ETV Bharat / state

বিডিও-কে তালাবন্ধ করে বিক্ষোভ গ্রাম উন্নয়ন কর্মীদের - MINAKHAN VRP PROTEST IN BDO OFFICE

বারংবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি ৷ 9 মাস মজুরি বন্ধে বিডিও ও জয়েন্ট বিডিওকে তালাবন্ধ করে বিক্ষোভ ৷ পুলিশ এসে মুক্ত করল রাতে ৷

Minakhan News
বিডিও অফিসের সামনে বিক্ষোভে গ্রাম উন্নয়ন কর্মীরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2024, 1:45 PM IST

মিনাখাঁ, 21 নভেম্বর: কাজ করেও 9 মাস ধরে সঠিক মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা । বরাদ্দ টাকা সকল কর্মীদের মধ্যে সমভাবে না দিয়ে যাদের সঙ্গে সম্পর্ক ভালো তাদের বেশি দিয়েছেন ৷ এই ঘটনার প্রতিবাদে বিডিও-সহ জয়েন্ট বিডিওকে তালাবন্দি করে রাখলেন বিক্ষুব্ধ গ্রাম উন্নয়ন কর্মীরা (VRP)।

বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা মিনাখাঁ ব্লক অফিসে । দীর্ঘক্ষণ তালাবন্দি হয়ে আটকে থাকার পর রাতে পুলিশ গিয়ে বিক্ষোভরত গ্রাম উন্নয়ন কর্মীদের বুঝিয়ে বিডিও ও জয়েন্ট বিডিওকে মুক্ত করেন ।

বিডিও অফিস ঘেরাও নিয়ে দু'পক্ষের বক্তব্য (ইটিভি ভারত)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় শতাধিক গ্রাম উন্নয়ন কর্মী কাজ করেন । গত সাত বছর ধরে তাঁরা গ্রামে কাজ করে চলেছেন । অভিযোগ, গত কয়েক মাস ধরে টানা কাজ করার পরেও সময়মতো তাঁরা মজুরি পাননি । বিডিও ও জয়েন্ট বিডিও সেই মজুরি আটকে রেখেছেন । কর্মস্থলে গেলেও তাঁদের অনুপস্থিত দেখিয়ে দেওয়া হচ্ছে । মজুরির দাবিতে ওই কর্মীরা কয়েকবার বিডিও অফিসের আধিকারিকদের সঙ্গে কথা বলার পরেও সুরাহা হয়নি ৷

তাতেই বাধ্য হয়ে বুধবার দুপুরে ওই গ্রাম উন্নয়ন কর্মীরা বিডিও ও জয়েন্ট বিডিওকে অফিসের ভিতরে আটকে রেখে বাইরে থেকে তালাবন্ধ করে দেন । এরপর বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তুমুল বিক্ষোভে উত্তেজনা ছড়ায় মিনাখাঁ ব্লক অফিস চত্বরে । খবর পেয়ে রাতে বিডিও ও জয়েন্ট বিডিও-কে ঘেরাও মুক্ত করতে ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ । এরপর, বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় । ততক্ষণে রাত হয়ে গিয়েছে ৷ তারপরই তালা খুলে অফিস থেকে বিডিও ও জয়েন্ট বিডিও-কে বের করে আনতে সমর্থ হন পুলিশ আধিকারিকরা ।

বিচারকের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ, বিক্ষোভ অব্যাহত মহকুমা আদালতে

এই বিষয়ে গ্রাম উন্নয়ন কর্মী প্রিয়াঙ্কা মণ্ডল বলেন,"বিগত 9 মাস ধরে আমরা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় রোদ-ঝড়-বৃষ্টির মধ্যে কাজ করে চলেছি । আমাদের বেশিরভাগ কর্মীর পারিশ্রমিকের টাকা বিডিও ও জয়েন্ট বিডিও আটকে রেখেছেন ৷ আমরা চাই, অবিলম্বে আমাদের পারিশ্রমিকের টাকা দিয়ে দেওয়া হোক ।"

