ETV Bharat / state

3 অভিযুক্তকে গ্রেফতারে গিয়ে আক্রান্ত এসআই, পুলিশের বিরুদ্ধে হামলা-মারধরের পালটা অভিযোগ - SI ATTACKED BY ACCUSED

বুধবার রাতের ঘটনা ৷ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শ্লীলতাহানির অভিযোগে পরোয়ানা জারি হয় বলে পুলিশের দাবি ৷

NARENDRAPUR PS
নরেন্দ্রপুর থানা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2025, 8:33 PM IST

নরেন্দ্রপুর (দক্ষিণ 24 পরগনা), 16 জানুয়ারি: উত্তর দিনাজপুরের ইসলামপুরের পর এবার দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর ৷ ফের পুলিশকর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে ৷ ইসলামপুরে অভিযুক্তের ছোড়া গুলিতে আহত হন দুই পুলিশকর্মী ৷ আর নরেন্দ্রপুরে ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশকর্মীকে কোপানো হয় ৷

তবে দু’টি ঘটনার মধ্যে পার্থক্য দুটো ৷ ইসলামপুরে প্রিজন ভ্যানে বসেই অভিযুক্ত গুলি চালায় বলে অভিযোগ ৷ আর নরেন্দ্রপুরে অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে পুলিশকে আক্রমণের মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে ৷ এছাড়া ইসলামপুরে পলাতক অভিযুক্ত ৷ কিন্তু নরেন্দ্রপুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷

নরেন্দ্রপুরের ঘটনায় যিনি আহত হয়েছেন, তাঁর নাম শান্তনু ব্যাধ ৷ তিনি নরেন্দ্রপুর থানায় সাব ইনস্পেক্টর হিসেবে কর্মরত ৷ নরেন্দ্রপুর থানা বারুইপুর পুলিশ জেলার অধীনস্থ ৷ সেখানকার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বৃহস্পতিবার বলেন, ‘‘ওয়ারেন্ট ছিল ৷ সেই কারণেই তল্লাশি অভিযানে যাওয়া হয় ৷ তার পর অভিযুক্তদের আক্রমণে এক এসআই (সাব ইনস্পেক্টর) সামান্য আহত হন ৷ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷’’

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, 2022 সালের একটি শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত নীলরতন পাল (75), সৌম্য পাল ওরফে বাবু (23) এবং শ্যামল পাল (41) ৷ তাঁরা নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া আর্যনগরের বাসিন্দা ৷ তাঁদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয় ৷

আদালতের নির্দেশ মেনে বুধবার রাতে গড়িয়া আর্যনগরে যায় নরেন্দ্রপুর থানার চারজন পুলিশকর্মী ৷ অভিযোগ, ঘটনাস্থলে যেতেই চার পুলিশকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তরা ৷ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় ৷ তখনই শান্তনু ব্যাধ নামে ওই পুলিশকর্মী আহত হন ৷ বাকিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷

এর পরই নরেন্দ্রপুর থানা থেকে আরও পুলিশ ঘটনাস্থলে যায় ৷ তার পর গ্রেফতার করা হয় নীলরতন, শ্যামল ও সৌম্যকে ৷ তাঁদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় ৷ আদালতে পেশের আগে বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালি জানিয়েছিলেন অভিযুক্তদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ ৷ তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷

এদিকে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে পালটা অভিযোগ করেছেন অভিযুক্তদের পরিবারের সদস্যরা ৷ তাঁরা পুলিশের বিরুদ্ধে ভাঙচুর চালানোর অভিযোগ করেন ৷

অভিযুক্ত নীলরতন পালের মেয়ে পেশায় আইনজীবী ঝুমা পাল বলেন, ‘‘আমার বাবার 75 বছর বয়স ৷ তিনি অসুস্থ ৷ রাতে ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলেন ৷ গভীর রাতে 10-12 জন এসে তালা ভেঙে বাড়িতে ঢোকে ৷ পুলিশ বলে দাবি করে ৷ তবে তাঁরা সাদা পোশাকে ছিলেন ৷ প্রত্যেকে মত্ত অবস্থায় ছিলেন ৷ বাড়িতে ঢুকে মারধর করে বাবা, দাদা ও ভাইকে৷ পরিবারের মহিলা ও শিশুদের মারধর করা হয় ৷ বাড়ির সিসিটিভি ক্যামেরার তারও ছিঁড়ে দেওয়া হয় এবং ডিভিআর পর্যন্ত নিয়ে যায় ৷’’

তাঁর আরও দাবি, ‘‘এর আগেও একই ঘটনা ঘটিয়েছে পুলিশ ৷ তবে আগেরবার মত্ত অবস্থায় ছিলেন না কেউ ৷ পুলিশ কোনও গ্রেফতারি পরোয়ানা দেখাতে পারছে না ৷ কিসের মামলা, সেটাও জানি না ৷’’ এর পিছনে প্রতিবেশীদেরও মদত থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ৷

নীলরতন পালের স্ত্রী ছায়া পাল বলেন, ‘‘এসে দরজা ধাক্কা দিচ্ছিল ৷ মেয়েকে ফোন করার কথা বলি ৷ তার আগে দরজা ভেঙে যায় ৷ ছোট ছেলেকে এমনভাবে মারল যে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে ৷’’

নরেন্দ্রপুর (দক্ষিণ 24 পরগনা), 16 জানুয়ারি: উত্তর দিনাজপুরের ইসলামপুরের পর এবার দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর ৷ ফের পুলিশকর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে ৷ ইসলামপুরে অভিযুক্তের ছোড়া গুলিতে আহত হন দুই পুলিশকর্মী ৷ আর নরেন্দ্রপুরে ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশকর্মীকে কোপানো হয় ৷

তবে দু’টি ঘটনার মধ্যে পার্থক্য দুটো ৷ ইসলামপুরে প্রিজন ভ্যানে বসেই অভিযুক্ত গুলি চালায় বলে অভিযোগ ৷ আর নরেন্দ্রপুরে অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে পুলিশকে আক্রমণের মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে ৷ এছাড়া ইসলামপুরে পলাতক অভিযুক্ত ৷ কিন্তু নরেন্দ্রপুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷

নরেন্দ্রপুরের ঘটনায় যিনি আহত হয়েছেন, তাঁর নাম শান্তনু ব্যাধ ৷ তিনি নরেন্দ্রপুর থানায় সাব ইনস্পেক্টর হিসেবে কর্মরত ৷ নরেন্দ্রপুর থানা বারুইপুর পুলিশ জেলার অধীনস্থ ৷ সেখানকার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বৃহস্পতিবার বলেন, ‘‘ওয়ারেন্ট ছিল ৷ সেই কারণেই তল্লাশি অভিযানে যাওয়া হয় ৷ তার পর অভিযুক্তদের আক্রমণে এক এসআই (সাব ইনস্পেক্টর) সামান্য আহত হন ৷ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷’’

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, 2022 সালের একটি শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত নীলরতন পাল (75), সৌম্য পাল ওরফে বাবু (23) এবং শ্যামল পাল (41) ৷ তাঁরা নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া আর্যনগরের বাসিন্দা ৷ তাঁদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয় ৷

আদালতের নির্দেশ মেনে বুধবার রাতে গড়িয়া আর্যনগরে যায় নরেন্দ্রপুর থানার চারজন পুলিশকর্মী ৷ অভিযোগ, ঘটনাস্থলে যেতেই চার পুলিশকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তরা ৷ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় ৷ তখনই শান্তনু ব্যাধ নামে ওই পুলিশকর্মী আহত হন ৷ বাকিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷

এর পরই নরেন্দ্রপুর থানা থেকে আরও পুলিশ ঘটনাস্থলে যায় ৷ তার পর গ্রেফতার করা হয় নীলরতন, শ্যামল ও সৌম্যকে ৷ তাঁদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় ৷ আদালতে পেশের আগে বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালি জানিয়েছিলেন অভিযুক্তদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ ৷ তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷

এদিকে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে পালটা অভিযোগ করেছেন অভিযুক্তদের পরিবারের সদস্যরা ৷ তাঁরা পুলিশের বিরুদ্ধে ভাঙচুর চালানোর অভিযোগ করেন ৷

অভিযুক্ত নীলরতন পালের মেয়ে পেশায় আইনজীবী ঝুমা পাল বলেন, ‘‘আমার বাবার 75 বছর বয়স ৷ তিনি অসুস্থ ৷ রাতে ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলেন ৷ গভীর রাতে 10-12 জন এসে তালা ভেঙে বাড়িতে ঢোকে ৷ পুলিশ বলে দাবি করে ৷ তবে তাঁরা সাদা পোশাকে ছিলেন ৷ প্রত্যেকে মত্ত অবস্থায় ছিলেন ৷ বাড়িতে ঢুকে মারধর করে বাবা, দাদা ও ভাইকে৷ পরিবারের মহিলা ও শিশুদের মারধর করা হয় ৷ বাড়ির সিসিটিভি ক্যামেরার তারও ছিঁড়ে দেওয়া হয় এবং ডিভিআর পর্যন্ত নিয়ে যায় ৷’’

তাঁর আরও দাবি, ‘‘এর আগেও একই ঘটনা ঘটিয়েছে পুলিশ ৷ তবে আগেরবার মত্ত অবস্থায় ছিলেন না কেউ ৷ পুলিশ কোনও গ্রেফতারি পরোয়ানা দেখাতে পারছে না ৷ কিসের মামলা, সেটাও জানি না ৷’’ এর পিছনে প্রতিবেশীদেরও মদত থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ৷

নীলরতন পালের স্ত্রী ছায়া পাল বলেন, ‘‘এসে দরজা ধাক্কা দিচ্ছিল ৷ মেয়েকে ফোন করার কথা বলি ৷ তার আগে দরজা ভেঙে যায় ৷ ছোট ছেলেকে এমনভাবে মারল যে মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.