ETV Bharat / state

ঘটকপুকুরের রাস্তায় একা কাঁদছে শিশু, উদ্ধার করে পরিচয় জানার চেষ্টায় পুলিশ - Police Rescued Child

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 8:11 PM IST

Police Rescue Child in Ghatakpukur: ঘটকপুকুর বাজার থেকে উদ্ধার 5 বছরের শিশু ৷ সে নিজের পরিচয় সম্পর্কে কিছুই বলতে পারছে না ৷ তার নাম ও পরিচয় জানতে টোটো নিয়ে এলাকায় ঘুরছেন পুলিশ কর্মীরা ৷

Police Rescued Child
শিশু উদ্ধার ঘটকপুকুরে (নিজস্ব ছবি)

ভাঙড়, 2 জুলাই: ব্যস্ত রাস্তায় একা একা ঘুরে বেড়াচ্ছিল বছর পাঁচেকের শিশুপুত্র ৷ তাকে উদ্ধার করে নিয়ে গেল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ঘটকপুকুর বাজারে ৷ শিশুটির এখনও কোনও পরিচয় পাওয়া যায়নি ৷ তাকে কোলে নিয়ে আশপাশের গ্রামে গ্রামে ঘুরে তার নাম ও পরিচয় জানার চেষ্টা করছেন ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে 11টা নাগাদ হঠাৎই ঘটকপুকুর বাজারের চৌমাথায় ওই শিশুকে দেখতে পাওয়া যায় ৷ শিশুটির সঙ্গে কেউ ছিল না ৷ সে একা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল ৷ সেই সময় বিষয়টি ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের নজরে আসে । এরপর তাঁরা শিশুটিকে উদ্ধার করে নিয়ে যান ৷ তাঁরা তার পরিচয় জানার চেষ্টা করেন ৷ কিন্তু শিশুটি পুলিশ আধিকারিকদের কিছুই বলতে পারেনি ৷

শিশুটিকে জিজ্ঞেস করে কোনও লাভ না হওয়ায় শেষে তাকে নিয়ে একটি টোটো করে গ্রামে গ্রামে ঘুরতে দেখা যায় পুলিশকে ৷ গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে শিশুটির পরিচয় জানার চেষ্টা করছেন ভাঙ্গড় ট্রাফিক গার্ডের ওসি ইমামুদ্দিন মিদ্দে-সহ বাকি পুলিশ আধিকারিকরা ৷ কিন্তু এই খবর লেখা পর্যন্ত শিশুটির কোনও পরিচয় পাওয়া যায়নি বলে জানা গিয়েছে ।

এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে ৷ এই বাচ্চাটির বাড়ি কোথায় ? কেন ঘটকপুকুর চৌমাথায় একা দাঁড়িয়ে ছিল সে ? কেউ কি ওই বাচ্চাটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছে ? নাকি বাচ্চাটি একা চলে এসেছে ? কিন্তু এত ছোট বাচ্চা কীভাবে একা এল ? পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ । পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়েছে, যদি কেউ শিশুটির পরিচয় জানতে পারেন তাহলে ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের সঙ্গে যেন যোগাযোগ করেন ।

ভাঙড়, 2 জুলাই: ব্যস্ত রাস্তায় একা একা ঘুরে বেড়াচ্ছিল বছর পাঁচেকের শিশুপুত্র ৷ তাকে উদ্ধার করে নিয়ে গেল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ঘটকপুকুর বাজারে ৷ শিশুটির এখনও কোনও পরিচয় পাওয়া যায়নি ৷ তাকে কোলে নিয়ে আশপাশের গ্রামে গ্রামে ঘুরে তার নাম ও পরিচয় জানার চেষ্টা করছেন ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে 11টা নাগাদ হঠাৎই ঘটকপুকুর বাজারের চৌমাথায় ওই শিশুকে দেখতে পাওয়া যায় ৷ শিশুটির সঙ্গে কেউ ছিল না ৷ সে একা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল ৷ সেই সময় বিষয়টি ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের নজরে আসে । এরপর তাঁরা শিশুটিকে উদ্ধার করে নিয়ে যান ৷ তাঁরা তার পরিচয় জানার চেষ্টা করেন ৷ কিন্তু শিশুটি পুলিশ আধিকারিকদের কিছুই বলতে পারেনি ৷

শিশুটিকে জিজ্ঞেস করে কোনও লাভ না হওয়ায় শেষে তাকে নিয়ে একটি টোটো করে গ্রামে গ্রামে ঘুরতে দেখা যায় পুলিশকে ৷ গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে শিশুটির পরিচয় জানার চেষ্টা করছেন ভাঙ্গড় ট্রাফিক গার্ডের ওসি ইমামুদ্দিন মিদ্দে-সহ বাকি পুলিশ আধিকারিকরা ৷ কিন্তু এই খবর লেখা পর্যন্ত শিশুটির কোনও পরিচয় পাওয়া যায়নি বলে জানা গিয়েছে ।

এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে ৷ এই বাচ্চাটির বাড়ি কোথায় ? কেন ঘটকপুকুর চৌমাথায় একা দাঁড়িয়ে ছিল সে ? কেউ কি ওই বাচ্চাটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছে ? নাকি বাচ্চাটি একা চলে এসেছে ? কিন্তু এত ছোট বাচ্চা কীভাবে একা এল ? পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ । পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়েছে, যদি কেউ শিশুটির পরিচয় জানতে পারেন তাহলে ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের সঙ্গে যেন যোগাযোগ করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.