ETV Bharat / state

রাত 3টেয় আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি হানা ! যেন পাক জঙ্গি ঢুকেছে, কটাক্ষ হিরণের - Police raid Hiran PA House - POLICE RAID HIRAN PA HOUSE

Police raid Hiran PA House: গভীর রাতের হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক ও দু'জন বিজেপি নেতার বাড়িতে হানা দিল পুলিশ ৷ হিরণ এই ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর এক্স হ্যান্ডেলে ৷

ETV BHARAT
হিরণের পোস্ট করা ভিডিয়ো থেকে নেওয়া (ছবি: এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 1:30 PM IST

Updated : May 22, 2024, 3:39 PM IST

হিরণের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি হানা (ইটিভি ভারত)

মেদিনীপুর, 22 মে: ষষ্ঠ দফা ভোটের মুখে একের পর এক বিজেপি নেতার বাড়িতে হানা রাজ্য পুলিশের । গতকাল রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়াবাড়ির পর ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক ও দুই বিজেপি নেতার বাড়িতে হানা দিল পুলিশ । গভীর রাতে আচমকা এই পুলিশি হানায় তাঁদের পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে বলে অভিযোগ তিন বিজেপি নেতার । এই পুলিশি তৎপরতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হিরণ বলেন, এমন অভিযান চালাচ্ছে যেন পাকিস্তানের জঙ্গি ঢুকে পড়েছে ৷

হিরণ চট্টোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে পুলিশি হানার একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে তাঁর অভিযোগ, "মঙ্গলবার রাত তিনটের সময় আমার আপ্ত সহায়ক তমোঘ্ন দের বাড়িতে হানা দেয় ঘাটাল থানার পুলিশ ৷ গতকাল রাত থেকে এখনও পর্যন্ত তল্লাশি চলছে । গোটা পাড়ায় পুলিশে ছয়লাপ ৷ হিরণের সেক্রেটারি এটাই তাঁর অপরাধ ৷ পুলিশ এমন অভিযান চালাচ্ছে যেন পাকিস্তানের জঙ্গি ঢুকে পড়েছে এখানে ৷ এই হানায় তমোঘ্নর মা আতঙ্কিত হয়ে পড়েছেন ৷ যেখানে দেবের বিরুদ্ধে গুজরাতে সোনা চুরি, সরকারি চাকরি দেওয়ার নামে টাকা চুরি, চাকরি দেওয়ার নামে তাঁর আপ্ত সহায়কের টাকা লুট, এসব অভিযোগ রয়েছে, সে ক্ষেত্রে পুলিশের কোনও ভূমিকা নেই ৷"

খড়গপুরের পাশাপাশি মেদিনীপুর শহরে ঘাটাল সাংগঠনিক জেলার দুই বিজেপি নেতার বাড়িতেও হানা দেয় পুলিশ । মেদিনীপুর শহরের মীরবাজারে তন্ময় ঘোষের বাড়িতে মঙ্গলবার রাতে পুলিশ হানা দেয় ৷ পাশাপাশি শহর সংলগ্ন আবাসে ঘাটাল সাংগঠনিক জেলার নেতা সৌমেন মিশ্রের বাড়িতে প্রায় একই সময়ে পুলিশি অভিযান হয় বলে জানিয়েছেন সৌমেন মিশ্রের স্ত্রী ।

তিনি বলেন, তিনি তাঁর দুই ছেলেমেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন । গতকাল গভীর রাতে একদল পুলিশ এসে তাঁদের বাড়ি ঘিরে ফেলে । নানারকম ভাবে ভয় ভীতি দেখানোর চেষ্টা করে ও দরজায় ধাক্কাধাক্কি শুরু করে বলে অভিযোগ তাঁর । যদিও সে সময় বাড়িতে ছিলেন না সৌমেন মিশ্র । তিনি অভিযোগ করেন যে, দুই নাবালক শিশুকন্যাকে নিয়ে আতঙ্কে রয়েছেন তাঁর স্ত্রী । সৌমেন মিশ্র একজন প্রতিবন্ধী শিক্ষক ৷ দীর্ঘ 18 বছর শিক্ষকতা করছেন তিনি । তাঁর আদি বাড়ি আনন্দপুর থানার শোলডিহার গ্রামে ৷ কর্মসূত্রে মেদিনীপুরের আবাসে থাকেন ৷ যদিও গতকাল রাতে তিনি তাঁর আবাসের বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন সৌমেন । যদিও কেন এই অভিযান, সে ব্যাপারে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. কোলাঘাটের অফিস ভাঙার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু
  2. কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে আচমকা পুলিশের তল্লাশি, ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা
  3. গো-ব্যাক স্লোগানের পালটা 'নমস্কার' দাওয়াই, অন্য মেজাজে বিজেপি প্রার্থী হিরণ

হিরণের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি হানা (ইটিভি ভারত)

মেদিনীপুর, 22 মে: ষষ্ঠ দফা ভোটের মুখে একের পর এক বিজেপি নেতার বাড়িতে হানা রাজ্য পুলিশের । গতকাল রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়াবাড়ির পর ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক ও দুই বিজেপি নেতার বাড়িতে হানা দিল পুলিশ । গভীর রাতে আচমকা এই পুলিশি হানায় তাঁদের পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে বলে অভিযোগ তিন বিজেপি নেতার । এই পুলিশি তৎপরতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হিরণ বলেন, এমন অভিযান চালাচ্ছে যেন পাকিস্তানের জঙ্গি ঢুকে পড়েছে ৷

হিরণ চট্টোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে পুলিশি হানার একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে তাঁর অভিযোগ, "মঙ্গলবার রাত তিনটের সময় আমার আপ্ত সহায়ক তমোঘ্ন দের বাড়িতে হানা দেয় ঘাটাল থানার পুলিশ ৷ গতকাল রাত থেকে এখনও পর্যন্ত তল্লাশি চলছে । গোটা পাড়ায় পুলিশে ছয়লাপ ৷ হিরণের সেক্রেটারি এটাই তাঁর অপরাধ ৷ পুলিশ এমন অভিযান চালাচ্ছে যেন পাকিস্তানের জঙ্গি ঢুকে পড়েছে এখানে ৷ এই হানায় তমোঘ্নর মা আতঙ্কিত হয়ে পড়েছেন ৷ যেখানে দেবের বিরুদ্ধে গুজরাতে সোনা চুরি, সরকারি চাকরি দেওয়ার নামে টাকা চুরি, চাকরি দেওয়ার নামে তাঁর আপ্ত সহায়কের টাকা লুট, এসব অভিযোগ রয়েছে, সে ক্ষেত্রে পুলিশের কোনও ভূমিকা নেই ৷"

খড়গপুরের পাশাপাশি মেদিনীপুর শহরে ঘাটাল সাংগঠনিক জেলার দুই বিজেপি নেতার বাড়িতেও হানা দেয় পুলিশ । মেদিনীপুর শহরের মীরবাজারে তন্ময় ঘোষের বাড়িতে মঙ্গলবার রাতে পুলিশ হানা দেয় ৷ পাশাপাশি শহর সংলগ্ন আবাসে ঘাটাল সাংগঠনিক জেলার নেতা সৌমেন মিশ্রের বাড়িতে প্রায় একই সময়ে পুলিশি অভিযান হয় বলে জানিয়েছেন সৌমেন মিশ্রের স্ত্রী ।

তিনি বলেন, তিনি তাঁর দুই ছেলেমেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন । গতকাল গভীর রাতে একদল পুলিশ এসে তাঁদের বাড়ি ঘিরে ফেলে । নানারকম ভাবে ভয় ভীতি দেখানোর চেষ্টা করে ও দরজায় ধাক্কাধাক্কি শুরু করে বলে অভিযোগ তাঁর । যদিও সে সময় বাড়িতে ছিলেন না সৌমেন মিশ্র । তিনি অভিযোগ করেন যে, দুই নাবালক শিশুকন্যাকে নিয়ে আতঙ্কে রয়েছেন তাঁর স্ত্রী । সৌমেন মিশ্র একজন প্রতিবন্ধী শিক্ষক ৷ দীর্ঘ 18 বছর শিক্ষকতা করছেন তিনি । তাঁর আদি বাড়ি আনন্দপুর থানার শোলডিহার গ্রামে ৷ কর্মসূত্রে মেদিনীপুরের আবাসে থাকেন ৷ যদিও গতকাল রাতে তিনি তাঁর আবাসের বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন সৌমেন । যদিও কেন এই অভিযান, সে ব্যাপারে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. কোলাঘাটের অফিস ভাঙার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু
  2. কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে আচমকা পুলিশের তল্লাশি, ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা
  3. গো-ব্যাক স্লোগানের পালটা 'নমস্কার' দাওয়াই, অন্য মেজাজে বিজেপি প্রার্থী হিরণ
Last Updated : May 22, 2024, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.