কলকাতা, 19 জুলাই: প্রায় 14 বছর পর বাড়তে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফি। সেই নিয়েই চলছে বৈঠক । বৃহস্পতিবার সেই নিয়ে আরও একটি বৈঠক হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। যদিও এই দিনের বৈঠক এক প্রকার নিষ্ফলা হয়েছে । চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি বৈঠকের পরও । আগামী সপ্তাহে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর পরেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অবস্থান স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এই নিয়েই পারদ চড়ছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলির মধ্যে।
কলকাতার অন্যতম বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি । বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে খরচ ব্যাচেলার অফ আর্টস (BA) 1 হাজার 100 টাকা। ব্যাচেলার অফ সায়েন্স (বি.এসএসি) 1 হাজার 225 টাকা। মাস্টার্স অফ আর্টস (MA) 1 হাজার 260 টাকা এবং মাস্টার্স অফ সায়েন্স (M.Sc) 1 হাজার 335 টাকা। এই ফি-তে পরিবর্তন আনার চিন্তা ভবানা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তাই নিয়ে বৃহস্পতিবার ডিন অফ স্টুডেন্টস-এর নেতৃত্বে ইনকাম ও এক্সপেনডিচার রিভিউ কমিটির বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধিরা।
সেই বৈঠকের পর প্রেসিডেন্সির এসএফআইএর ইউনিট সেক্রেটারি বিতান ইসলাম বলেন, "ফি যাতে বৃদ্ধি করা না-হয় সেই নিয়ে আমরা ডিনকে বলেছি ৷ বেশ কিছু বিকল্প প্রস্তাব দিয়েছি । সেই সব তাঁরা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন । তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, এদিনের বৈঠকে ছাত্রদের থেকে মতামত জানা হয়েছে। আগামী সপ্তাহে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, এই বৈঠকের আগে পর্যন্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের তরফে জানানো হয়েছিল, যদি মাত্রাতিরক্ত ফি বৃদ্ধি করা হয় তাহলে পড়ুয়ারা আন্দোলনের পথ বেছে নেবে। এমনকি এই বৈঠকের পরেও তাঁরা সেই কথাতেই স্থির রয়েছেন । যদি মাত্রাতিরক্ত ফি বৃদ্ধি করা হয়। তবে আগামী সপ্তাহের বিজ্ঞপ্তি প্রকাশের পর রাস্তায় নেমে আন্দোলন করবে প্রেসিডেন্সির এসএফআই সংগঠন ।