ETV Bharat / state

আরজি করের প্রতিবাদ, গঙ্গাজল-গোবর-ঝাঁটা নিয়ে বিজেপির 'থানা শুদ্ধিকরণে' ধুন্ধুমার - BJP Police Station Purification - BJP POLICE STATION PURIFICATION

Police Station Purification by BJP in Kolkata: হাতে ঝাঁটা, সঙ্গে গোবর ও গঙ্গাজল নিয়ে কলকাতার বিভিন্ন থানার সামনে শুদ্ধিকরণ অভিযানে নামল বিজেপির মহিলা মোর্চা ৷ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ এই কর্মসূচি নেওয়া হয়েছে ৷ উত্তরে লকেট চট্টোপাধ্যায় এবং দক্ষিণে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে শুদ্ধিকরণ অভিযানে নামে বিজেপি ৷

Police Station Purification by BJP
মানিকতলা থানার সামনে বিজেপি মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণে ধুন্ধুমার ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 4:21 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যে একশোরও বেশি থানায় শুদ্ধিকরণ অভিযানে নামল বিজেপির মহিলা মোর্চা ৷ কলকাতায় লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা বেহালা থানা এবং ডিসি নর্থের অফিস শুদ্ধিকরণ অভিযানে নামে ৷ ডিসি নর্থের অফিসের কিছুটা দূরে লকেট চট্টোপাধ্যায়দের পুলিশ আটকালে, দু’তরফে ধস্তাধস্তি চলে ৷ অন্যদিকে, বেহালা থানার বাইরে ঝাঁটা-হাতে শুদ্ধিকরণ অভিযান চালান অগ্নিমিত্রা পাল ৷

মানিকতলা থানার সামনে বিজেপি মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণে ধুন্ধুমার ৷ (ইটিভি ভারত)

এদিন বেহালা থানার বাইরে বিজেপি মহিলা মোর্চার তরফে রাস্তায় গোবর ও গঙ্গাজল ঢেলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় ৷ সেই কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ তিনি বলেন, "সাধারণ মানুষের টাকায় পুলিশের বেতন হয় ৷ আর সেই মানুষকেই তাঁরা সুরক্ষা দিতে পারছেন না ৷ আজ মহিলা মোর্চার পক্ষ থেকে রাজ্যের প্রতিটি থানা শুদ্ধিকরণ অভিযান চলছে ৷"

অন্যদিকে, উত্তর কলকাতার ডিসি অফিসের সামনে শুদ্ধিকরণ অভিযানে পুলিশের সঙ্গে বিজেপি মহিলা মোর্চার সদস্যদের হাতাহাতি হয় ৷ ডিসি অফিসের বেশ কিছুটা দূরে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ ৷ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মহিলা মোর্চার সদস্যরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন ৷ সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয় ৷ এর মধ্যে মহিলা মোর্চার এক সদস্য মাথায় হাঁড়িতে থাকা গঙ্গাজল নিয়ে ব্যারিকেড টপকে যান ৷ তিনি পুলিশের চোখ এড়িয়ে ডিসি অফিসের সামনে পৌঁছে যান ৷

Police Station Purification by BJP
মানিকতলা থানার সামনে বিজেপি মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণে ধুন্ধুমার ৷ (নিজস্ব চিত্র)

তাঁর পিছনেই বিজেপির আরও বেশ কয়েকজন ঝাঁটা হাতে ডিসি নর্থের অফিসের গেটের সামনে চলে আসেন ৷ যদিও, সেখানেও পুলিশের ব্যারিকেড ছিল ৷ সেখানেই রাস্তায় গঙ্গাজল ঢেলে ঝাড়ু লাগান বিজেপি কর্মীরা ৷ পরে ডিসি নর্থের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "পুলিশের আমাদের আটকে কী লাভ হচ্ছে ? 14 সেপ্টেম্বর আরজি করে যখন দুষ্কৃতীরা ভাঙচুর করতে এসেছিল, তখন তাঁদের আটকানো হল না-কেন ? থানাগুলি থেকে যেভাবে অনৈতিক ও প্রমাণ লোপাটের মতো কাজ হচ্ছে, তাই গঙ্গাজল ও ঝাঁটা দিয়ে শুদ্ধিকরণ করছি আমরা ৷"

এদিন পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের টাকায় বেতন নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁবেদারির অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি অভিযোগ করেছেন, শুধু মেডিক্যাল কলেজগুলিতে নয়, রাজ্যের পুলিশ প্রশাসনেও 'থ্রেট কালচার' রয়েছে ৷ নিচুতলার মহিলা পুলিশ কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন লকেট ৷

কলকাতা, 23 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যে একশোরও বেশি থানায় শুদ্ধিকরণ অভিযানে নামল বিজেপির মহিলা মোর্চা ৷ কলকাতায় লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা বেহালা থানা এবং ডিসি নর্থের অফিস শুদ্ধিকরণ অভিযানে নামে ৷ ডিসি নর্থের অফিসের কিছুটা দূরে লকেট চট্টোপাধ্যায়দের পুলিশ আটকালে, দু’তরফে ধস্তাধস্তি চলে ৷ অন্যদিকে, বেহালা থানার বাইরে ঝাঁটা-হাতে শুদ্ধিকরণ অভিযান চালান অগ্নিমিত্রা পাল ৷

মানিকতলা থানার সামনে বিজেপি মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণে ধুন্ধুমার ৷ (ইটিভি ভারত)

এদিন বেহালা থানার বাইরে বিজেপি মহিলা মোর্চার তরফে রাস্তায় গোবর ও গঙ্গাজল ঢেলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় ৷ সেই কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ তিনি বলেন, "সাধারণ মানুষের টাকায় পুলিশের বেতন হয় ৷ আর সেই মানুষকেই তাঁরা সুরক্ষা দিতে পারছেন না ৷ আজ মহিলা মোর্চার পক্ষ থেকে রাজ্যের প্রতিটি থানা শুদ্ধিকরণ অভিযান চলছে ৷"

অন্যদিকে, উত্তর কলকাতার ডিসি অফিসের সামনে শুদ্ধিকরণ অভিযানে পুলিশের সঙ্গে বিজেপি মহিলা মোর্চার সদস্যদের হাতাহাতি হয় ৷ ডিসি অফিসের বেশ কিছুটা দূরে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ ৷ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মহিলা মোর্চার সদস্যরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন ৷ সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয় ৷ এর মধ্যে মহিলা মোর্চার এক সদস্য মাথায় হাঁড়িতে থাকা গঙ্গাজল নিয়ে ব্যারিকেড টপকে যান ৷ তিনি পুলিশের চোখ এড়িয়ে ডিসি অফিসের সামনে পৌঁছে যান ৷

Police Station Purification by BJP
মানিকতলা থানার সামনে বিজেপি মহিলা মোর্চার থানা শুদ্ধিকরণে ধুন্ধুমার ৷ (নিজস্ব চিত্র)

তাঁর পিছনেই বিজেপির আরও বেশ কয়েকজন ঝাঁটা হাতে ডিসি নর্থের অফিসের গেটের সামনে চলে আসেন ৷ যদিও, সেখানেও পুলিশের ব্যারিকেড ছিল ৷ সেখানেই রাস্তায় গঙ্গাজল ঢেলে ঝাড়ু লাগান বিজেপি কর্মীরা ৷ পরে ডিসি নর্থের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "পুলিশের আমাদের আটকে কী লাভ হচ্ছে ? 14 সেপ্টেম্বর আরজি করে যখন দুষ্কৃতীরা ভাঙচুর করতে এসেছিল, তখন তাঁদের আটকানো হল না-কেন ? থানাগুলি থেকে যেভাবে অনৈতিক ও প্রমাণ লোপাটের মতো কাজ হচ্ছে, তাই গঙ্গাজল ও ঝাঁটা দিয়ে শুদ্ধিকরণ করছি আমরা ৷"

এদিন পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের টাকায় বেতন নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁবেদারির অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি অভিযোগ করেছেন, শুধু মেডিক্যাল কলেজগুলিতে নয়, রাজ্যের পুলিশ প্রশাসনেও 'থ্রেট কালচার' রয়েছে ৷ নিচুতলার মহিলা পুলিশ কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন লকেট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.