কলকাতা, 15 মার্চ: 25 ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াররা ৷ সল্টলেকে গার্লস হস্টেল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বাস পরিষেবা চালু করার দাবিতে তাঁরা এই বিক্ষোভ দেখাচ্ছেন ৷ শুক্রবার আন্দোলনের আঁচ এসে পড়ে ক্যাম্পাসের বাইরে ৷ পড়ুয়ারা মহাত্মা গান্ধি রোড ও কলেজ স্ট্রিট মোড়ে অবরোধ করেন ৷ ফলে সেখানে যান চলাচল স্তব্ধ হয়ে যায়৷ ভোগান্তির মুখে পড়তে হয় অনেককে ৷
পড়ুয়াদের দাবি, ওই বাস পরিষেবা 2019 সাল পর্যন্ত চালু ছিল ৷ কিন্তু কোভিড অতিমারীর সময় তা বন্ধ করে দেওয়া হয় ৷ তার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও বাস পরিষেবা আর চালু হয়নি ৷ ফলে ওই হস্টেলে থাকা ছাত্রীদের গণপরিবহণ ব্যবহার করেই বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে ৷ এতে অনেকেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ৷ তাই ওই বাস পরিষেবা আবার চালু করতে হবে ৷
পড়ুয়াদের আরও দাবি, এই নিয়ে বারবার কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল ৷ কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি ৷ সেই কারণে তাঁরা আন্দোলনের পথে গিয়েছেন ৷ তাঁদের দাবি, আগামী এপ্রিল থেকে ছাত্রীদের জন্য চারটি বাস চালু করতে হবে ৷ এর জন্য প্রতিমাসে 500 টাকার বেশি নেওয়া যাবে না ৷ ওই হস্টেলের 50 জন ছাত্রী আন্দোলনে বসেছেন ৷ তাতে সামিল হয়েছেন হস্টেলের ডিন ও আধিকারিকরাও ৷
পড়ুয়াদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই এবং ইন্ডিপেন্ডেন্ট কনসোলিডেশন বা আইসি-র মতো ছাত্র সংগঠনগুলি ৷ তবে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা জানিয়েছেন, এর আগে রাজ্য সরকারের তরফে ভর্তুকিতে ওই বাস পরিষবা চালু করা হয়েছিল ৷ এখন আর তা নতুন করে চালু করা সম্ভব নয় ৷
(পিটিআই ইনপুট-সহ)
আরও পড়ুন: