কলকাতা, 23 ফেব্রুয়ারি: থালিস্তানি বিতর্কে শেষমেশ এফআইআর দায়ের করল পুলিশ। ঘটনাচক্রে কিছুদিন আগেই সন্দেশখালিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অগ্নিমিত্রা পালের সঙ্গে চরম বাদানুবাদে জড়িয়ে পড়েন রাজ্য পুলিশের এক কর্তা। অভিযোগ তাঁকে খালিস্থানি বলা হয়। এবার সেই খালিস্থানি বিতর্কে রাজ্য পুলিশের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে ভবানী ভবন সূত্রের খবর। যদিও এই বিষয়ে পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি। সূত্রের খবর, বেশ কয়েকজনের বিরুদ্ধে এই ঘটনা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
কিছুদিন আগেই উত্তর 24 পরগনা সন্দেশখালিতে ঢুকতে যান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ অগ্নিমিত্রা পাল। কর্তব্যরত অবস্থায় ছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা আধিকারিক জসপ্রিত সিং। বিরোধী দলনেতা এবং অগ্নিমিত্র পালের সঙ্গে চরম বচসায় জড়িয়ে পড়েন তিনি। একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ওই আধিকারিককে লক্ষ্য করে কেউ 'খালিস্থানি' শব্দটি বলছে বলে শোনা যায়।
এরপর তড়িঘড়ি রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার একটি সাংবাদিক বৈঠক করে জানান, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে এবং তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। পাশাপাশি রাজ্য পুলিশের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হবে বলে সেদিন জানিয়েছিলেন সুপ্রতিম সরকার। এবার অভিযোগ দায়ের করল পুলিশ।
সেই ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় এই গোটা বিষয়ের সমালোচনা করেন। পাশাপাশি ইতিমধ্যেই রাজ্য বিজেপি সদর দপ্তরে একাধিকবার অভিযানও করেছেন শহরের শিখ সম্প্রদায়ের সদস্যরা। তাঁদের দাবি এই বিষয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।
আরও পড়ুন: