ETV Bharat / state

গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে যেতে পুলিশি বাধা সায়রা হালিম-সহ বাম নেতৃত্বকে - Garden Reach Building Collapse

Garden Reach Building Collapse: সকালে গার্ডেনরিচের দুর্ঘটনাস্থল থেকে ঘুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বেলায় সেখানে যেতে বাধা সিপিএম ও বিজেপি নেতাদের ৷ তাঁদের আটকানো নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান মহম্মদ সেলিমরা ৷

Garden Reach Building Collapse
Garden Reach Building Collapse
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 7:45 PM IST

Updated : Mar 18, 2024, 8:36 PM IST

কলকাতা, 18 মার্চ: বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পর এবার দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম সাংসদ পদপ্রার্থী সায়রা হালিম এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে যেতে বাধা দেওয়ার অভিযোগ ৷ নির্মীয়মাণ বহুতলের ওখানে যাওয়ার আগেই পুলিশ আধিকারিকরা আটকে দেন তাঁদেরকে । সিপিএমের প্রতিনিধিদের তরফে বারবার আবেদন করা হলেও পুলিশ শোনেনি বলে অভিযোগ ৷ শেষে পুলিশের ফাঁক গলে ঢুকে যাওয়ার চেষ্টা করেন সেলিম ৷

তবে এরপরেও পুলিশ তাঁকে আটকে দেয় ৷ তারা জানায়, নিরাপত্তার কথা মাথায় রেখে দুর্ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না ৷ উচ্চস্তরের আধিকারিকদের অনুমতি ছাড়া কাউকেই ভিতরে ঢুকতে দিতে পারে না পুলিশ ৷ তারপরেই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান সিপিএম নেতা মহম্মদ সেলিম-সহ তাঁর সঙ্গে থাকা বাকিরা ৷ দু'পক্ষের মধ্যে বাক্য বিনিময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।

রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ ৷ প্রায় 20 ঘণ্টা হতে চললেও সোমবারও ধ্বংসস্তূপ সরিয়ে দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকার্য। এখনও পর্যন্ত এই ঘটনায় 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ আহত বেশ কয়েকজন হাসপাতালে ভরতি ৷ এদিন সকালে উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিজে অসুস্থ তাও মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মেয়র ফিরহাদ হাকিম ও মন্ত্রী সুজিত বসুকে সঙ্গে গার্ডেনরিচের ঘটনাস্থলে পৌঁছন তিনি ৷ পরে ঘটনায় আহতের বেসরকারি নার্সিংহোমে দেখতে যান মমতা ৷ তিনি দোষীদের শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছেন ৷

অন্যদিকে গার্ডেনরিচের ঘটনার দায় কার তাই নিয়ে সিপিএম ও তৃণমূলের মধ্যে দোষোরোপ ও পালটা দোষারোপের পর্ব চলছে ৷ ফিরহাদ হাকিম বহুতল ভাঙার পিছনে বামেদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ তাঁর দাবি, সিপিএম আমলে এই বৈআইনি বাড়ি নির্মাণের তত্ত্বকে তুলে ধরেছেন ৷ তবে ফিরহাদের মন্তব্যের পালটা দিয়েছে সিপিএমও ৷ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, তৃণমূল আমলে শুধু গার্ডেনরিচ নয়, কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় জলাভূমি দখল করে বেআইনি নির্মাণ হচ্ছে ।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ নিয়ে বামেদের বিরুদ্ধে দোষারোপে ফিরহাদকে পালটা জবাব বিকাশরঞ্জনের
  2. গার্ডেনরিচের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 7, ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে উদ্ধারকার্য
  3. গার্ডেনরিচের ঘটনায় 'অবৈধ' জল্পনা উড়িয়ে ফিরহাদ বললেন 'বাম জামানা থেকেই বেআইনি নির্মান'

কলকাতা, 18 মার্চ: বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পর এবার দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম সাংসদ পদপ্রার্থী সায়রা হালিম এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে যেতে বাধা দেওয়ার অভিযোগ ৷ নির্মীয়মাণ বহুতলের ওখানে যাওয়ার আগেই পুলিশ আধিকারিকরা আটকে দেন তাঁদেরকে । সিপিএমের প্রতিনিধিদের তরফে বারবার আবেদন করা হলেও পুলিশ শোনেনি বলে অভিযোগ ৷ শেষে পুলিশের ফাঁক গলে ঢুকে যাওয়ার চেষ্টা করেন সেলিম ৷

তবে এরপরেও পুলিশ তাঁকে আটকে দেয় ৷ তারা জানায়, নিরাপত্তার কথা মাথায় রেখে দুর্ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না ৷ উচ্চস্তরের আধিকারিকদের অনুমতি ছাড়া কাউকেই ভিতরে ঢুকতে দিতে পারে না পুলিশ ৷ তারপরেই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান সিপিএম নেতা মহম্মদ সেলিম-সহ তাঁর সঙ্গে থাকা বাকিরা ৷ দু'পক্ষের মধ্যে বাক্য বিনিময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।

রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ ৷ প্রায় 20 ঘণ্টা হতে চললেও সোমবারও ধ্বংসস্তূপ সরিয়ে দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকার্য। এখনও পর্যন্ত এই ঘটনায় 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ আহত বেশ কয়েকজন হাসপাতালে ভরতি ৷ এদিন সকালে উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিজে অসুস্থ তাও মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মেয়র ফিরহাদ হাকিম ও মন্ত্রী সুজিত বসুকে সঙ্গে গার্ডেনরিচের ঘটনাস্থলে পৌঁছন তিনি ৷ পরে ঘটনায় আহতের বেসরকারি নার্সিংহোমে দেখতে যান মমতা ৷ তিনি দোষীদের শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছেন ৷

অন্যদিকে গার্ডেনরিচের ঘটনার দায় কার তাই নিয়ে সিপিএম ও তৃণমূলের মধ্যে দোষোরোপ ও পালটা দোষারোপের পর্ব চলছে ৷ ফিরহাদ হাকিম বহুতল ভাঙার পিছনে বামেদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ তাঁর দাবি, সিপিএম আমলে এই বৈআইনি বাড়ি নির্মাণের তত্ত্বকে তুলে ধরেছেন ৷ তবে ফিরহাদের মন্তব্যের পালটা দিয়েছে সিপিএমও ৷ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, তৃণমূল আমলে শুধু গার্ডেনরিচ নয়, কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় জলাভূমি দখল করে বেআইনি নির্মাণ হচ্ছে ।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ নিয়ে বামেদের বিরুদ্ধে দোষারোপে ফিরহাদকে পালটা জবাব বিকাশরঞ্জনের
  2. গার্ডেনরিচের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 7, ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে উদ্ধারকার্য
  3. গার্ডেনরিচের ঘটনায় 'অবৈধ' জল্পনা উড়িয়ে ফিরহাদ বললেন 'বাম জামানা থেকেই বেআইনি নির্মান'
Last Updated : Mar 18, 2024, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.