কলকাতা, 6 জুন: লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই রাজ্য়ের বিভিন্ন অংশ থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠতে শুরু করেছে ৷ ব্যতিক্রম নয় কলকাতাও ৷ বৃহস্পতিবার দুপুরে কলকাতার ট্যাংরা থানা এলাকায় একটি বাড়িতে হামলা চালানো হয় ৷ সেখানে এক মহিলা-সহ বেশ কয়েকজন বেধড়ক মারধর করা হয় ৷ তবে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসায় যেখানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ ট্যাংরায় অবশ্য এই গোলমাল তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্য়ে হয়েছে বলে অভিযোগ ৷
ঘটনাস্থল ট্যাংরা থানার অন্তর্গত গোবিন্দ ফটিক রোড । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ানো-সহ গোলমাল পাকানোর অভিযোগে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ট্যাংরা থানার পুলিশ । এলাকার পরিস্থিতি হাতের বাইরে যাতে বেরিয়ে না যায় তার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ । সঙ্গে মোতায়েন রয়েছে র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী ।
পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুরে ট্যাংরা এলাকার বেশ কয়েকজন যুবকের সঙ্গে প্রথমে কথা কাটাকাটিতে জড়ান তৃণমূলের কর্মী-সমর্থকরা । এরপরে জানা যায় উভয় গোষ্ঠীর লোকজন তৃণমূল কর্মী-সমর্থক । অভিযোগ, এরপর শুরু হয়ে যায় হাতাহাতি । একে অন্য গোষ্ঠীকে মারধর করে ৷ কাচের বোতল দিয়ে মারধর করে । এরপরে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বাঁশ নিয়ে চড়াও হয় । এরপর এই শুরু হয়ে যায় এই এলাকায় ব্যাপক গন্ডগোল । এলাকায় উত্তেজনা ছড়ায় । খবর যায় স্থানীয় ট্যাংরা থানায় ।
এরপর স্থানীয় একটি বাড়িতে গিয়েও ভাঙচুর করা হয় ৷ এক মহিলা-সহ বেশ কয়েকজনকে মারধর করা হয় ৷ পরে আবার বাইরে গোলমাল হয় ৷ পরে ঘটনাস্থলে যায় ট্যাংরা থানার পুলিশ । এরপরে পরিস্থিতি হাতের বাইরে বেরোতে থাকলে ঘটনাস্থলে নামানো হয় র্যাফ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের । কী নিয়ে এই উত্তেজনা এবং হাতাহাতি, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ।
স্থানীয়দের একটি অংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় তৃণমূল দুই কর্মী-সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা চলছিল । আজ সেই উত্তেজনা চরম আকার ধারণ করে । তবে ঘটনার নেপথ্য রাজনৈতিক কারণ সিন্ডিকেট দৌরাত্ম্য রয়েছে কি না, সেই বিষয়টিও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে ।
এলাকায় নতুন করে যাতে অশান্তি না ছাড়ায়, তার জন্য মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী । ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । কারা এলাকায় অশান্তি ছড়ালো, তা চিহ্নিত করার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজকে হাতিয়ার করেছেন তদন্তকারীরা ।
এদিকে ভোট পরবর্তী হিংসা যাতে না ছড়ায় তার জন্য ইতিমধ্যেই প্রত্যেকটি থানাকে নির্দেশিকা দিয়েছিল কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । তবু ভোট পরবর্তী হিংসার হাত থেকে রক্ষা পেল না খাস কলকাতা । স্থানীয় থানার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ।