ETV Bharat / state

নিয়ম ভেঙে গঙ্গাধর কয়ালের ভিডিয়ো নিয়ে এফআইআর কেন ? হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য পুলিশের - Sandeshkhali Viral Video

author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 4:55 PM IST

Sandeshkhali Viral Video: সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো মামলায় এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট ৷ মেজিস্ট্রেটের অনুমতি ছাড়া কীভাবে এফআইআর করা হল গঙ্গাধর কয়াল-সহ অন্যান্যদের বিরুদ্ধে ? সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷

ETV BHARAT
গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিয়ো মামলায় পুলিশের ভূমিকায় প্রশ্ন আদালতের ৷ (ফাইল চিত্র)

কলকাতা, 14 মে: ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কীভাবে এফআইআর দায়ের হল গঙ্গাধর কয়ালের ভিডিয়োর ঘটনায় ? আজ এই প্রশ্নই তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, এই ধরনের ঘটনায় সরাসরি এভাবে এফআইআর দায়ের করা যায় না ৷ এর জন্য প্রথমে ভিডিয়োর সত্যতা নিয়ে তদন্ত করে ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে ৷ তারপর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে এফআইআর দায়ের করতে হবে ৷

বিচারপতি সেনগুপ্তর মন্তব্য, ভাইরাল হওয়া ভিডিয়ো সত্যি কি না, তা প্রমাণিত নয় ৷ ফলে এক্ষেত্রে তা শাস্তিযোগ্য অপরাধ কি না, তাও প্রমাণ হয়নি ৷ তাই ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া এফআইআর কীভাবে দায়ের হল ? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি ৷ আপাতত মামলার শুনানি শুক্রবার পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷

আজ আদালতে শুনানির শুরুতে অ্যাডভোকেট জেনারেল বলেন, "সুপ্রিম কোর্টে মাম্পি দাস মণ্ডল নামে এক মহিলা একটি মামলা করেছেন ৷ সুপ্রিম কোর্টের নজরদারিতে গোটা সন্দেশখালির ঘটনাক্রমের তদন্তের আবেদন করেছেন তিনি ৷ আজ মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছে ৷ সেখানে আগামিকাল শুনানি হতে পারে ৷ ফলে হাইকোর্ট আপাতত এই মামলার শুনানি স্থগিত রাখুক ৷" তবে, শুধু সুপ্রিম কোর্টের মামলা নয় ৷ তিনি হাইকোর্টে জানান, সন্দেশখালি সংক্রান্ত সব মামলাই প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলছে ৷ ফলে এই মুহূর্তে এই মামলার শুনানি সিঙ্গল বেঞ্চে না-হওয়াই ভালো বলে আদালতে উল্লেখ করেন এজি ৷

প্রসঙ্গত, আজকের মামলাটি দায়ের করেছিলেন গঙ্গাধর কয়াল এবং তাঁর ছেলে জ্যোতির্ময় কয়াল ৷ পুলিশ তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করায় নিরাপত্তারহীনতায় ভুগছেন ৷ এমনকি গঙ্গাধর কয়াল তাঁর চেহারা ব্যবহার করে ফেক ভিডিয়ো বানানোর অভিযোগ করেছেন ৷ এই সবের প্রেক্ষিতে আদালতে নিরাপত্তা চেয়ে মামলা করেছিলেন গঙ্গাধর ৷ তারই শুনানি এদিন ছিল ৷

গঙ্গাধরের আইনজীবী জয়দীপ কর অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যের পালটা আদালতে বলেন, "প্রধান বিচারপতির বেঞ্চে যে মামলাটি রয়েছে সেটা জনস্বার্থ মামলা ৷ এখানে যে এফয়াইয়ার দায়ের হয়েছে, শক্তিপদ রাউত নামে এক ব্যক্তি সন্দেশখালি থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রেখা পাত্র, গঙ্গাধর কয়াল প্রমুখের নামে নতুন করে এফআইআর দায়ের করেছেন ৷" তাঁর দাবি, প্রধান বিচারপতির বেঞ্চের মামলার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ৷

সবপক্ষের বয়ান শোনার পর বিচারপতি সেনগুপ্ত আপাতত মামলাটি শুক্রবার পর্যন্ত স্থগিত রেখেছেন ৷ তবে, এর মধ্যে কারও বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি ৷ অ্যাডভোকেট জেনারেলও বিচারপতিকে আশ্বাস দিয়েছেন, আপাতত কোনও পদক্ষেপ করা হবে না ৷

আরও পড়ুন:

