ETV Bharat / state

হাফিজ আলম সৈরানিকে বিধান ভবনে শ্রদ্ধার্ঘ্য, আগামিকাল শেষকৃত্য - CONGRESS POSTPONE BIJAYA SAMMILANI

বিধান ভবনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানিকে শেষ শ্রদ্ধা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ৷ সেখানেই তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন সিপিআইএম-সহ বাম নেতৃত্ব ৷

CONGRESS POSTPONE BIJAYA SAMMILANI
হাফিজ আলম সৈরানিকে বিধান ভবনে শ্রদ্ধার্ঘ্য ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 8:30 PM IST

কলকাতা, 29 অক্টোবর: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানিকে শেষ শ্রদ্ধা জানাল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ আজ বিধান ভবনে তাঁর দেহ আনা হয় ৷ সেখানেই কংগ্রেসের তরফে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে ৷ তাঁর মৃত্যুতে বিজয়া সম্মিলনী স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ বিমান বসু, মহম্মদ সেলিম-সহ বাম নেতৃত্বও বিধান ভবনে গিয়ে শ্রদ্ধা জানায় ৷

ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সোমবার প্রয়াত হন হাফিজ আলম সৈরানি ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও উপস্থিত ছিলেন ৷ বিধান ভবন থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় রাজ্য বিধানসভায় ৷ সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন অন্যান্য বিধায়করা ৷ সেখান থেকে উত্তর দিনাজপুরে তাঁর বাড়ির উদ্দেশে দেহ নিয়ে যাওয়া হয়েছে ৷ বুধবার সেখানেই তাঁকে কবরে সমাধিস্থ করা হবে ৷

প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বলেন, "রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানির মৃত্যুতে পূর্ব নির্ধারিত 29 অক্টোবরের প্রদেশ কংগ্রেসের বিজয়া সম্মিলনী স্থগিত রাখা হচ্ছে ৷ বিধান ভবন এই বিজয়া সম্মিলনী হওয়ার কথা ছিল ৷ প্রয়াত হাফিজ আলম সৈরানি আমাদের কংগ্রেসের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৷ তাঁর মরদেহে মাটি না-দেওয়া পর্যন্ত, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া করা হয়েছে ৷ পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না-হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে ৷"

2023 সালে প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ৷ পাশাপাশি, রাজ্যে একাধিক গণতান্ত্রিক আন্দোলনে অন্যতম ভূমিকা নিয়েছিলেন হাফিজ আলম সৈরানি ৷ 1994 সালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভা থেকে প্রথম বিধায়ক নির্বাচিত হন ৷ 1994-2006 পর্যন্ত রাজ্য বিধানসভার সদস্য ছিলেন ৷ 2001-06 সাল পর্যন্ত বামফ্রন্ট সরকারে ত্রাণ ও সমবায় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷

গতবছর ফরওয়ার্ড ব্লক থেকে পদত্যাগ করেছিলেন ৷ তার কয়েকমাস পর গতবছর অক্টোবরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের যোগদান তিনি। তাঁর ভাইপো তথা প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ কংগ্রেসে যোগ দিয়েছিলেন ৷ এ বছর লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেস তাঁকে প্রার্থী করেছিল ৷ কাকার প্রয়াণে ইমরান বলেন, "মাস খানেক আগে কাকা অসুস্থ হয়ে পড়েন ৷ দীর্ঘদিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ পরে সেখানে তাঁর ক্যান্সার ধরা পড়ে ৷ কিছুদিন চিকিৎসার পর তাঁকে বাড়িতে ফিরিয়েও আনা হয়েছিল ৷ কিন্তু, শেষ রক্ষে করা গেল না ৷"

কলকাতা, 29 অক্টোবর: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানিকে শেষ শ্রদ্ধা জানাল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ আজ বিধান ভবনে তাঁর দেহ আনা হয় ৷ সেখানেই কংগ্রেসের তরফে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে ৷ তাঁর মৃত্যুতে বিজয়া সম্মিলনী স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ বিমান বসু, মহম্মদ সেলিম-সহ বাম নেতৃত্বও বিধান ভবনে গিয়ে শ্রদ্ধা জানায় ৷

ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সোমবার প্রয়াত হন হাফিজ আলম সৈরানি ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও উপস্থিত ছিলেন ৷ বিধান ভবন থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় রাজ্য বিধানসভায় ৷ সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন অন্যান্য বিধায়করা ৷ সেখান থেকে উত্তর দিনাজপুরে তাঁর বাড়ির উদ্দেশে দেহ নিয়ে যাওয়া হয়েছে ৷ বুধবার সেখানেই তাঁকে কবরে সমাধিস্থ করা হবে ৷

প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বলেন, "রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানির মৃত্যুতে পূর্ব নির্ধারিত 29 অক্টোবরের প্রদেশ কংগ্রেসের বিজয়া সম্মিলনী স্থগিত রাখা হচ্ছে ৷ বিধান ভবন এই বিজয়া সম্মিলনী হওয়ার কথা ছিল ৷ প্রয়াত হাফিজ আলম সৈরানি আমাদের কংগ্রেসের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৷ তাঁর মরদেহে মাটি না-দেওয়া পর্যন্ত, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া করা হয়েছে ৷ পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না-হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে ৷"

2023 সালে প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ৷ পাশাপাশি, রাজ্যে একাধিক গণতান্ত্রিক আন্দোলনে অন্যতম ভূমিকা নিয়েছিলেন হাফিজ আলম সৈরানি ৷ 1994 সালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভা থেকে প্রথম বিধায়ক নির্বাচিত হন ৷ 1994-2006 পর্যন্ত রাজ্য বিধানসভার সদস্য ছিলেন ৷ 2001-06 সাল পর্যন্ত বামফ্রন্ট সরকারে ত্রাণ ও সমবায় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷

গতবছর ফরওয়ার্ড ব্লক থেকে পদত্যাগ করেছিলেন ৷ তার কয়েকমাস পর গতবছর অক্টোবরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের যোগদান তিনি। তাঁর ভাইপো তথা প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ কংগ্রেসে যোগ দিয়েছিলেন ৷ এ বছর লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেস তাঁকে প্রার্থী করেছিল ৷ কাকার প্রয়াণে ইমরান বলেন, "মাস খানেক আগে কাকা অসুস্থ হয়ে পড়েন ৷ দীর্ঘদিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ পরে সেখানে তাঁর ক্যান্সার ধরা পড়ে ৷ কিছুদিন চিকিৎসার পর তাঁকে বাড়িতে ফিরিয়েও আনা হয়েছিল ৷ কিন্তু, শেষ রক্ষে করা গেল না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.