ETV Bharat / state

ব্যস্ত সময়ে হয়রানি ! মেট্রো স্টেশনের ভেতরে বিক্ষোভ বউবাজারের ঘরছাড়া 11 পরিবারের - Bowbazar Metro Crisis - BOWBAZAR METRO CRISIS

Agitation Inside Metro Station: ফের বউবাজারে মেট্রোর কাজে দুর্ঘটনার আশঙ্কা ৷ আর সেই আশঙ্কার জেরে, সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে সরানো হল 11টি পরিবারের 52 জনকে ৷ তবে, বারবার বাড়িছাড়া হওয়ার এই হয়রানির প্রতিবাদে সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করলেন ওই 11টি পরিবারের সদস্যরা ৷

Bowbazar Metro Crisis
বাড়ি খালি করানোর প্রতিবাদ বউবাজারের 11টি পরিবারের ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 12:05 PM IST

Updated : Sep 6, 2024, 6:38 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: মাত্র 10 মিনিটের নোটিশে ফের বাড়ি খালি করানোর অভিযোগ কলকাতা মেট্রো রেলের বিরুদ্ধে ৷ তার প্রতিবাদে সেন্ট্রাল মেট্রো স্টেশনের ভিতরে বিক্ষোভ ঘরছাড়া 11টি পরিবারের ৷ স্টেশনে ঢোকার পাঞ্চ গেটের সামনে বসে পড়েন তাঁরা ৷ এমনকি টিকিট কাউন্টার বন্ধ করে দেন বিক্ষোভকারীরা ৷ যার জেরে অফিসের ব্যস্ত সময়ে বিপাকে পড়তে হয় যাত্রীদের ৷ পরে কেএমআরসিএলের জিএম ঘটনাস্থলে গেলে সেন্ট্রাল স্টেশনে পরিষেবার স্বাভাবিক হয় ৷

বাড়ি খালি করানোর প্রতিবাদ বউবাজারের 11টি পরিবারের ৷ (ইটিভি ভারত)

কেএমআরসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘরছাড়াদের অভিযোগ, শুক্রবার ভোররাতে আচমকাই 11টি পরিবারের 52 জন সদস্যকে বাড়ি খালি করে দিতে বলা হয় ৷ তড়িঘড়ি তাঁদের আশপাশের বিভিন্ন হোটেলে স্থানান্তরিত করা হয় ৷ কেএমআরসিএলের দাবি, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাড়িগুলি খালি করানো হয়েছে ৷ কিন্তু ঘরছাড়াদের অভিযোগ, বারবার কেন তাঁদের বাড়ি খালি করানো হচ্ছে ? আর কতবার এভাবে নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে ?

এমনই নানান প্রশ্নের জবাব চেয়ে মেট্রো স্টেশনেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা ৷ এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন কলকাতা পুরনিগমের 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে ৷ একটা সময় ঘরছাড়াদের তরফে হুমকি দেওয়া হয়, প্রয়োজনে প্ল্যাটফর্মে ঢুকে মেট্রোর লাইন ধরে হাঁটতে থাকবেন তাঁরা ৷

বৃহস্পতিবার রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ করতে গিয়ে ইঞ্জিনিয়ারদের নজরে আসে দুর্গাপিতুরি লেনের নীচে মেট্রোর টানেলে বেশকিছু জায়গা দিয়ে জল ঢুকছে ৷ এর ফলে ইঞ্জিনিয়াররা আশঙ্কা করেন, ওই অংশের উপরে থাকা বাড়িগুলি ধসে পড়তে পারে ৷ অতীতের বিপর্যয়ের পুনরাবৃত্তি যাতে না-হয়, তাই জরুরি ভিত্তিতে ভোররাত থেকেই 11টি বাড়ি খালি করে দিয়েছে আরভিএনএল ৷ ওই পরিবারগুলির মোট 52 জন সদস্যকে আশপাশের হোটেলে অস্থায়ীভাবে রাখা হয়েছে ৷

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আরপিএফ আধিকারিকরা পৌঁছন ৷ তাঁরা সাইড গেট দিয়ে যাত্রীদের ঢোকা ও বেরনোর ব্য়বস্থা করেন ৷ কিন্তু, ঘরছাড়াদের এই বিক্ষোভ জারি রয়েছে ৷ তাঁদের দাবি, কেএমআরসিএলের এমডি-কে ঘরছাড়াদের সঙ্গে এসে দেখা করতে হবে ৷ আর কতদিন এই হয়রানির শিকার তাঁদের হতে হবে, সেই জবাব চেয়েছেন বউবাজারের ওই 11টি পরিবারের সদস্য ৷

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন কেএমআরসিএলের জিএম অ্যাডমিন একে নন্দী ৷ তবে, তিনি ঘটনাস্থলে পৌঁছাতেই বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান চলতে থাকে ৷ তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ডিএম না-আসা পর্যন্ত এই বিক্ষোভ জারি থাকবে ৷ একে নন্দী জানিয়েছে, বিকেল চারটে নাগাদ কেএমআরসিএলের ডিএম বৌবাজারে আসবেন ৷ ডিএম ঘটনাস্থালে আসবেন, এই প্রতিশ্রুতি মিলতে অবস্থান বিক্ষোভ থেকে সরে আসেন বউবাজারের ঘরছাড়ারা ৷

কলকাতা, 6 সেপ্টেম্বর: মাত্র 10 মিনিটের নোটিশে ফের বাড়ি খালি করানোর অভিযোগ কলকাতা মেট্রো রেলের বিরুদ্ধে ৷ তার প্রতিবাদে সেন্ট্রাল মেট্রো স্টেশনের ভিতরে বিক্ষোভ ঘরছাড়া 11টি পরিবারের ৷ স্টেশনে ঢোকার পাঞ্চ গেটের সামনে বসে পড়েন তাঁরা ৷ এমনকি টিকিট কাউন্টার বন্ধ করে দেন বিক্ষোভকারীরা ৷ যার জেরে অফিসের ব্যস্ত সময়ে বিপাকে পড়তে হয় যাত্রীদের ৷ পরে কেএমআরসিএলের জিএম ঘটনাস্থলে গেলে সেন্ট্রাল স্টেশনে পরিষেবার স্বাভাবিক হয় ৷

বাড়ি খালি করানোর প্রতিবাদ বউবাজারের 11টি পরিবারের ৷ (ইটিভি ভারত)

কেএমআরসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘরছাড়াদের অভিযোগ, শুক্রবার ভোররাতে আচমকাই 11টি পরিবারের 52 জন সদস্যকে বাড়ি খালি করে দিতে বলা হয় ৷ তড়িঘড়ি তাঁদের আশপাশের বিভিন্ন হোটেলে স্থানান্তরিত করা হয় ৷ কেএমআরসিএলের দাবি, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাড়িগুলি খালি করানো হয়েছে ৷ কিন্তু ঘরছাড়াদের অভিযোগ, বারবার কেন তাঁদের বাড়ি খালি করানো হচ্ছে ? আর কতবার এভাবে নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে ?

এমনই নানান প্রশ্নের জবাব চেয়ে মেট্রো স্টেশনেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা ৷ এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন কলকাতা পুরনিগমের 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে ৷ একটা সময় ঘরছাড়াদের তরফে হুমকি দেওয়া হয়, প্রয়োজনে প্ল্যাটফর্মে ঢুকে মেট্রোর লাইন ধরে হাঁটতে থাকবেন তাঁরা ৷

বৃহস্পতিবার রাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ করতে গিয়ে ইঞ্জিনিয়ারদের নজরে আসে দুর্গাপিতুরি লেনের নীচে মেট্রোর টানেলে বেশকিছু জায়গা দিয়ে জল ঢুকছে ৷ এর ফলে ইঞ্জিনিয়াররা আশঙ্কা করেন, ওই অংশের উপরে থাকা বাড়িগুলি ধসে পড়তে পারে ৷ অতীতের বিপর্যয়ের পুনরাবৃত্তি যাতে না-হয়, তাই জরুরি ভিত্তিতে ভোররাত থেকেই 11টি বাড়ি খালি করে দিয়েছে আরভিএনএল ৷ ওই পরিবারগুলির মোট 52 জন সদস্যকে আশপাশের হোটেলে অস্থায়ীভাবে রাখা হয়েছে ৷

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আরপিএফ আধিকারিকরা পৌঁছন ৷ তাঁরা সাইড গেট দিয়ে যাত্রীদের ঢোকা ও বেরনোর ব্য়বস্থা করেন ৷ কিন্তু, ঘরছাড়াদের এই বিক্ষোভ জারি রয়েছে ৷ তাঁদের দাবি, কেএমআরসিএলের এমডি-কে ঘরছাড়াদের সঙ্গে এসে দেখা করতে হবে ৷ আর কতদিন এই হয়রানির শিকার তাঁদের হতে হবে, সেই জবাব চেয়েছেন বউবাজারের ওই 11টি পরিবারের সদস্য ৷

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন কেএমআরসিএলের জিএম অ্যাডমিন একে নন্দী ৷ তবে, তিনি ঘটনাস্থলে পৌঁছাতেই বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান চলতে থাকে ৷ তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ডিএম না-আসা পর্যন্ত এই বিক্ষোভ জারি থাকবে ৷ একে নন্দী জানিয়েছে, বিকেল চারটে নাগাদ কেএমআরসিএলের ডিএম বৌবাজারে আসবেন ৷ ডিএম ঘটনাস্থালে আসবেন, এই প্রতিশ্রুতি মিলতে অবস্থান বিক্ষোভ থেকে সরে আসেন বউবাজারের ঘরছাড়ারা ৷

Last Updated : Sep 6, 2024, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.