ETV Bharat / state

চতুর্থ দফায় ভোটের প্রস্তুতি বীরভূম-বোলপুরে, বুথের পথে ভোটকর্মীরা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Birbhum and Bolpur Lok Sabha Constituency: সোমবার চতুর্থ দফার ভোট ৷ তার আগের দিন চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল বীরভূম ও বোলপুরের ডিসিআরসিতে ৷ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা ৷

Birbhum, Bolpur Vote preparation
চূড়ান্ত ব্যস্ততার ছবি বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 1:55 PM IST

Updated : May 12, 2024, 2:05 PM IST

ভোটের আগের দিন বীরভূম ও বোলপুরে ভোট শিবিরের ছবি (ইটিভি ভারত)

বীরভূম, 12 মে: চতুর্থ দফা নির্বাচন সোমবার ৷ অপেক্ষা আর কয়েক ঘণ্টার ৷ 13 মে ভোট রয়েছে বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে । বোলপুর কেন্দ্রের জন্য বোলপুর উচ্চ বিদ্যালয় ও বীরভূম কেন্দ্রের এলসি কলেজে প্রস্তুতি শিবির করা হয়েছে । রবিবার সকাল থেকেই ভোটকর্মীরা যাবতীয় তথ্য ও ইভিএম বুঝে নিচ্ছেন ৷ রওনা দিচ্ছেন নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে ৷ তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলের গড়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাটা একরকম চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে । দেশজুড়ে লোকসভা নির্বাচন শুরু হয়েছে 19 এপ্রিল ৷ এরপর 26 এপ্রিল দ্বিতীয় দফা এবং 7 মে তৃতীয় দফার নির্বাচন হয়েছে ৷

13 মে, সোমবার চতুর্থ দফায় বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়, সেই কারণে যাবতীয় ব্যবস্থা নিয়েছে কমিশন ৷ সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে বীরভূম জেলার এই দুই কেন্দ্র মিলিয়ে মোট 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ পাশাপাশি 6 হাজার 172 জন রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী মোতায়েন থাকছে ৷ 94টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে ৷ সবরকমভাবে শান্তিপূর্ণ নির্বাচন করতে তৎপর কমিশন ৷

নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বোলপুর লোকসভায় মোট ভোটার রয়েছে 18 লক্ষ 39 হাজার 234 জন ৷ আটজন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য 1 হাজার 979টি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে ৷ অন্যদিকে, বীরভূম লোকসভায় মোট ভোটার রয়েছে 18 লক্ষ 57 হাজার 22 জন ৷ এই লোকসভায় 12 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য 1 হাজার 943টি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে । অর্থাৎ, দুই লোকসভা মিলিয়ে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মোট 3 হাজার 922টি ৷

আরও পড়ুন :

  1. অনুব্রতহীন বীরভূমে মোতায়েন 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাড়তি নজরদারি কমিশনের
  2. অনুব্রতর গড়ে ত্রিমুখী লড়াই, বীরভূমে শতাব্দীর কুর্সি দখলে মরিয়া বিজেপি-কংগ্রেস
  3. নেই ভোটের উত্তাপ, সংস্কৃতি ও নান্দনিকতা রক্ষায় দেওয়াল লিখনে 'না' আদিবাসীদের

ভোটের আগের দিন বীরভূম ও বোলপুরে ভোট শিবিরের ছবি (ইটিভি ভারত)

বীরভূম, 12 মে: চতুর্থ দফা নির্বাচন সোমবার ৷ অপেক্ষা আর কয়েক ঘণ্টার ৷ 13 মে ভোট রয়েছে বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে । বোলপুর কেন্দ্রের জন্য বোলপুর উচ্চ বিদ্যালয় ও বীরভূম কেন্দ্রের এলসি কলেজে প্রস্তুতি শিবির করা হয়েছে । রবিবার সকাল থেকেই ভোটকর্মীরা যাবতীয় তথ্য ও ইভিএম বুঝে নিচ্ছেন ৷ রওনা দিচ্ছেন নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে ৷ তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলের গড়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাটা একরকম চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে । দেশজুড়ে লোকসভা নির্বাচন শুরু হয়েছে 19 এপ্রিল ৷ এরপর 26 এপ্রিল দ্বিতীয় দফা এবং 7 মে তৃতীয় দফার নির্বাচন হয়েছে ৷

13 মে, সোমবার চতুর্থ দফায় বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়, সেই কারণে যাবতীয় ব্যবস্থা নিয়েছে কমিশন ৷ সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে বীরভূম জেলার এই দুই কেন্দ্র মিলিয়ে মোট 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ পাশাপাশি 6 হাজার 172 জন রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী মোতায়েন থাকছে ৷ 94টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে ৷ সবরকমভাবে শান্তিপূর্ণ নির্বাচন করতে তৎপর কমিশন ৷

নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বোলপুর লোকসভায় মোট ভোটার রয়েছে 18 লক্ষ 39 হাজার 234 জন ৷ আটজন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য 1 হাজার 979টি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে ৷ অন্যদিকে, বীরভূম লোকসভায় মোট ভোটার রয়েছে 18 লক্ষ 57 হাজার 22 জন ৷ এই লোকসভায় 12 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য 1 হাজার 943টি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে । অর্থাৎ, দুই লোকসভা মিলিয়ে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মোট 3 হাজার 922টি ৷

আরও পড়ুন :

  1. অনুব্রতহীন বীরভূমে মোতায়েন 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাড়তি নজরদারি কমিশনের
  2. অনুব্রতর গড়ে ত্রিমুখী লড়াই, বীরভূমে শতাব্দীর কুর্সি দখলে মরিয়া বিজেপি-কংগ্রেস
  3. নেই ভোটের উত্তাপ, সংস্কৃতি ও নান্দনিকতা রক্ষায় দেওয়াল লিখনে 'না' আদিবাসীদের
Last Updated : May 12, 2024, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.