ETV Bharat / state

ফের নারী নির্যাতনের অভিযোগ, এবার অভিযুক্ত এক পুলিশকর্মী - SEXUAL HARASSMENT

গাইঘাটায় প্রতিবেশী মহিলাকে শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশ কনস্টেবল ৷ গ্রেফতার অভিযুক্ত ৷

Representative Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 6:11 PM IST

বনগাঁ, 15 অক্টোবর: আরজি কর থেকে জয়নগর, রাজ্যে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি ৷ এমন সময়ে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ সামনে এল ৷ এই ঘটনায় অভিযুক্ত একজন পুলিশ কর্মী ৷ তাঁকে গ্রেফতার করেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ঘটনাটি ঘটে৷ সেই সময় স্থানীয় এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন ৷ তখনই সুনীল মজুমদার নামে ওই পুলিশকর্মী পিছন থেকে তাঁর মুখ চেপে ধরেন বলে অভিযোগ ৷ পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, সুনীল মদ্যপ অবস্থায় ছিলেন ৷ তাঁকে টানতে টানতে একটি বাড়ির পিছনে নিয়ে যান ৷ সেখানে তাঁকে জোর করে মদ্যপান করানোর চেষ্টা করেন৷ শ্লীলতাহানি করেন ৷

GAIGHATA SEXUAL HARASSMENT Case
শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশকর্মী সুনীল মজুমদার (নিজস্ব চিত্র)

মহিলার আরও দাবি, তিনি কোনোরকমে সেখান থেকে পালিয়ে যান ৷ বাড়িতে গিয়ে সবটা জানান ৷ তার পর রাতেই তিনি গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ৷ গ্রেফতার করা হয় সুনীলকে ৷ তাঁকে মঙ্গলবার পেশ করা হয় বনগাঁ মহকুমা আদালতে ৷ আদালত কী নির্দেশ দিয়েছে, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি ৷

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে সুনীল ওই মহিলার প্রতিবেশী ৷ ফলে ওই মহিলা বা তাঁর পরিবারের সঙ্গে সুনীলের কোনও শত্রুতা আগে থেকেই ছিল কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে সুনীল সম্বন্ধে বিস্তারিত তথ্য সেভাবে পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি ৷ শুধু জানা গিয়েছে, তিনি রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিযুক্ত ৷ তবে তিনি কোনও থানায় কর্মরত নন ৷ দেহরক্ষী হিসেবে কাজ করেন ৷ কিন্তু কার দেহরক্ষী হিসেবে তিনি কাজ করছিলেন, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷

যদিও এই ঘটনা থেকে নতুন করে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পাশাপাশি অভিযুক্ত হিসেবে পুলিশের নাম জড়িয়ে যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন যে নিরাপত্তার জন্য তাহলে কার দ্বারস্থ হবেন নারীরা ?

বনগাঁ, 15 অক্টোবর: আরজি কর থেকে জয়নগর, রাজ্যে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি ৷ এমন সময়ে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ সামনে এল ৷ এই ঘটনায় অভিযুক্ত একজন পুলিশ কর্মী ৷ তাঁকে গ্রেফতার করেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ঘটনাটি ঘটে৷ সেই সময় স্থানীয় এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন ৷ তখনই সুনীল মজুমদার নামে ওই পুলিশকর্মী পিছন থেকে তাঁর মুখ চেপে ধরেন বলে অভিযোগ ৷ পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, সুনীল মদ্যপ অবস্থায় ছিলেন ৷ তাঁকে টানতে টানতে একটি বাড়ির পিছনে নিয়ে যান ৷ সেখানে তাঁকে জোর করে মদ্যপান করানোর চেষ্টা করেন৷ শ্লীলতাহানি করেন ৷

GAIGHATA SEXUAL HARASSMENT Case
শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশকর্মী সুনীল মজুমদার (নিজস্ব চিত্র)

মহিলার আরও দাবি, তিনি কোনোরকমে সেখান থেকে পালিয়ে যান ৷ বাড়িতে গিয়ে সবটা জানান ৷ তার পর রাতেই তিনি গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ৷ গ্রেফতার করা হয় সুনীলকে ৷ তাঁকে মঙ্গলবার পেশ করা হয় বনগাঁ মহকুমা আদালতে ৷ আদালত কী নির্দেশ দিয়েছে, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি ৷

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে সুনীল ওই মহিলার প্রতিবেশী ৷ ফলে ওই মহিলা বা তাঁর পরিবারের সঙ্গে সুনীলের কোনও শত্রুতা আগে থেকেই ছিল কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে সুনীল সম্বন্ধে বিস্তারিত তথ্য সেভাবে পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি ৷ শুধু জানা গিয়েছে, তিনি রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিযুক্ত ৷ তবে তিনি কোনও থানায় কর্মরত নন ৷ দেহরক্ষী হিসেবে কাজ করেন ৷ কিন্তু কার দেহরক্ষী হিসেবে তিনি কাজ করছিলেন, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷

যদিও এই ঘটনা থেকে নতুন করে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পাশাপাশি অভিযুক্ত হিসেবে পুলিশের নাম জড়িয়ে যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন যে নিরাপত্তার জন্য তাহলে কার দ্বারস্থ হবেন নারীরা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.