বহরমপুর, 6 মে: মঙ্গলবার স্পর্শকাতর দুটি লোকসভা কেন্দ্র জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ভোট ৷ তার আগে সোমবার বহরমপুর স্টেডিয়াম মাঠে ডিসিআরসি কেন্দ্রে প্রস্তুতি তুঙ্গে ! ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটযন্ত্র সংগ্রহ করতে ব্যস্ততা দেখা গেল ভোটকর্মীদের মধ্যে ৷ এই যন্ত্রগুলি সংগ্রহ করে তাঁরা রওনা দিচ্ছেন জঙ্গিপুর ও মুর্শিদাবাদের লোকসভার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের দিকে ৷ প্রতিটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট গ্রহণ হবে । দুই কেন্দ্রে মোট ভোট কর্মীর সংখ্যা 28470 জন । এর মধ্যে 2200 জন মহিলা ভোট কর্মী রয়েছেন ।
ভোটকে কেন্দ্র করে বারেবারে উত্তেজনা ছড়ানোয় মুর্শিদাবাদের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় । তৃতীয় ও চতুর্থ দফায় মুর্শিদাবাদে নির্বাচন রয়েছে । আর এর আগেই মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে । বিস্ফোরণে কেঁপে উঠেছে রেজিনগর ও বেলডাঙ্গার মতো এলাকা ৷ স্বাভাবিকভাবেই তাই এই দুটি কেন্দ্রে ভোটকে ঘিরে চিন্তিত নির্বাচন কমিশন । আগের দুই দফার মতোই যাতে রক্তপাতহীন ও শান্তিপূর্ণ নির্বাচন হয়, সেটাই এখন লক্ষ্য তাদের ।
জেলা প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট 1851টি ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে । মালদা দক্ষিণ কেন্দ্রের দুটি বিধানসভা ফরাক্কা ও সামশেরগঞ্জ রয়েছে মুর্শিদাবাদে । এই দুই বিধানসভা এলাকায় 483টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে । জঙ্গিপুর কেন্দ্রে মোট 14 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 18 লক্ষ 1 হাজার 714 জন ভোটার ।
অন্যদিকে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1938টি । এই লোকসভায় চারটি অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে । কমিশনের হিসেবে উপদ্রুত বুথের সংখ্যা 441টি । এই কেন্দ্রে 11 জন প্রর্থীর ভাগ্য ঠিক করবেন 19 লক্ষ 86 হাজার 906 জন ভোটার । জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে 64 ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের 114 মিলিয়ে মোট 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আগামীকালকের ভোটের জন্য ।
আরও পড়ুন: