ETV Bharat / state

খড়দায় চাঁদার জুলুমবাজির অভিযোগ, আক্রান্ত অশীতিপর বৃদ্ধ - Khardah Harassment Case - KHARDAH HARASSMENT CASE

Khardah Harassment Case: নৈহাটির পর এবার খড়দা ! চাঁদার জুলুমবাজির শিকার আগরপাড়ার আবাসিকরা ! প্রতিবাদ করায় মারধরের অভিযোগ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে ৷

Khardah Harassment Case
খড়দায় চাঁদার জুলুমবাজির অভিযোগ, আক্রান্ত অশীতিপর বৃদ্ধ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 8:31 PM IST

খড়দা, 3 অক্টোবর: নৈহাটির পর খড়দা ! এবার চাঁদার জুলুমবাজির শিকার খড়দার আগরপাড়ার এক আবাসনের আবাসিকরা । অভিযোগ, অত্যধিক চাঁদার দাবির প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল সেখানকার এক আবাসিককে । ছাড় পাননি 80 বছরের এক বৃদ্ধও । তাঁকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ।

পুরো ঘটনায় রীতিমতো আতঙ্কিত আবাসিকরা । থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ । ফলে, প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে । যদিও, হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে খড়দা থানার পুলিশ । ক্লাব কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ৷

খড়দায় আক্রান্ত অশীতিপর বৃদ্ধ (ইটিভি ভারত)

যে ক্লাবের বিরুদ্ধে ওই আবাসনে ঢুকে চাঁদা নিয়ে জুলুমবাজি করার অভিযোগ উঠেছে, সেই আগরপাড়া মহাজাতি ক্লাবের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন কিছু নয় । গতবছরও তাঁদের বিরুদ্ধে আগরপাড়ার ওই আবাসনে গিয়ে চাঁদা নিয়ে গন্ডগোল করার অভিযোগ রয়েছে । এমনটাই জানাচ্ছেন আবাসিকদের একাংশ ।

Khardah Harassment Case
গোলমালের সময়ের সিসিটিভি ফুটেজ (নিজস্ব চিত্র)

অভিযোগ, ঘটনার সূত্রপাত বুধবার রাতে । ওই আবাসনের পাঁচতলায় উঠে সঞ্জয় চক্রবর্তী নামে একজনের ফ্ল্যাটে গিয়ে এক হাজার এক টাকা চাঁদা চায় মহাজাতি ক্লাবের কয়েকজন সদস্য । কিন্তু, এত টাকা দিতে অস্বীকার করেন ওই আবাসিক । এরপরই তীব্র বচসায় জড়িয়ে পড়েন দু'পক্ষ । বচসা চলাকালীন আচমকাই সঞ্জয়ের উপর চড়াও হন ক্লাব সদস্যরা । তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । শুধু তাই নয়, স্বামীকে বাঁচাতে গিয়ে ক্লাব সদস্যদের গালিগালাজের মুখে পড়তে হয় সঞ্জয়ের স্ত্রীকেও ।

Khardah Harassment Case
যে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ, তাদের চাঁদার বিল (নিজস্ব চিত্র)

এখানেই ক্ষান্ত থাকেননি হামলাকারীরা । মেয়ে এবং জামাইকে তাঁদের হাত থেকে রক্ষা করতে এলে এক বয়স্ক বৃদ্ধকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে । গোটা ঘটনাটি আবাসনের সিসি ক‍্যামেরায় বন্দি হয়েছে । সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে । কয়েকজন যুবক কীভাবে তেড়ে গিয়ে মারধর করছেন আবাসিকদের ।

Khardah Harassment Case
আক্রান্ত বৃদ্ধ (নিজস্ব চিত্র)

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার রীতিমতো হইচই পড়ে গিয়েছে আগরপাড়ার নর্থ স্টেশন রোড এলাকায় । ঘটনার পর পুলিশ আসতে গড়িমসি করে বলে অভিযোগ তুলেছেন আবাসিকদের একাংশ । এই বিষয়ে আবাসনের সভাপতি মৌসুমী দাশগুপ্ত বলেন, "যেভাবে রাতের অন্ধকারে আবাসনে ঢুকে চাঁদার নামে গুন্ডামি চলল, তাতে আমরা সকলেই আতঙ্কিত । ফের এই ধরনের ঘটনা ঘটবে না, কে বলতে পারে । আগেও মহাজাতি ক্লাব চাঁদা নিয়ে জুলুমবাজি করেছে । এটা যদি চলতেই থাকে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় ? আমরা চাই, শান্তিতে বসবাস করতে ।"

Khardah Harassment Case
গোলমালের সময়ের সিসিটিভি ফুটেজ (নিজস্ব চিত্র)

অন‍্যদিকে, আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে খড়দা থানার পুলিশ । তবে, 24 ঘণ্টা পরেও দুষ্কৃতীরা অধরা থাকায় আবাসিকদের আতঙ্ক কাটছে না কিছুতেই ! এদিকে ওই ক্লাবের সম্পাদক সুপ্রতীম ধর জানান, ওই আবাসিক প্রথমে গালিগালাজ করেন ক্লাবের সদস্য়দের ৷ এই নিয়ে সামান্য বচসা হয়েছে ৷ কোনও মারধরের ঘটনা ঘটেনি ৷ যা অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন ৷

