ETV Bharat / state

রেশনের বিপুল আটা পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ব্যবসায়ী - Kakdwip Ration Smuggling - KAKDWIP RATION SMUGGLING

Kakdwip Ration Smuggling: রেশনের সামগ্রী পাচার করার চেষ্টা করছিলেন এক ব্যবসায়ী ৷ পুলিশের কাছে আগে থাকতেই সেই খবর ছিল ৷ সময়মতো ঘটনাস্থলে পৌঁছে পুলিশের জালে ধরা পড়ে ব্যবসায়ী ৷ উদ্ধার হয়েছে একাধিক বস্তা রেশনের আটা ৷

Kakdwip Ration Smuggling
রেশনের সামগ্রী পাচার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 3:57 PM IST

কাকদ্বীপ, 16 জুন: সরকারি রেশন সামগ্রী পাচারের সময় পুলিশের জালে ধরা পড়ল এক অভিযুক্ত ৷ কয়েক বস্তা রেশনের আটাও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কাকদ্বীপ থেকে কুলপির দিকে আসা একটি মোটর ভ্যানকে স্বরূপনগর এলাকায় আটক করে ৷ সেই মোটর ভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 45 বস্তা রেশনের আটা ৷

কাকদ্বীপে সরকারের রেশনের সামগ্রী পাচারের পরিকল্পনা ধরল পুলিশ (ইটিভি ভারত)

বস্তার সবকটি প্যাকেটে রাজ্য সরকারের লোগো রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এই বিপুল পরিমাণে সরকারি রেশনের সামগ্রী কোথায় পাচার হচ্ছিল, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সুন্দরবন পুলিশ ৷ এই ঘটনায় মধুসূদন দাস নামে এক ব্যবসায়ীকে গ্রেফতারও করেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 379, 413, 414 ধারায় মামলা রুজু করেছে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ৷ অভিযুক্ত ব্যক্তিকে রবিবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় ৷

এই বিষয়ে কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্য়ায় বলেন, "শনিবার আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে, কাকদ্বীপ থেকে সরকারি গণ বণ্টনের বেশ কিছু সামগ্রী কুলপির কোনও এক ব্যবসায়ীর গোডাউনে পাচার করা হবে ৷ সেই খবর পেয়ে আমরা সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন ব্যস্ততম রাস্তায় তল্লাশি অভিযানও চালাই ৷ আমাদের সেই অভিযানে স্বরূপনগরের কাছে একটি মোটর ভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 45 বস্তা রাজ্য সরকারের লোগো লাগানো রেশনের সামগ্রী ৷ সেই মোটরভ্যান চালককে আমরা জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত এই ব্যবসায়ীর সন্ধান পাই। অভিযুক্ত ব্যবসায়ীকে আমরা গ্রেফতার করেছি ৷"

এদিন অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে 10 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে ৷ এই বিপুল পরিমাণে রেশনের সামগ্রী কোথায় যাচ্ছিল এবং এই পাচার চক্রের মূল শিকড়ে যাওয়ার চেষ্টা করছে বলেও পুলিশ জানিয়েছে ৷

এসডিপিও-এর কথায়, "এই পাচার চক্রের জাল কতদূর বিস্তৃত, তা আমরা তল্লাশি করার পরেই জানতে পারব ৷" স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রাজ্যের মানুষের গণবণ্টনে সরকারি সাহায্যে রেশনের সামগ্রী কিছু অসাধু ব্যবসায়ী তা পাচার করে দিচ্ছে, যার জেরে মানুষ রেশন থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের ৷

কাকদ্বীপ, 16 জুন: সরকারি রেশন সামগ্রী পাচারের সময় পুলিশের জালে ধরা পড়ল এক অভিযুক্ত ৷ কয়েক বস্তা রেশনের আটাও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কাকদ্বীপ থেকে কুলপির দিকে আসা একটি মোটর ভ্যানকে স্বরূপনগর এলাকায় আটক করে ৷ সেই মোটর ভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 45 বস্তা রেশনের আটা ৷

কাকদ্বীপে সরকারের রেশনের সামগ্রী পাচারের পরিকল্পনা ধরল পুলিশ (ইটিভি ভারত)

বস্তার সবকটি প্যাকেটে রাজ্য সরকারের লোগো রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এই বিপুল পরিমাণে সরকারি রেশনের সামগ্রী কোথায় পাচার হচ্ছিল, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সুন্দরবন পুলিশ ৷ এই ঘটনায় মধুসূদন দাস নামে এক ব্যবসায়ীকে গ্রেফতারও করেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 379, 413, 414 ধারায় মামলা রুজু করেছে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ৷ অভিযুক্ত ব্যক্তিকে রবিবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় ৷

এই বিষয়ে কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্য়ায় বলেন, "শনিবার আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে, কাকদ্বীপ থেকে সরকারি গণ বণ্টনের বেশ কিছু সামগ্রী কুলপির কোনও এক ব্যবসায়ীর গোডাউনে পাচার করা হবে ৷ সেই খবর পেয়ে আমরা সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন ব্যস্ততম রাস্তায় তল্লাশি অভিযানও চালাই ৷ আমাদের সেই অভিযানে স্বরূপনগরের কাছে একটি মোটর ভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 45 বস্তা রাজ্য সরকারের লোগো লাগানো রেশনের সামগ্রী ৷ সেই মোটরভ্যান চালককে আমরা জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত এই ব্যবসায়ীর সন্ধান পাই। অভিযুক্ত ব্যবসায়ীকে আমরা গ্রেফতার করেছি ৷"

এদিন অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে 10 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে ৷ এই বিপুল পরিমাণে রেশনের সামগ্রী কোথায় যাচ্ছিল এবং এই পাচার চক্রের মূল শিকড়ে যাওয়ার চেষ্টা করছে বলেও পুলিশ জানিয়েছে ৷

এসডিপিও-এর কথায়, "এই পাচার চক্রের জাল কতদূর বিস্তৃত, তা আমরা তল্লাশি করার পরেই জানতে পারব ৷" স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রাজ্যের মানুষের গণবণ্টনে সরকারি সাহায্যে রেশনের সামগ্রী কিছু অসাধু ব্যবসায়ী তা পাচার করে দিচ্ছে, যার জেরে মানুষ রেশন থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.