ETV Bharat / state

পথ দুর্ঘটনায় মৃতুকে কেন্দ্র করে উত্তেজনা, গ্রেফতার 1 - ROAD ACCIDENT IN MARISHDA

শুক্রবার সকালে পথ দুর্ঘটনায় মৃতু হয় এক ব্যক্তির ৷ তারপরই বিক্ষোভে দেখাতে থাকেন স্থানীয়রা ৷ এমনকী পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে বলেও অভিযোগ ৷

Road Accident
মারিশদায় পথ দুর্ঘটনাকে ঘিরে বিক্ষোভ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2024, 8:45 PM IST

মারিশদা, 25 অক্টোবর: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা ৷ এই ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দা ও মৃত যুবকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার সুকুনিয়া এলাকায় ৷ ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিন সুকুনিয়াতে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক চালক দিব্যেন্দু কর (42) ভূপতিনগর থানা এলাকার বাসিন্দা ৷ পুলিশ জানিয়েছে, পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাইক চালকের উপর দিয়ে চলে যায় । ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের ৷ এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা ৷

মারিশদায় পথ দুর্ঘটনাকে ঘিরে বিক্ষোভ (ইটিভি ভারত)

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মারিশদা থানার পুলিশ ৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করতে গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের খণ্ড যুদ্ধ বেধে যায় ৷ এমনকী স্থানীয়রা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর করে বলে অভিযোগ ৷ এই ঘটনায় তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপর বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তবে লরির চালক পলাতক ৷ লরিটি বাজেয়াপ্ত করে মারিশদা থানায় নিয়ে আসা হয়েছে ৷

এই বিষয়ে কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল মৃতদেহ উদ্ধারের জন্য ৷ কিন্তু উত্তেজিত জনতা তাদের হেনস্থা এবং মারধর করে ৷ এমনকী পুলিশের দু'টি গাড়িও ভেঙে দেয় ৷ এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ লরির চালক পলাতক । তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ লরিটি বাজেয়াপ্ত করে নিয়ে এসেছি আমরা ৷ চালকও খুব শীঘ্রই গ্রেফতার হবে ৷ পুলিশের গাড়ি যারা ভাঙচুর করেছিল, তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ আগামিকাল তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে ৷"

মারিশদা, 25 অক্টোবর: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা ৷ এই ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দা ও মৃত যুবকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার সুকুনিয়া এলাকায় ৷ ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিন সুকুনিয়াতে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক চালক দিব্যেন্দু কর (42) ভূপতিনগর থানা এলাকার বাসিন্দা ৷ পুলিশ জানিয়েছে, পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাইক চালকের উপর দিয়ে চলে যায় । ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের ৷ এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা ৷

মারিশদায় পথ দুর্ঘটনাকে ঘিরে বিক্ষোভ (ইটিভি ভারত)

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মারিশদা থানার পুলিশ ৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করতে গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের খণ্ড যুদ্ধ বেধে যায় ৷ এমনকী স্থানীয়রা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর করে বলে অভিযোগ ৷ এই ঘটনায় তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপর বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তবে লরির চালক পলাতক ৷ লরিটি বাজেয়াপ্ত করে মারিশদা থানায় নিয়ে আসা হয়েছে ৷

এই বিষয়ে কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল মৃতদেহ উদ্ধারের জন্য ৷ কিন্তু উত্তেজিত জনতা তাদের হেনস্থা এবং মারধর করে ৷ এমনকী পুলিশের দু'টি গাড়িও ভেঙে দেয় ৷ এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ লরির চালক পলাতক । তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ লরিটি বাজেয়াপ্ত করে নিয়ে এসেছি আমরা ৷ চালকও খুব শীঘ্রই গ্রেফতার হবে ৷ পুলিশের গাড়ি যারা ভাঙচুর করেছিল, তাদের একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ আগামিকাল তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.