মালদা, 9 জুন: সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে মালদার দুই কেন্দ্রেই ভরাডুবি হয়েছে তৃণমূলের ৷ বিশেষত মালদা উত্তর কেন্দ্রে দলীয় প্রার্থীর হার মেনে নিতে পারছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনির বারবেলায় তাঁর কোপে পড়েছেন মালদা উত্তর কেন্দ্রের দলীয় নেতা-নেত্রীরা ৷ এরই মধ্যে শনিবার রাতে দলের জেলা সভাপতির কার্যালয়ে পোস্টার পড়ল সভাপতিরই বিরুদ্ধে ৷ সেখানে আবদুর রহিম বক্সির বিরুদ্ধে চরিত্র নিয়েও অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি তাঁকে 'দুর্নীতিবাজ' বলেও আখ্যা দেওয়া হয়েছে ৷ রহিম বক্সিকে হঠিয়ে মালদা জেলা তৃণমূলকে বাঁচানোর আবেদন জানানো হয়েছে ওই পোস্টারে ৷
জেলা সভাপতির কার্যালয় ছাড়াও পোস্টার পড়েছে মালতিপুর বিধানসভা কেন্দ্রজুড়ে ৷ যদিও রবিবার সকালেই কার্যালয় থেকে পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয় ৷ তবে জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সির এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি মালদা উত্তরের মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ৷ এবারের ভোটে শুধু মালতিপুরই নয়, মালদা উত্তরের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপির থেকে কয়েক যোজন পিছিয়ে রয়েছে তৃণমূল ৷ এমনকী রহিমের নিজের বুথেও এগিয়ে বিজেপি ৷ এনিয়ে সরব হয়েছে দলের কিছু নেতা-কর্মী ৷ সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন জেলা সভাপতি ৷
মালদার তৃণমূল সভাপতি রহিম বক্সি অবশ্য দাবি করেছিলেন, যাঁরা সোশাল মিডিয়ায় এসব লিখছেন, তাঁরা দলের কেউ নয় ৷ যদিও ভোটে বিপর্যয়ের জন্য গতকাল জেলা নেতৃত্বকেই দায়ী করেন দলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর ৷ তিনি নিজের রিপোর্ট ঊর্ধ্বতন নেতৃত্বকে পাঠাবেন বলেও জানান ৷
এদিকে গতকাল রাতেই মালতিপুরে আবদুর রহিম বক্সির কার্যালয়ে বিধায়কের ছবি দেওয়া পোস্টার চোখে পড়ে ৷ পোস্টারে রহিমকে দুর্নীতিবাজ হিসাবে উল্লেখ করা হয়েছে ৷ তাঁকে চাকরির জন্য টাকা তোলায় অভিযুক্ত করা হয়েছে ৷ তাঁকে চেয়ার থেকে সরানোর আবেদনও জানানো হয়েছে ৷
এই ঘটনায় সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস বলেন, "যেখানে যেখানে মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছে এবং ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেনি, সেখানেই আমাদের ফল ভালো হয়েছে ৷ মালদা উত্তর কেন্দ্রে এবার তৃণমূল তৃতীয় হয়েছে ৷ আর রহিম বক্সির বিষয়ে আমরা আগেই বলেছিলাম, তিনি দুর্নীতিবাজ ৷ এবারে তিনি নিজের বুথেও জিততে পারেনি ৷ অর্থাৎ মানুষ ওকে চায় না ৷ রহিম বক্সির বিরুদ্ধে অনেক আগে থেকেই পোস্টার দেখছিলাম ৷ যাঁরা তৃণমূলকে বাঁচাতে চান, তাঁরাই এই পোস্টার দিয়েছেন ৷ মালদা জেলায় আরও এমন অনেক রহিম বক্সি আছে ৷”
এই মুহূর্তে আবদুর রহিম বক্সি কোথায়, তা কেউ জানে না ৷ তবে তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, "লোকসভা নির্বাচনে মালদা জেলার ফল অত্যন্ত হতাশাজনক ৷ এনিয়ে সুনির্দিষ্ট পদ্ধতিতে দলে আত্মসমালোচনা করা হবে ৷ এখানে কেন ফল এত খারাপ হল, তা নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই পদক্ষেপ করবেন ৷ এসব রাস্তায় বলার মতো বিষয় নয় ৷ এটা দলের অভ্যন্তরীণ বিষয় ৷ আমরা দলের ভিতরেই এসব নিয়ে আলোচনা করব ৷”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, যেসব কর্মী নির্বাচনে নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করা হবে ৷ দল সবকিছুই নজরে রেখেছে ৷ নেত্রীর বৈঠকের পরই তেতে উঠেছেন উত্তর মালদার তৃণমূল নেতা-কর্মীদের একাংশ ৷