প্রসঙ্গত, নৈহাটির গৌরীপুরে চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করে সম্প্রতি আক্রান্ত হয়েছিলেন এক মাংস ব‍্যবসায়ী । সেক্ষেত্রে স্থানীয় এক ক্লাবের সম্পাদকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল । এক্ষেত্রে অবশ্য ক্লাবের সদস্যদের বিরুদ্ধে উঠেছে মারধর করার অভিযোগ ।

খড়দা, 3 অক্টোবর: নৈহাটির পর খড়দা ! এবার চাঁদার জুলুমবাজির শিকার খড়দার আগরপাড়ার এক আবাসনের আবাসিকরা । অভিযোগ, অত্যধিক চাঁদার দাবির প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল সেখানকার এক আবাসিককে । ছাড় পাননি 80 বছরের এক বৃদ্ধও । তাঁকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ।

পুরো ঘটনায় রীতিমতো আতঙ্কিত আবাসিকরা । থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ । ফলে, প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে । যদিও, হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে খড়দা থানার পুলিশ । ক্লাব কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ৷

খড়দায় আক্রান্ত অশীতিপর বৃদ্ধ (ইটিভি ভারত)

যে ক্লাবের বিরুদ্ধে ওই আবাসনে ঢুকে চাঁদা নিয়ে জুলুমবাজি করার অভিযোগ উঠেছে, সেই আগরপাড়া মহাজাতি ক্লাবের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন কিছু নয় । গতবছরও তাঁদের বিরুদ্ধে আগরপাড়ার ওই আবাসনে গিয়ে চাঁদা নিয়ে গন্ডগোল করার অভিযোগ রয়েছে । এমনটাই জানাচ্ছেন আবাসিকদের একাংশ ।

Khardah Harassment Case
গোলমালের সময়ের সিসিটিভি ফুটেজ (নিজস্ব চিত্র)

অভিযোগ, ঘটনার সূত্রপাত বুধবার রাতে । ওই আবাসনের পাঁচতলায় উঠে সঞ্জয় চক্রবর্তী নামে একজনের ফ্ল্যাটে গিয়ে এক হাজার এক টাকা চাঁদা চায় মহাজাতি ক্লাবের কয়েকজন সদস্য । কিন্তু, এত টাকা দিতে অস্বীকার করেন ওই আবাসিক । এরপরই তীব্র বচসায় জড়িয়ে পড়েন দু'পক্ষ । বচসা চলাকালীন আচমকাই সঞ্জয়ের উপর চড়াও হন ক্লাব সদস্যরা । তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । শুধু তাই নয়, স্বামীকে বাঁচাতে গিয়ে ক্লাব সদস্যদের গালিগালাজের মুখে পড়তে হয় সঞ্জয়ের স্ত্রীকেও ।

Khardah Harassment Case
যে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ, তাদের চাঁদার বিল (নিজস্ব চিত্র)

এখানেই ক্ষান্ত থাকেননি হামলাকারীরা । মেয়ে এবং জামাইকে তাঁদের হাত থেকে রক্ষা করতে এলে এক বয়স্ক বৃদ্ধকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে । গোটা ঘটনাটি আবাসনের সিসি ক‍্যামেরায় বন্দি হয়েছে । সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে । কয়েকজন যুবক কীভাবে তেড়ে গিয়ে মারধর করছেন আবাসিকদের ।

Khardah Harassment Case
আক্রান্ত বৃদ্ধ (নিজস্ব চিত্র)

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার রীতিমতো হইচই পড়ে গিয়েছে আগরপাড়ার নর্থ স্টেশন রোড এলাকায় । ঘটনার পর পুলিশ আসতে গড়িমসি করে বলে অভিযোগ তুলেছেন আবাসিকদের একাংশ । এই বিষয়ে আবাসনের সভাপতি মৌসুমী দাশগুপ্ত বলেন, "যেভাবে রাতের অন্ধকারে আবাসনে ঢুকে চাঁদার নামে গুন্ডামি চলল, তাতে আমরা সকলেই আতঙ্কিত । ফের এই ধরনের ঘটনা ঘটবে না, কে বলতে পারে । আগেও মহাজাতি ক্লাব চাঁদা নিয়ে জুলুমবাজি করেছে । এটা যদি চলতেই থাকে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় ? আমরা চাই, শান্তিতে বসবাস করতে ।"

Khardah Harassment Case
গোলমালের সময়ের সিসিটিভি ফুটেজ (নিজস্ব চিত্র)

অন‍্যদিকে, আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে খড়দা থানার পুলিশ । তবে, 24 ঘণ্টা পরেও দুষ্কৃতীরা অধরা থাকায় আবাসিকদের আতঙ্ক কাটছে না কিছুতেই ! এদিকে ওই ক্লাবের সম্পাদক সুপ্রতীম ধর জানান, ওই আবাসিক প্রথমে গালিগালাজ করেন ক্লাবের সদস্য়দের ৷ এই নিয়ে সামান্য বচসা হয়েছে ৷ কোনও মারধরের ঘটনা ঘটেনি ৷ যা অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন ৷

প্রসঙ্গত, নৈহাটির গৌরীপুরে চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করে সম্প্রতি আক্রান্ত হয়েছিলেন এক মাংস ব‍্যবসায়ী । সেক্ষেত্রে স্থানীয় এক ক্লাবের সম্পাদকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল । এক্ষেত্রে অবশ্য ক্লাবের সদস্যদের বিরুদ্ধে উঠেছে মারধর করার অভিযোগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.