কলকাতা, 24 অগস্ট: আরজি করে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও বিক্ষোভ-মিছিল হচ্ছে মহানগরে ৷ দোষী বা দোষীদের চরম শাস্তির দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি চলছে আরজি কর হাসপাতালে ৷ এই দাবিতে রোজই রাস্তায় নামছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে আমজনতাও ৷ শুক্রবার মিছিল করেছিল এসএফআই, প্রেসিডেন্সি কলেজ ও বিশ্ববিদ্যালয়, সাংবাদিকরা ৷ জমায়েত করেছিল সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ ৷ আরজি করের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে শনিতেও শহরের পথে মিছিল, জমায়েত দেখা যাবে ৷
- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তনীদের ডাক
প্রশাসনকে মহিলা ও ট্রান্সজেন্ডারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে- আরজি করে পড়ুয়া-চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে এই দাবিও তুলবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তনীরা ৷ নিরাপত্তার নামে কর্মক্ষেত্রে মহিলাদের সমান অংশগ্রহণের অধিকার বাতিল করলে চলবে না ৷ এই দাবিতেও সোচ্চার বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী-সহ শিক্ষক, গবেষক, কর্মচারী, অভিভাবক ৷ 24 অগস্ট বিকেল 4টেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে জমায়েত হওয়ার ডাক দেওয়া হয়েছে ৷
- তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই- প্রতিবাদে স্কটিশ চার্চ কলেজ
আরজি করে নিহত চিকিৎসককে অনেকেই 'তিলোত্তমা' নাম দিয়েছেন ৷ তাঁর ইনসাফের দাবিতে স্কটিশ চার্চ কলেজের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিল হবে শনিবার বিকেল সাড়ে 5 টায় ৷ থাকবেন বর্তমান ছাত্রছাত্রীরাও ৷ হেদুয়ার স্কটিশ চার্চ কলেজ থেকে মিছিল শুরু হয়ে পৌঁছবে শ্যামবাজারে ৷
- ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম
আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আজ 24 অগস্ট, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় 'ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম' গণ অবস্থানে সামিল হবে ৷ আগামী প্রজন্মকে সুস্থ সমাজ উপহার দিতে বদ্ধ পরিকর তারা ৷
- লেখক, কবি, লিটল ম্যাগাজিন কর্মীদের সমাবেশ ও মিছিল
এদিন সন্ধ্যা 6:30 মিনিটে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে বিক্ষোভ-সভা ৷ তারপর সেখান থেকে মিছিলের ডাক দিয়েছেন বাংলার লেখক, কবি, লিটল ম্যাগাজিন কর্মীরা ৷
- অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, সুবর্ণরেখা শান্তিনিকেতন
আজ প্রতিবাদ সভা কলকাতার বাইরেও রয়েছে ৷ অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, সুবর্ণরেখা শান্তিনিকেতনে প্রতিবাদ করবেন নৃত্যশিল্পীরা ৷ স্লোগান 'আজ ঘুঙুরে উঠেছে ঝড়, বিচার চাই আরজি কর', সন্ধ্যা 6 টায় ৷
- শনিবার রাত 9টায় অজয়নগর মোড় থেকে সুকান্ত সেতু পর্যন্ত এক নাগরিক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে ৷ দলমত, পেশা নির্বিশেষে রাস্তায় নামবেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা, যাঁরা আরজি কর কাণ্ডের তীব্র প্রতিবাদের পাশাপাশি আগামী প্রজন্মের সুরক্ষার কথা ভেবেও এই মিছিলে পা মেলাবেন ৷ হাজির থাকবেন টলিপাড়ার বহু মুখ এবং দক্ষিণী অভিনেত্রী মোকসা ৷