ETV Bharat / state

দুর্গাপুরে কোটি টাকা ছিনতাইয়ের জের ! সালানপুরে 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি পুলিশের - Police Raids in Salanpur

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 7:01 PM IST

Police Raids in Businessmen Houses: দুর্গাপুরে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় সালানপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাল পুলিশ ৷ দুটি বাড়ি সিল করে দেওয়া হয়েছে ৷ সেখানে থেকে কী উদ্ধার হয়েছে, তা জানা যায়নি ৷

Police Raids in Businessmen Houses
সালানপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান (নিজস্ব ছবি)

আসানসোল, 9 সেপ্টেম্বর: সালানপুরের পিঠাইকেয়ারি ও রূপনারায়ণপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাল পুলিশ । দুর্গাপুরে 19 নম্বর জাতীয় সড়কে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছিল ৷ এবার সেই ঘটনায় লুট করা টাকা খুঁজতে পুলিশ সালানপুর থানার পিঠাকেয়ারি এলাকায় ব্যবসায়ী পৃথ্বীরাজ জয়সওয়াল এবং রূপনারায়ণপুরের হঠাৎ কলোনিতে ব্যবসায়ী অজয় ​​দাসের বাড়িতে হানা দেয় সোমবার ।

সিল করা হল ব্যবসায়ীদের বাড়ি দুটি (ইটিভি ভারত)

যদিও সেখান থেকে কী উদ্ধার হয়েছে, তা এখনও পর্যন্ত পুলিশ খোলসা করে বলেনি । তবে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর ব্যবসায়ীদের বাড়ি দুটিকে সিল করে দেওয়া হয়েছে ৷

ব্যবসায়ী অজয় কুমার দাসের স্ত্রী চঞ্চল কুমারী বলেন, "আমাদের বাড়িতে পুলিশ এসেছিল এবং অনেকক্ষণ ধরে তল্লাশি চালাচ্ছিল । তারা টাকা খুঁজছিল । কিন্তু কোনও টাকা আমাদের বাড়িতে তারা পায়নি । স্বামীর সঙ্গেও আমার কোনও কথা হয়নি । এখন আমাদের বাড়িটি ওরা সিল করে দিয়ে যাচ্ছে । কী কারণে এমন ঘটনা ঘটল তা আমরা জানি না ।"

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরে 19 নম্বর জাতীয় সড়কে ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি টাকার ছিনতাইয়ের ঘটনার সঙ্গে এই অভিযানের সম্পর্ক রয়েছে । তাই এ দিন ব্যাপক পুলিশি তল্লাশি অভিযান চালানো হয় । দুই ব্যবসায়ীর বাড়িতে যৌথভাবে অভিযান চালান দুর্গাপুর থানা, সালানপুর থানা ও রূপনারায়ণ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাই করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ এই ঘটনায় এক এএসআই-সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ । অনুমান করা হচ্ছে, তাদেরকে হেফাজতে নিয়ে বেশকিছু তথ্য হাতে পেয়েছে পুলিশ ৷ সেই সূত্র ধরেই এ দিন রূপনারায়ণপুর এবং পিঠাইকেয়ারিতে এই দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয় ।

আসানসোল, 9 সেপ্টেম্বর: সালানপুরের পিঠাইকেয়ারি ও রূপনারায়ণপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাল পুলিশ । দুর্গাপুরে 19 নম্বর জাতীয় সড়কে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছিল ৷ এবার সেই ঘটনায় লুট করা টাকা খুঁজতে পুলিশ সালানপুর থানার পিঠাকেয়ারি এলাকায় ব্যবসায়ী পৃথ্বীরাজ জয়সওয়াল এবং রূপনারায়ণপুরের হঠাৎ কলোনিতে ব্যবসায়ী অজয় ​​দাসের বাড়িতে হানা দেয় সোমবার ।

সিল করা হল ব্যবসায়ীদের বাড়ি দুটি (ইটিভি ভারত)

যদিও সেখান থেকে কী উদ্ধার হয়েছে, তা এখনও পর্যন্ত পুলিশ খোলসা করে বলেনি । তবে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর ব্যবসায়ীদের বাড়ি দুটিকে সিল করে দেওয়া হয়েছে ৷

ব্যবসায়ী অজয় কুমার দাসের স্ত্রী চঞ্চল কুমারী বলেন, "আমাদের বাড়িতে পুলিশ এসেছিল এবং অনেকক্ষণ ধরে তল্লাশি চালাচ্ছিল । তারা টাকা খুঁজছিল । কিন্তু কোনও টাকা আমাদের বাড়িতে তারা পায়নি । স্বামীর সঙ্গেও আমার কোনও কথা হয়নি । এখন আমাদের বাড়িটি ওরা সিল করে দিয়ে যাচ্ছে । কী কারণে এমন ঘটনা ঘটল তা আমরা জানি না ।"

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরে 19 নম্বর জাতীয় সড়কে ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি টাকার ছিনতাইয়ের ঘটনার সঙ্গে এই অভিযানের সম্পর্ক রয়েছে । তাই এ দিন ব্যাপক পুলিশি তল্লাশি অভিযান চালানো হয় । দুই ব্যবসায়ীর বাড়িতে যৌথভাবে অভিযান চালান দুর্গাপুর থানা, সালানপুর থানা ও রূপনারায়ণ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাই করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ এই ঘটনায় এক এএসআই-সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ । অনুমান করা হচ্ছে, তাদেরকে হেফাজতে নিয়ে বেশকিছু তথ্য হাতে পেয়েছে পুলিশ ৷ সেই সূত্র ধরেই এ দিন রূপনারায়ণপুর এবং পিঠাইকেয়ারিতে এই দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.