বসিরহাট, 25 মার্চ: সন্দেশখালির 'প্রতিবাদী' মুখ রেখা পাত্রকে প্রার্থী করে বসিরহাট লোকসভা কেন্দ্রে চমক দিয়েছে গেরুয়া শিবির। কিন্তু তাল কাটল নাম ঘোষণার পরের সকালেই ৷ তাঁর প্রার্থী পদের বিরোধিতা করে পোস্টার পড়ল সন্দেশখালিতেই। এমনকী, পোস্টার হাতে প্রতিবাদের রাস্তাতেও হেঁটেছেন আন্দোলনকারী মহিলাদের একাংশ। রেখা পাত্রকে যে তারা কোনওমতেই প্রার্থী হিসেবে মানছেন না, তাও স্পষ্ট হয়ে গিয়েছে একের পর এক পোস্টার থেকে। যা ঘিরে অস্বস্তিতে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে।
যদিও পোস্টার-কাণ্ডের দায় তৃণমূলের ঘাড়েই চাপাচ্ছে বিজেপি নেতৃত্বের একাংশ। পালটা, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি উঠছে শাসক শিবিরের তরফে। ফলে ভোটের মুখে আবারও সরগরম সন্দেশখালি। উল্লেখ্য, রবিবার রাতে বাংলার 19টি আসনের জন্য দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করেছেন দিল্লির বিজেপি নেতারা। তাতে নাম রয়েছে সন্দেশখালির আন্দোলনে অংশ নেওয়া, গৃহবধূ রেখা পাত্রের। তাঁকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। যা নিঃসন্দেহে বিজেপির কাছে বড় চমক ছিল ৷
কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যেই সেই ছবিটা বদলে গেল। খোদ রেখা পাত্রের প্রার্থী পদের বিরুদ্ধেই পোস্টার হাতে নেমে পড়লেন সন্দেশখালির মহিলাদের একাংশ। কোথাও আবার পোস্টারও সাঁটানো হল তাঁর প্রার্থী পদের বিরোধিতা করে। যেখানে লেখা রয়েছে, "সন্দেশখালির আন্দোলনকারী রেখা পাত্রকে প্রার্থী হিসেবে মানছি না। রেখা পাত্রকে বিজেপি প্রার্থী হিসেবে চাইছি না।" এথেকে স্পষ্ট, রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে না-পছন্দ দলেরই একাংশের এমনটাই বলছে তৃণমূল।
মহিলারা চাইছেন, রেখার বদলে অন্য কাউকে এই কেন্দ্রে প্রার্থী করা হোক। কারণ, তাঁর ভোট চাওয়ার শিক্ষাগত যোগ্যতা নেই। প্রার্থী বদলের দাবিতে ইতিমধ্যে বিজেপি রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণও করেছেন আন্দোলনকারী মহিলারা। ফলে, তাঁদের ক্ষোভ-বিক্ষোভ কীভাবে সামাল দেয় পদ্ম শিবির সেটাই এখন দেখার। এদিকে, রেখা এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি বলেই জানা যাচ্ছে। ফলে তাঁর প্রার্থীপদ নিয়ে সন্দেশখালিতেই প্রশ্ন তুলেছেন অনেকে। যার জেরে প্রার্থী হয়েও মসৃণ হল না রেখার ভোট রাজনীতির পথ!
আরও পড়ুন: