ETV Bharat / state

আদিবাসী চা-শ্রমিকদের নিয়ে কুমন্তব্য ! প্রতিবাদে অবরোধ, পুড়ল তৃণমূল নেতার কুশপুতুল - ROAD BLOCKADE IN JALPAIGURI

দলমত নির্বিশেষে করলাভ্যালি চা বাগানের শ্রমিকরা তৃণমূল নেতার মন্তব্যের বিরোধিতা করে আন্দোলনে নামেন ।জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় ।

road blockade in Jalpaigur
আদিবাসীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাস্তা অবরোধ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 5:56 PM IST

জলপাইগুড়ি, 14 নভেম্বর: করলাভ্যালি চা বাগানের আদিবাসীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে ৷ প্রতিবাদে তির ধনুক নিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হল । পোড়ানো হল অভিযুক্ত তৃণমূল নেতার কুশপুতুল ৷

দলমত নির্বিশেষে করলাভ্যালি চা বাগানের শ্রমিকরা বৃহস্পতিবার তৃণমূল নেতার মন্তব্যের বিরোধিতা করে আন্দোলনে নামেন । জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চা-শ্রমিকরা । এক ঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে । অবশেষে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ ৷

দলমত নির্বিশেষে প্রতিবাদ চা শ্রমিকদের (ইটিভি ভারত)

এ দিন করলাভ্যালি চা বাগানের বাসিন্দা তথা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টিকা রাউটিয়া বলেন, "আমি একজন আদিবাসী মহিলা । কৃষ্ণ দাস আমাদের করলাভ্যালি চা বাগানের আদিবাসীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন । শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া প্লাটফর্মে করলাভ্যালি চা বাগানের আদিবাসীদের অপমান করা হয়েছে । আমাদের নিয়ে ভুয়ো ভিডিয়ো দিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে ৷ তাই আমরাও প্রতিবাদে রাস্তায় নেমেছি ।"

road blockade in Jalpaigur
তৃণমূল নেতা কৃষ্ণ দাসের কুশপুতুল পোড়ানো হল (নিজস্ব ছবি)

করলাভ্যালি চা বাগানের শ্রমিক মহেশ রাউটিয়া অভিযোগ করে বলেন, "গত 11 তারিখ কালীপুজো উপলক্ষে আমাদের চা বাগানে ফুটবল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । সেখানে সবাই আনন্দ করে । কিন্তু নিজেকে তৃণমূল নেতা বলে দাবি করা কৃষ্ণ দাস আদিবাসীদের নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেন । তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া প্লাটফর্মেও এই নিয়ে মন্তব্য করা হয় । আমরা মনে করেছি, চা বাগানের আদিবাসীদের তিনি অপমান করেছেন । তিনি আবার নিজেকে জননেতা বলেন । আমরা চাই প্রশাসন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করুক ।"

road blockade in Jalpaigur
তৃণমূল নেতা কৃষ্ণ দাসের পোস্ট (সোশাল মিডিয়া)

যদিও অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণ দাস এই অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন, "আদিবাসী কাউকে আমি অপমান করিনি । পুজোর মেলাকে কেন্দ্র করে জুয়া খেলা হয়েছিল ৷ মদ বিক্রি হয়েছে । তাতে বেশকিছু নেতার পকেট ভারী হয়েছে ৷ সেটা প্রকাশ্যে আনতেই আমি ভিডিয়োটি ভাইরাল করেছি । আমি যদি ভুল হই রাজনীতি ছেড়ে দেব ৷" কৃষ্ণ দাসের অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন দে'র বিরুদ্ধে । তিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

এ দিন করলাভ্যালি চা বাগানের ম্যানেজার রথীন্দ্র গঙ্গোপাধ্যায় শ্রমিকদের আন্দোলনে সামিল হন । তিনি বলেন, "আমার বাগানের শ্রমিকরা রাস্তায় নেমেছেন ৷ তাই আমিও এসেছি তাঁদের সঙ্গে সামিল হতে । চা বাগানে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল তাতে আমিও ছিলাম । আমাদের বাগানের নাম বদনাম করা হয়েছে । আমি শ্রমিকদের ম্যানেজার তাই আমি মুখ বন্ধ করে থাকতে পারি না।"

বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "আদিবাসী সমাজকে অপমান করার অধিকার কোনও তৃণমূল নেতাকে দেওয়া হয়নি । এটা তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর নেতাদের লড়াই মাত্র ।"

জলপাইগুড়ি, 14 নভেম্বর: করলাভ্যালি চা বাগানের আদিবাসীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে ৷ প্রতিবাদে তির ধনুক নিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হল । পোড়ানো হল অভিযুক্ত তৃণমূল নেতার কুশপুতুল ৷

দলমত নির্বিশেষে করলাভ্যালি চা বাগানের শ্রমিকরা বৃহস্পতিবার তৃণমূল নেতার মন্তব্যের বিরোধিতা করে আন্দোলনে নামেন । জলপাইগুড়ি থেকে শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চা-শ্রমিকরা । এক ঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে । অবশেষে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ ৷

দলমত নির্বিশেষে প্রতিবাদ চা শ্রমিকদের (ইটিভি ভারত)

এ দিন করলাভ্যালি চা বাগানের বাসিন্দা তথা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টিকা রাউটিয়া বলেন, "আমি একজন আদিবাসী মহিলা । কৃষ্ণ দাস আমাদের করলাভ্যালি চা বাগানের আদিবাসীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন । শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া প্লাটফর্মে করলাভ্যালি চা বাগানের আদিবাসীদের অপমান করা হয়েছে । আমাদের নিয়ে ভুয়ো ভিডিয়ো দিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে ৷ তাই আমরাও প্রতিবাদে রাস্তায় নেমেছি ।"

road blockade in Jalpaigur
তৃণমূল নেতা কৃষ্ণ দাসের কুশপুতুল পোড়ানো হল (নিজস্ব ছবি)

করলাভ্যালি চা বাগানের শ্রমিক মহেশ রাউটিয়া অভিযোগ করে বলেন, "গত 11 তারিখ কালীপুজো উপলক্ষে আমাদের চা বাগানে ফুটবল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । সেখানে সবাই আনন্দ করে । কিন্তু নিজেকে তৃণমূল নেতা বলে দাবি করা কৃষ্ণ দাস আদিবাসীদের নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেন । তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া প্লাটফর্মেও এই নিয়ে মন্তব্য করা হয় । আমরা মনে করেছি, চা বাগানের আদিবাসীদের তিনি অপমান করেছেন । তিনি আবার নিজেকে জননেতা বলেন । আমরা চাই প্রশাসন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করুক ।"

road blockade in Jalpaigur
তৃণমূল নেতা কৃষ্ণ দাসের পোস্ট (সোশাল মিডিয়া)

যদিও অভিযুক্ত তৃণমূল নেতা কৃষ্ণ দাস এই অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন, "আদিবাসী কাউকে আমি অপমান করিনি । পুজোর মেলাকে কেন্দ্র করে জুয়া খেলা হয়েছিল ৷ মদ বিক্রি হয়েছে । তাতে বেশকিছু নেতার পকেট ভারী হয়েছে ৷ সেটা প্রকাশ্যে আনতেই আমি ভিডিয়োটি ভাইরাল করেছি । আমি যদি ভুল হই রাজনীতি ছেড়ে দেব ৷" কৃষ্ণ দাসের অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন দে'র বিরুদ্ধে । তিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

এ দিন করলাভ্যালি চা বাগানের ম্যানেজার রথীন্দ্র গঙ্গোপাধ্যায় শ্রমিকদের আন্দোলনে সামিল হন । তিনি বলেন, "আমার বাগানের শ্রমিকরা রাস্তায় নেমেছেন ৷ তাই আমিও এসেছি তাঁদের সঙ্গে সামিল হতে । চা বাগানে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল তাতে আমিও ছিলাম । আমাদের বাগানের নাম বদনাম করা হয়েছে । আমি শ্রমিকদের ম্যানেজার তাই আমি মুখ বন্ধ করে থাকতে পারি না।"

বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "আদিবাসী সমাজকে অপমান করার অধিকার কোনও তৃণমূল নেতাকে দেওয়া হয়নি । এটা তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর নেতাদের লড়াই মাত্র ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.