কলকাতা, 20 জুলাই: প্রতিবছরের মতো ঢালাও প্রস্তুতির মধ্য দিয়ে তৃণমূল পালন করবে 21 জুলাই শহিদ দিবস ৷ ঠিক সেদিনই গণতন্ত্র হত্যা দিবস পালন করার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমস্ত জেলায় এই কর্মসূচি পালন করবে বিজেপি এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। তবে আর মাত্র কয়েকঘণ্টা বাকি থাকলেও বহু নেতা-কর্মীরা বিজেপির ডাকা এই কর্মসূচি সম্পর্কে সবিস্তারে জানেন না বলে খবর ৷
মেগা সমাবেশের জন্য ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। প্রতিবারের মতো এবারও কর্মী-সমর্থকদের থাকা, খাওয়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। শহরের বিভিন্ন জায়গায় 21 জুলাই নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনাও তুঙ্গে। অন্যদিকে, সম্প্রতি শুভেন্দু অধিকারী রাজভবনে ধরনার দিন জানিয়েছিলেন 21 জুলাই বিজেপি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে।
অভিযোগ, লোকসভা নির্বাচনে কয়েক হাজার বৈধ ভোটাররা ভোট দিতে পারেননি। এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই প্রতিটি জেলায় পালন করা হবে এই বিশেষ দিবস। কিন্তু এই প্রতিবেদনটি যখন জেলা হচ্ছে তখন পর্যন্ত দলের অনেকেই এই কর্মসুচি সম্পর্কে কিছু জানেন না বলেই জানা গিয়েছে। আবার কেউ কেউ এই কর্মসূচি সম্বন্ধে শুনেছেন ঠিকই তবে ঠিক কী হবে সেই বিষয় দলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি তাঁদের। এখানে অনেকেরই প্রশ্ন, তাহলে কি দলের মধ্যে সমন্বয়ের অভাবের বিষয়টি আরও একবার স্পষ্ট হল।
এই বিষয় দলের প্রাক্তন সংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, এই কর্মসূচির বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর কথায়, "সাংগঠনিক সমন্বয়ের অভাব রয়েছে কি না, সেটা দল বলতে পারবে।" অন্যদিকে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি আপনাদের কাছেই এটা প্রথম শুনলাম। দল সূচনা দিলে পালন করা হবে। দলের পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়নি।" আবার কলকাতা উত্তরের জেলা সভাপতি তমঘ্ন ঘোষ জানান, 21 জুলাই বিভিন্ন থানার সামনে বিক্ষোভ পরিদর্শন করা হবে। একাধিক বিষয় নিয়ে বিজেপির এই আন্দোলন চলবে ৷
পাশাপাশি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, "এই কর্মসূচি জেলা সভাপতিদের নির্দেশেই হবে। সাংগঠনিক স্তরে আমাদের যে নির্দেশ দেওয়া হবে সেভাবেই আমরা পালন করব ৷ তবে আমার কাছে এখনও জেলা সভাপতি মারফত কোনও নির্দেশ আসেনি।" বিজেপির বারাসত লোকসভার কো-কনভেনার তথা জেলার রাজ্য কমিটির সদস্য অনুপম ঘোষ জানান, জেলাগতভাবে একটি বৈঠক হয়েছে ৷ শনিবার রাতের মধ্যে সকলেই এই বিষয়টি জানতে পারবেন বলে মনে হচ্ছে।
প্রসঙ্গত, 21 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত গনতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি। মূলত লোকসভা নির্বাচনে বৈধ ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। এই দাবিকে সামনে রেখেই হবে আন্দোলন। পাশাপাশি এই ধরনের আরও কয়েকটি ইস্যুকে হাতিরায় করে লাগাতার অন্দোলনেও নামবে বিজেপি। এই কর্মসূচির অঙ্গ হিসাবে আগামী 26 জুলাই বিদ্যুতের মাসুল অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার বিরোধিতা করে পথে নামছে বঙ্গ বিজেপি। মুরলীধর সেন লেন থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস অর্থাৎ সিইএসসি অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।