ETV Bharat / state

জেলবন্দি জয়ন্তর নামে তোলাবাজি! প্রোমোটারকে পেটানোর অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে - TMC Worker Extortion Case - TMC WORKER EXTORTION CASE

Extortion On Jayanta Singh Name: আড়িয়াদহের কুখ্যাত গ্যাং লিডার জয়ন্ত সিং এখন জেলে ৷ এদিকে তার নাম নিয়ে প্রোমোটারকে মারধর ও লুঠের অভিযোগ উঠল সিঁথিতে ৷ টাকা দিতে অস্বীকার করায়, প্রোমোটারকে মারধর করা হয়েছে ৷

TMC worker alleged extortion in Sinthi
সিঁথিতে তৃণমূল কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 8:04 PM IST

কলকাতা, 13 জুলাই: উত্তর 24 পরগনার পর এবার উত্তর কলকাতা ৷ আড়িয়াদহের জয়ন্ত সিংয়ের নাম করে প্রোমোটারকে হুমকি ও মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে ৷ এমনকী প্রোমোটারের অফিস থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করার অভিযোগও উঠেছে ৷

অভিযোগ, ভাড়াটিয়াকে তুলে দেবে এই বলে প্রমোটারের থেকে 5 লক্ষ টাকা দাবি করেছিলেন স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা ৷ এমনকী নিজেকে জয়ন্ত সিং এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলেও পরিচয় দেন তিনি ৷ তবে পুলিশ সূত্রে খবর, রানা নিজে থেকে ওই প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করেনি ৷ বরং ভাড়াটিয়াকে জোর করে তুলে দিতে প্রোমোটার নিজেই রানার সঙ্গে যোগাযোগ করেছিলেন ৷ তার বদলে রানাকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা হয় ৷

এদিকে প্রোমোটার সেই টাকা দিতে চাননি ৷ এরপরেই প্রোমোটারের অফিসে ঢুকে তাঁকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রানা ও তার দলবলের বিরুদ্ধে ৷ এই ঘটনায় ইতিমধ্যে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রোমোটার ৷ তবে, তদন্ত নেমে এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ৷ পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে এক দফা হামলার পর ফের শনিবার সকালে দ্বিতীয়বার হামলা করা হয়েছে ৷

জানা গিয়েছে, ওই প্রোমোটারের বাড়ি উত্তর কলকাতার সিঁথি মোড়ের কাছে ৷ তাঁর এক ভাড়াটে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন ৷ প্রোমোটার সেই ভাড়াটেকে উঠে যেতে বললেও, তিনি উঠছিলেন না ৷ এই খবর রানার কাছে পৌঁছায় ৷ অভিযোগ, সুযোগের সদ্ব্যবহার করতে আসরে নামেন স্থানীয় তৃণমূল কর্মী রানা ৷ ভাড়াটিয়া তুলে দেওয়ার জন্য ওই প্রোমোটারের কাছ থেকে 5 লক্ষ টাকা চান তিনি ৷ ওই টাকা পেলে, ভাড়াটিয়া তুলে দেওয়ার বিষয়টি তিনি দেখে নেবেন বলে প্রোমোটারকে আশ্বাস দেন ৷ তবে, কাকতালীয়ভাবে ওই ভাড়াটিয়া নিজে থেকেই শান্তিপূর্ণভাবে বাড়ি ছেড়ে চলে যান ৷

এরপরেই প্রোমোটার রানাকে ফোন করে জানান, সমস্ত বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটে গিয়েছে ৷ তাই রানার এ ব্যাপারে ঢোকার কোনও প্রয়োজন নেই ৷ এতেই বিপত্তি বাধে ৷ টাকা হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে রানা ও তার লোকজন প্রোমোটারের কাছে যায় এবং 5 লক্ষ টাকা দাবি করে ৷ কিন্তু, প্রোমোটার তা দিতে অস্বীকার করেন ৷

তারপর এদিন সকাল 11টা নাগাদ সিঁথিতে ওই প্রোমোটারের অফিসে পৌঁছায় রানা ৷ সেখানে নিজেকে বিধায়ক অতীন ঘোষ এবং জয়ন্ত সিংয়ের লোক হিসেবে পরিচয় দেন তিনি ৷ অভিযোগ তাতেও টাকা দিতে অস্বীকার করলে, প্রোমোটারকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানো হয় ৷ এর পাশাপাশি, অফিসে ঢুকে প্রায় দেড় লক্ষ টাকা লুঠ করে পালায় রানা ও তার লোকজন ৷ ভেঙে দেওয়া হয়, অফিসের সিসিটিভি ক্যামেরা ৷

তবে, পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে রানা নয়, ভাড়াটিয়াকে জোর করে তুলে দেওয়ার জন্য প্রোমোটার নিজেই রানার সঙ্গে যোগাযোগ করেছিলেন ৷ তার বদলে 5 লক্ষ টাকা দেওয়ার কথা হয় ৷ কিন্তু, রানার কিছু করার আগেই ভাড়াটে শান্তিপূর্ণভাবে বাড়ি ছেড়ে দেয় ৷ তাই রানাকে বিষয়টি থেকে দূরে থাকতে বলেন ওই প্রোমোটার ৷ পুলিশ ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে ৷ তবে, রানা যে অতীন ঘোষের নাম নিয়ে টাকা চেয়েছিলেন, সেই বিষয়ে জানতে বিধায়ক তথা কলকাতা ডেপুটি মেয়রকে ফোন করা হলে, তিনি ফোন ধরেননি ৷

