হাওড়া, 27 মার্চ: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ৷ রাজনৈতিক পারদ তত চড়ছে ৷ রাজ্যে তৃণমূল থেকে বিজেপি কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ ৷ চলছে আক্রমণ ও পালটা কটাক্ষের পালা ৷ সেরকমই শনিবার হাওড়ার জগৎবল্লভপুরের একটি জনসভা থেকে পাঁচলা-সহ একাধিক এলাকাতে তৃণমূলের ভোট পরবর্তী সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী । তাঁর নিশানায় ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকও ৷ তিনি বলেন, এবার অন্যরকম ভোট হবে ৷" মঙ্গলবার পাঁচলায় নির্বাচনী সভাতে এসে বিরোধী দলনেতার সেই বক্তব্যেরই পালটা দিলেন হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ।
শুভেন্দুকে তোপ দেগে এই প্রাক্তন ফুটবলার বলেন, "উনি বিরাট নেতা, আমি সাধারণ ছেলে । উনি কী বলতে চাইছেন সেটাই বুঝে উঠতে পারছি না । কীসের অন্যরকম ভোট হবে জানি না । লোকে আসবে ভোট দেবে । এখানে অন্যরকম কী হবে আমার জানা নেই । আমার প্রায় 61 লক্ষ ভোটার । আমি একশো চুরি করলেও মানুষ ভোট না দিলে জেতা সম্ভব নয় । আমি ভদ্রলোক, আমার লোকসভাতে যে সাতজন বিধায়ক আছেন তারাও ভদ্র সভ্য মানুষ । এটা উনি কী বলতে চাইছেন আমার জানা নেই । উনি এখন বড় নেতা তাই হয়ত বলছেন, তাঁদের বিষয়ে এই ধরণের মন্তব্য করা উচিৎ নয় । এইসব বাজে কথা ।"
বিজেপিকে আক্রমণ করে প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "কীসের দুর্নীতি, সব জায়গাতেই আমাদের চোর বলা হচ্ছে ৷ আমাদের চুরি করতে কে দেখেছে, কোথায় দেখেছে, কোথাও চুরির প্রমাণ হয়নি ৷ আমি তো বলব বিজেপি ও সিপিএম সবাই চোর । এই নিয়ে কে কী বলছে আমি এইসবে কান দিই না । আমি কান দিই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে ।"
উল্লেখ্য, শনিবারের সভা থেকে পঞ্চায়েতে ভোট লুট নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাঁচলার বিধায়ক গুলশান মল্লিককে জমি মাফিয়া বলে কটাক্ষ করেন তিনি । পাশাপাশি বিরোধী দলনেতা লোকসভা ভোটের আগে একাধিক হিংসার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন ৷ যদিও শুভেন্দুর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক । তাঁর কথায়, "যাদের দূরবীন দিয়ে পাঁচলা এলাকাতে দেখেও খুঁজে পাওয়া যায় না, তারা ভুড়ি ভুড়ি অভিযোগ জমা করেছেন নির্বাচন কমিশন ও জেলাশাসকের দফতরে ।"
আরও পড়ুন: