মানুষের ঢল - Rabindra Jayanti 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 8:36 PM IST

Updated : May 9, 2024, 10:38 AM IST

Rabindra Jayanti 2024
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রজয়ন্তী (নিজস্ব ছবি)

Rabindra Jayanti 2024: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে উপচে পড়া ভিড় ৷ দূরদূরান্ত থেকে এসেছেন সমাজের বিভিন্নস্তরের মানুষ ৷ বিশ্বকবিকে মাল্যদান করলেন বিমান বসু থেকে শশী পাঁজা ৷

Rabindranath Tagore
প্রাণের ঠাকুরের গলায় মাল্যদান বিভিন্নস্তরের মানুষের (নিজস্ব ছবি)

কলকাতা, 8 মে: 'তুমি রবে নীরবে হৃদয়ে মম...'৷ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী । সকাল থেকেই কবিগুরুর জন্মভূমি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে আজ জনসমাগম । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন প্রাণের ঠাকুরের গলায় মালা দিতে । হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়-সহ আরও অনেকে । সকলেই মাল্যদান করেন গুরুদেবের মূর্তিতে । সকাল থেকেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে চলছে অনুষ্ঠান । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও গান গাইছেন অন্যান্য শিল্পীরা ।

শশী পাঁজা এ দিন বলেন, "এই দিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসা সৌভাগ্যের ব্যাপার । বহু রবীন্দ্র অনুরাগীর আজ এখানে আসেন বহু দূর দূর থেকে । আমরাও আসার চেষ্টা করি ।" তিনি এ দিন যোগ্য প্রার্থীদের চাকরি খোয়ানো থেকে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় নিয়ে মুখ খোলেন ইটিভি ভারতের কাছে । শশী পাঁজা বলেন, "ক্লাসের একটা দুষ্টু বাচ্চার জন্য সবাইকে শাস্তি দেওয়া যায় না ৷ যারা অযোগ্য তারা শাস্তি পাক। কিন্তু যারা যোগ্য তারা কেন পাবে শাস্তি? সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে আমরা খুশি ।"

বিমান বসুও এ দিন রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে বলেন অনেক কথা । তাঁর বক্তব্য, "বিশ্বকবি সব বিষয় নিয়েই কথা বলেছেন । উনি পরিবেশ রক্ষা নিয়ে যেমন কথা বলেছেন, উনি সমাজব্যবস্থা নিয়েও কথা বলেছেন ।" তাপস রায় বলেন, "আমাদের নিজেদের জন্মদিনের থেকেও রবীন্দ্রজয়ন্তী অনেক আদরের । সারাজীবন উনি আমাদের মনে থেকে যাবেন । আমাদের শয়নে-স্বপনে তো তিনিই ।"

বুধবার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হাজির ছিলেন এসএফআই কলকাতা জেলার সভাপতি বর্ণনা মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "রবীন্দ্রনাথ, নজরুলকে সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে । আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি, করব । আগামী প্রজন্ম যেন রবীন্দ্রনাথ, নজরুলকে চিনতে পারে, তার জন্য আমাদের লড়াই চলবে।"

আরও পড়ুন:

  1. গান-কবিতায় 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
  2. বিশ্বভারতীতে 2019 থেকে বন্ধ ঐতিহ্যবাহী ছাপাখানা, আর গ্রন্থ প্রকাশ হয় না রবীন্দ্রজয়ন্তীতে
  3. রবীন্দ্রজয়ন্তীতে ব্লু লাইনে কম চলবে মেট্রো, রইল বিস্তারিত
Last Updated :May 9, 2024, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.