যদিও গ্রাম উন্নয়ন কর্মীদের অভিযোগ সম্পর্কে বিডিও সেলিম হাবিব সর্দার কোনও মন্তব্য করতে চাননি । তিনি বলেন,"বিষয়টি নিয়ে কথা বলার এক্তিয়ার আমার নেই । যা কিছু বলার জেলাশাসক বলবেন ।"

মিনাখাঁ, 21 নভেম্বর: কাজ করেও 9 মাস ধরে সঠিক মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা । বরাদ্দ টাকা সকল কর্মীদের মধ্যে সমভাবে না দিয়ে যাদের সঙ্গে সম্পর্ক ভালো তাদের বেশি দিয়েছেন ৷ এই ঘটনার প্রতিবাদে বিডিও-সহ জয়েন্ট বিডিওকে তালাবন্দি করে রাখলেন বিক্ষুব্ধ গ্রাম উন্নয়ন কর্মীরা (VRP)।

বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা মিনাখাঁ ব্লক অফিসে । দীর্ঘক্ষণ তালাবন্দি হয়ে আটকে থাকার পর রাতে পুলিশ গিয়ে বিক্ষোভরত গ্রাম উন্নয়ন কর্মীদের বুঝিয়ে বিডিও ও জয়েন্ট বিডিওকে মুক্ত করেন ।

বিডিও অফিস ঘেরাও নিয়ে দু'পক্ষের বক্তব্য (ইটিভি ভারত)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় শতাধিক গ্রাম উন্নয়ন কর্মী কাজ করেন । গত সাত বছর ধরে তাঁরা গ্রামে কাজ করে চলেছেন । অভিযোগ, গত কয়েক মাস ধরে টানা কাজ করার পরেও সময়মতো তাঁরা মজুরি পাননি । বিডিও ও জয়েন্ট বিডিও সেই মজুরি আটকে রেখেছেন । কর্মস্থলে গেলেও তাঁদের অনুপস্থিত দেখিয়ে দেওয়া হচ্ছে । মজুরির দাবিতে ওই কর্মীরা কয়েকবার বিডিও অফিসের আধিকারিকদের সঙ্গে কথা বলার পরেও সুরাহা হয়নি ৷

তাতেই বাধ্য হয়ে বুধবার দুপুরে ওই গ্রাম উন্নয়ন কর্মীরা বিডিও ও জয়েন্ট বিডিওকে অফিসের ভিতরে আটকে রেখে বাইরে থেকে তালাবন্ধ করে দেন । এরপর বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তুমুল বিক্ষোভে উত্তেজনা ছড়ায় মিনাখাঁ ব্লক অফিস চত্বরে । খবর পেয়ে রাতে বিডিও ও জয়েন্ট বিডিও-কে ঘেরাও মুক্ত করতে ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ । এরপর, বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় । ততক্ষণে রাত হয়ে গিয়েছে ৷ তারপরই তালা খুলে অফিস থেকে বিডিও ও জয়েন্ট বিডিও-কে বের করে আনতে সমর্থ হন পুলিশ আধিকারিকরা ।

বিচারকের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ, বিক্ষোভ অব্যাহত মহকুমা আদালতে

এই বিষয়ে গ্রাম উন্নয়ন কর্মী প্রিয়াঙ্কা মণ্ডল বলেন,"বিগত 9 মাস ধরে আমরা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় রোদ-ঝড়-বৃষ্টির মধ্যে কাজ করে চলেছি । আমাদের বেশিরভাগ কর্মীর পারিশ্রমিকের টাকা বিডিও ও জয়েন্ট বিডিও আটকে রেখেছেন ৷ আমরা চাই, অবিলম্বে আমাদের পারিশ্রমিকের টাকা দিয়ে দেওয়া হোক ।"

যদিও গ্রাম উন্নয়ন কর্মীদের অভিযোগ সম্পর্কে বিডিও সেলিম হাবিব সর্দার কোনও মন্তব্য করতে চাননি । তিনি বলেন,"বিষয়টি নিয়ে কথা বলার এক্তিয়ার আমার নেই । যা কিছু বলার জেলাশাসক বলবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.