ETV Bharat / state

সদ্য তৈরি রাস্তায় টান দিলেই উঠে আসছে পিচ, নিম্নমানের সামগ্রী ব্যবহারে বিক্ষোভ ভাঙড়ে - PROTESTS IN BHANGAR

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় দুর্নীতির অভিযোগ ৷ ভাঙড়ের কৃষ্ণমাটিতে রাস্তা তৈরির কয়েকদিনের মধ্যেই পিচের চাঙড় উঠে আসার অভিযোগ ৷

PROTESTS IN BHANGAR
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ ভাঙড়ে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2024, 5:52 PM IST

ভাঙড়, 1 ডিসেম্বর: নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরির অভিযোগ ৷ তাও আবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ৷ অভিযোগ, হাত দিয়ে টান দিলেই উঠে আসছে নতুন তৈরি হওয়া রাস্তার পিচ ৷ তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের উত্তর কাশীপুরের কৃষ্ণমাটি এলাকার ৷

বেশ কয়েকদিন হয়ে গিয়েছে কৃষ্ণমাটি এলাকায় 4 কিলোমিটারে পিচের রাস্তা তৈরি হয়েছে ৷ অভিযোগ, আজ সকালে গ্রামের কয়েকটি শিশু রাস্তার ধার থেকে পিচ ধরে টান দিতেই তা হাতে চলে আসে ৷ বিষয়টি নজরে পড়তেই গ্রামের লোকজন পিচের অংশ ধরে টান দেন ৷ আর তাতেই পিচের চাঙড় হাতে উঠে আসে বলে অভিযোগ ৷ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, এই অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশ গ্রামবাসী ৷

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ ভাঙড়ে ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, 2023 সালের মে মাসে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 3 কোটি টাকা বরাদ্দ হয় বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা থেকে কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত রাস্তা তৈরিতে ৷ অভিযোগ, সেই রাস্তা এখনও তৈরি হয়নি ৷ বদলে জিরানগাছা হাসপাতাল মোড় থেকে সাতুলিয়া পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে ৷ কিন্তু, রাস্তা তৈরির 2-3 দিন পরেই রাস্তার পিচ হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে ৷ গ্রামবাসীরা এ দিন বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেন ৷

গ্রামবাসীরা দাবি করেন, প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে না-এলে কাজ শুরু করা যাবে না ৷ ঘটনার খবর পেয়ে ঠিকা সংস্থার কর্মী সেখানে যান ৷ তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ৷ তবে, ঠিকা সংস্থার কর্মীর দাবি, "রাস্তায় ব্যবহার হওয়া সামগ্রীতে কোনও সমস্যা নেই ৷ যে সুপারভাইজার ছিলেন, তাঁকে একসঙ্গে দু’টি কাজ দেখতে হচ্ছে ৷ তাই তাঁর অনুপস্থিতিতে শ্রমিকরা পিচের মিশ্রণে কোনও ভুল করে ফেলেছেন ৷ এমনকি গতকাল বৃষ্টিও হয়েছে ৷ ফলে সমস্যা সেক্ষেত্রেও হতে পারে ৷"

বিষয়টি নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লা বলেন, "আমি বিষয়টা শুনেছি ৷ প্রথম কথা যেটা হয়েছে, তা উচিত ছিল না ৷ আর এটা প্রায় 3 কোটি টাকার কাজ ৷ ফলে গ্রাম পঞ্চায়েত থেকে এই কাজ হচ্ছে না ৷ এর জন্য পঞ্চায়েত দফতর থেকে সরাসরি টেন্ডার ডাকা হয়েছে ৷ আমি সোমবার পঞ্চায়েত দফতরের সচিবের সঙ্গে এ নিয়ে কথা বলব ৷ বিষয়টি দ্রুত সমাধান হবে, আশা করছি ৷"

ভাঙড়, 1 ডিসেম্বর: নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরির অভিযোগ ৷ তাও আবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ৷ অভিযোগ, হাত দিয়ে টান দিলেই উঠে আসছে নতুন তৈরি হওয়া রাস্তার পিচ ৷ তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের উত্তর কাশীপুরের কৃষ্ণমাটি এলাকার ৷

বেশ কয়েকদিন হয়ে গিয়েছে কৃষ্ণমাটি এলাকায় 4 কিলোমিটারে পিচের রাস্তা তৈরি হয়েছে ৷ অভিযোগ, আজ সকালে গ্রামের কয়েকটি শিশু রাস্তার ধার থেকে পিচ ধরে টান দিতেই তা হাতে চলে আসে ৷ বিষয়টি নজরে পড়তেই গ্রামের লোকজন পিচের অংশ ধরে টান দেন ৷ আর তাতেই পিচের চাঙড় হাতে উঠে আসে বলে অভিযোগ ৷ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, এই অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন একাংশ গ্রামবাসী ৷

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ ভাঙড়ে ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, 2023 সালের মে মাসে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 3 কোটি টাকা বরাদ্দ হয় বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা থেকে কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত রাস্তা তৈরিতে ৷ অভিযোগ, সেই রাস্তা এখনও তৈরি হয়নি ৷ বদলে জিরানগাছা হাসপাতাল মোড় থেকে সাতুলিয়া পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে ৷ কিন্তু, রাস্তা তৈরির 2-3 দিন পরেই রাস্তার পিচ হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে ৷ গ্রামবাসীরা এ দিন বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেন ৷

গ্রামবাসীরা দাবি করেন, প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে না-এলে কাজ শুরু করা যাবে না ৷ ঘটনার খবর পেয়ে ঠিকা সংস্থার কর্মী সেখানে যান ৷ তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ৷ তবে, ঠিকা সংস্থার কর্মীর দাবি, "রাস্তায় ব্যবহার হওয়া সামগ্রীতে কোনও সমস্যা নেই ৷ যে সুপারভাইজার ছিলেন, তাঁকে একসঙ্গে দু’টি কাজ দেখতে হচ্ছে ৷ তাই তাঁর অনুপস্থিতিতে শ্রমিকরা পিচের মিশ্রণে কোনও ভুল করে ফেলেছেন ৷ এমনকি গতকাল বৃষ্টিও হয়েছে ৷ ফলে সমস্যা সেক্ষেত্রেও হতে পারে ৷"

বিষয়টি নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লা বলেন, "আমি বিষয়টা শুনেছি ৷ প্রথম কথা যেটা হয়েছে, তা উচিত ছিল না ৷ আর এটা প্রায় 3 কোটি টাকার কাজ ৷ ফলে গ্রাম পঞ্চায়েত থেকে এই কাজ হচ্ছে না ৷ এর জন্য পঞ্চায়েত দফতর থেকে সরাসরি টেন্ডার ডাকা হয়েছে ৷ আমি সোমবার পঞ্চায়েত দফতরের সচিবের সঙ্গে এ নিয়ে কথা বলব ৷ বিষয়টি দ্রুত সমাধান হবে, আশা করছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.