কলকাতা, 13 জুলাই: উত্তর 24 পরগনার পর এবার উত্তর কলকাতা ৷ আড়িয়াদহের জয়ন্ত সিংয়ের নাম করে প্রোমোটারকে হুমকি ও মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে ৷ এমনকী প্রোমোটারের অফিস থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করার অভিযোগও উঠেছে ৷

অভিযোগ, ভাড়াটিয়াকে তুলে দেবে এই বলে প্রমোটারের থেকে 5 লক্ষ টাকা দাবি করেছিলেন স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা ৷ এমনকী নিজেকে জয়ন্ত সিং এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলেও পরিচয় দেন তিনি ৷ তবে পুলিশ সূত্রে খবর, রানা নিজে থেকে ওই প্রোমোটারের সঙ্গে যোগাযোগ করেনি ৷ বরং ভাড়াটিয়াকে জোর করে তুলে দিতে প্রোমোটার নিজেই রানার সঙ্গে যোগাযোগ করেছিলেন ৷ তার বদলে রানাকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা হয় ৷

এদিকে প্রোমোটার সেই টাকা দিতে চাননি ৷ এরপরেই প্রোমোটারের অফিসে ঢুকে তাঁকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রানা ও তার দলবলের বিরুদ্ধে ৷ এই ঘটনায় ইতিমধ্যে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রোমোটার ৷ তবে, তদন্ত নেমে এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ৷ পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে এক দফা হামলার পর ফের শনিবার সকালে দ্বিতীয়বার হামলা করা হয়েছে ৷

জানা গিয়েছে, ওই প্রোমোটারের বাড়ি উত্তর কলকাতার সিঁথি মোড়ের কাছে ৷ তাঁর এক ভাড়াটে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন ৷ প্রোমোটার সেই ভাড়াটেকে উঠে যেতে বললেও, তিনি উঠছিলেন না ৷ এই খবর রানার কাছে পৌঁছায় ৷ অভিযোগ, সুযোগের সদ্ব্যবহার করতে আসরে নামেন স্থানীয় তৃণমূল কর্মী রানা ৷ ভাড়াটিয়া তুলে দেওয়ার জন্য ওই প্রোমোটারের কাছ থেকে 5 লক্ষ টাকা চান তিনি ৷ ওই টাকা পেলে, ভাড়াটিয়া তুলে দেওয়ার বিষয়টি তিনি দেখে নেবেন বলে প্রোমোটারকে আশ্বাস দেন ৷ তবে, কাকতালীয়ভাবে ওই ভাড়াটিয়া নিজে থেকেই শান্তিপূর্ণভাবে বাড়ি ছেড়ে চলে যান ৷

এরপরেই প্রোমোটার রানাকে ফোন করে জানান, সমস্ত বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটে গিয়েছে ৷ তাই রানার এ ব্যাপারে ঢোকার কোনও প্রয়োজন নেই ৷ এতেই বিপত্তি বাধে ৷ টাকা হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে রানা ও তার লোকজন প্রোমোটারের কাছে যায় এবং 5 লক্ষ টাকা দাবি করে ৷ কিন্তু, প্রোমোটার তা দিতে অস্বীকার করেন ৷

তারপর এদিন সকাল 11টা নাগাদ সিঁথিতে ওই প্রোমোটারের অফিসে পৌঁছায় রানা ৷ সেখানে নিজেকে বিধায়ক অতীন ঘোষ এবং জয়ন্ত সিংয়ের লোক হিসেবে পরিচয় দেন তিনি ৷ অভিযোগ তাতেও টাকা দিতে অস্বীকার করলে, প্রোমোটারকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটানো হয় ৷ এর পাশাপাশি, অফিসে ঢুকে প্রায় দেড় লক্ষ টাকা লুঠ করে পালায় রানা ও তার লোকজন ৷ ভেঙে দেওয়া হয়, অফিসের সিসিটিভি ক্যামেরা ৷

তবে, পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে রানা নয়, ভাড়াটিয়াকে জোর করে তুলে দেওয়ার জন্য প্রোমোটার নিজেই রানার সঙ্গে যোগাযোগ করেছিলেন ৷ তার বদলে 5 লক্ষ টাকা দেওয়ার কথা হয় ৷ কিন্তু, রানার কিছু করার আগেই ভাড়াটে শান্তিপূর্ণভাবে বাড়ি ছেড়ে দেয় ৷ তাই রানাকে বিষয়টি থেকে দূরে থাকতে বলেন ওই প্রোমোটার ৷ পুলিশ ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে ৷ তবে, রানা যে অতীন ঘোষের নাম নিয়ে টাকা চেয়েছিলেন, সেই বিষয়ে জানতে বিধায়ক তথা কলকাতা ডেপুটি মেয়রকে ফোন করা হলে, তিনি ফোন ধরেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.