  1. নিরাপত্তাহীনতায় ভুগছেন সন্দেশখালির গঙ্গাধর, 'ভুয়ো' ভিডিয়ো নিয়ে হাইকোর্টে বিজেপির মণ্ডল সভাপতি
  2. পুলিশ ও তৃণমূলের অত্যাচার রুখতে বেড়মজুরে লাঠি-ঝাঁটা হাতে 'রাতপাহারা' মহিলাদের
  3. শ্লীলতাহানির 'মিথ্যে' অভিযোগ তুলতে চাওয়ায় মহিলাকে হুমকি ! অভিযুক্ত বিজেপির রেখা পাত্র

কলকাতা, 14 মে: ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কীভাবে এফআইআর দায়ের হল গঙ্গাধর কয়ালের ভিডিয়োর ঘটনায় ? আজ এই প্রশ্নই তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, এই ধরনের ঘটনায় সরাসরি এভাবে এফআইআর দায়ের করা যায় না ৷ এর জন্য প্রথমে ভিডিয়োর সত্যতা নিয়ে তদন্ত করে ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে ৷ তারপর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে এফআইআর দায়ের করতে হবে ৷

বিচারপতি সেনগুপ্তর মন্তব্য, ভাইরাল হওয়া ভিডিয়ো সত্যি কি না, তা প্রমাণিত নয় ৷ ফলে এক্ষেত্রে তা শাস্তিযোগ্য অপরাধ কি না, তাও প্রমাণ হয়নি ৷ তাই ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া এফআইআর কীভাবে দায়ের হল ? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি ৷ আপাতত মামলার শুনানি শুক্রবার পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷

আজ আদালতে শুনানির শুরুতে অ্যাডভোকেট জেনারেল বলেন, "সুপ্রিম কোর্টে মাম্পি দাস মণ্ডল নামে এক মহিলা একটি মামলা করেছেন ৷ সুপ্রিম কোর্টের নজরদারিতে গোটা সন্দেশখালির ঘটনাক্রমের তদন্তের আবেদন করেছেন তিনি ৷ আজ মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছে ৷ সেখানে আগামিকাল শুনানি হতে পারে ৷ ফলে হাইকোর্ট আপাতত এই মামলার শুনানি স্থগিত রাখুক ৷" তবে, শুধু সুপ্রিম কোর্টের মামলা নয় ৷ তিনি হাইকোর্টে জানান, সন্দেশখালি সংক্রান্ত সব মামলাই প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলছে ৷ ফলে এই মুহূর্তে এই মামলার শুনানি সিঙ্গল বেঞ্চে না-হওয়াই ভালো বলে আদালতে উল্লেখ করেন এজি ৷

প্রসঙ্গত, আজকের মামলাটি দায়ের করেছিলেন গঙ্গাধর কয়াল এবং তাঁর ছেলে জ্যোতির্ময় কয়াল ৷ পুলিশ তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করায় নিরাপত্তারহীনতায় ভুগছেন ৷ এমনকি গঙ্গাধর কয়াল তাঁর চেহারা ব্যবহার করে ফেক ভিডিয়ো বানানোর অভিযোগ করেছেন ৷ এই সবের প্রেক্ষিতে আদালতে নিরাপত্তা চেয়ে মামলা করেছিলেন গঙ্গাধর ৷ তারই শুনানি এদিন ছিল ৷

গঙ্গাধরের আইনজীবী জয়দীপ কর অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যের পালটা আদালতে বলেন, "প্রধান বিচারপতির বেঞ্চে যে মামলাটি রয়েছে সেটা জনস্বার্থ মামলা ৷ এখানে যে এফয়াইয়ার দায়ের হয়েছে, শক্তিপদ রাউত নামে এক ব্যক্তি সন্দেশখালি থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রেখা পাত্র, গঙ্গাধর কয়াল প্রমুখের নামে নতুন করে এফআইআর দায়ের করেছেন ৷" তাঁর দাবি, প্রধান বিচারপতির বেঞ্চের মামলার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ৷

সবপক্ষের বয়ান শোনার পর বিচারপতি সেনগুপ্ত আপাতত মামলাটি শুক্রবার পর্যন্ত স্থগিত রেখেছেন ৷ তবে, এর মধ্যে কারও বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি ৷ অ্যাডভোকেট জেনারেলও বিচারপতিকে আশ্বাস দিয়েছেন, আপাতত কোনও পদক্ষেপ করা হবে না ৷

আরও পড়ুন:

  1. নিরাপত্তাহীনতায় ভুগছেন সন্দেশখালির গঙ্গাধর, 'ভুয়ো' ভিডিয়ো নিয়ে হাইকোর্টে বিজেপির মণ্ডল সভাপতি
  2. পুলিশ ও তৃণমূলের অত্যাচার রুখতে বেড়মজুরে লাঠি-ঝাঁটা হাতে 'রাতপাহারা' মহিলাদের
  3. শ্লীলতাহানির 'মিথ্যে' অভিযোগ তুলতে চাওয়ায় মহিলাকে হুমকি ! অভিযুক্ত বিজেপির রেখা পাত্র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.